Quantcast
Channel: টেকটুইটস
Viewing all articles
Browse latest Browse all 3243

নিজেই করুন নিজের ফ্রেশিয়াল – FACIAL

$
0
0

নিজেই করুন নিজের ফ্রেশিয়াল – FACIAL

ফেসয়াল মূলত করা হয় ত্বকের সৌন্দর্যের জন্য। এছাড়াও দাগের জন্য, ব্রণের জন্য, মেছতা, এলার্জি, এ্যানি, রংয়ের ময়লা পরিষ্কার করে উজ্জ্বলতা ফিরিয়ে আনতে ফেসয়াল করা হয়। তবে ত্বকের ধরন বুঝে ফেসয়াল করা উচিত।….
১৮ বছরের পর থেকে হারবাল ফেসয়াল করা যায়, যার কোন প্বার্শ প্রতিক্রিয়া নেই।সাধারণত ত্বকের সতেজতা, উজ্জ্বলতা এবং ময়লা পরিষ্কারের জন্য ফেসয়াল সবসময় করা যায়। তবে যাদের ত্বকের সমস্যা আছে তারা সপ্তাহে একবার করে মাসে চার বার এবং যাদের সমস্যা নেই তারা সতেজতার জন্য মাসে একবার ফেসয়াল করতে পারে।তবে যারা প্রতিনিয়ত করে তাদের ত্বকে কোন সমস্যা হয়না।



e429c3852228f4c4b4d38f30bb60f41b.jpg
বাসায় করার জন্য কিছু ফেসয়াল প্যাকের ব্যবহারের নিয়ম নিচে দেয়া হল:

নিম ফেসয়াল: দাগ, অল্প মেছতা, এলার্জি ইত্যাদি সমস্যার জন্য এই প্যাকটি বাসায় এনে প্রতিদিন ব্যবহার করা যেতে পারে, যার কোন প্বার্শ প্রতিক্রিয়া নেই। বরং এসব সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এই প্যাকটির দাম মাত্র ৪০ টাকা। বিশুদ্ধ পানি দিয়ে সামান্য পরিমাণ গুলিয়ে চোখ বাদ দিয়ে মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট পর ধুয়ে ফেলতে হবে। এভাবে একটি প্যাকই ব্যবহার করা যায় অনেক দিন।

এন্টি পিমপল: মুখে অতিরিক্ত পরিমাণে ব্রণ থাকলে এই প্যাকটি এনে এক দিন পর পর ব্যবহার করা যেতে পারে। শারীরিক কোন অসুস্থতা না থাকলে অবশ্যই ব্রণ থেকে মুক্তি পাওয়া যায়। এই প্যাকটির দাম ৪০ টাকা। একইভাবে বিশুদ্ধ পানি দিয়ে সামান্য পরিমাণ গুলিয়ে চোখ বাদ দিয়ে মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট পর ধুয়ে ফেলতে হবে।

পার্ল: সপ্তাহে একদিন ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্য ব্যবহার করা যায়। এইপ্যাকটি ২৫০ গ্রাম। একইভাবে মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট পর ধুয়ে ফেলতে হবে।

তবে যত কিছুই মুখে লাগানো হোক না কেন বাহির থেকে ফিরে এবং রাতে ঘুমানোর আগে অবশ্যই মুখ ধুয়ে পরিষ্কার করতে হবে। তা নাহলে মুখে ময়লা জমে বিভিন্ন সমস্যা হবে। আর মুখের ত্বক অনেক বেশি কোমল বলে অবশ্যই ত্বকের সমস্যার জন্য কোন অভিজ্ঞ বিউটিশিয়ানের  অথবা কোন ত্বক

বিশেষজ্ঞের পরামর্শ নেয়া উচিত।

আপনার ত্বকের শন্দরজ এখন হাতের মুঠোই!!! বিদেশী পন্য এখন Top Gear Bangladesh এ!!

আপনার ত্রুটিপূর্ণ ত্বকের জন্য, ব্রণ, ব্রণের দাগ, ত্বক ফর্সা , ত্বকে এলাজিক, চোখের নিচে দাগ, মুখের লোম রিমুভ সহফাটা দাগের জন‍্য আমদানি করা ন্যাচারাল পণ্য ব্যবহার করুন।
আমাদের আমদানিকৃত সকল পণ্য কিনতে আপনার ফোন নং আমদের ইনবক্স করুণ আমরাই আপনাকে ফোন করেঅর্ডার নিয়ে নিব এবং আপনার বাসায় ডেলিভারি করে দিব।

অর্ডার করুন ☏

– 0167 08 30 649

– 0177 31 99 008

– 0185 96 64 134

– 0167 08 30 650

– 0185 99 74 646

– 0199 88 42 212  নম্বরে।

পণ্য দেখতে ভিসিট করুনঃ www.topgearbangladesh.com

Top Gear is on of the best online Clothing brand in Bangladesh. This brand offers you exceptionally easy shopping experience with options of paying through Cash on Delivery, to
Visit our  online store : www.topgearbangladesh.com


Viewing all articles
Browse latest Browse all 3243

Trending Articles