Quantcast
Channel: টেকটুইটস
Viewing all articles
Browse latest Browse all 3243

Android OS কে কিভাবে চালাবেন আপনার Desktop বা Laptop এ

$
0
0

আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভাল আছেন। আর সব সময় ভাল থাকুন এটাই কামনা করছি। আজ একটা আনকমন বিষয় নিয়ে আলোচনা করব আর সেই বিষয় নিয়ে একটা ভিডিও তৈরী করেছি। এতদিন আমরা Android Operating System বলতে শুধু মাত্র মোবাইলেই ব্যবহার করা হয় বলে জানতাম। কিন্তু Android OS কে আমরা কিভাবে আমাদের Laptop or Desktop এ ব্যবহার করব তা নিয়ে আলোচনা করব।

প্রথমে Android OS ISO ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড লিংক নিচে দেওয়া ভিডিও Description এ দেওয়া আছে। Android OS ISO ফাইলটি ৬৪০ মেগাবাইটের। ডাউনলোড শেষ হলে আপনি আপনার পেনড্রাইভে তা Bootable করে নিতে হবে। Bootable করার জন্য Rufus নামের একটা সফটওয়্যার ভিডিও Description এ দেওয়া আছে। আর আপনি ইচ্ছা করলে অন্য যেকোন সফটওয়্যার দিয়ে পেনড্রাইভ বুটএবল করতে পারেন। পেনড্রাইভ বুটেবল করার পর।

আপনি আপনার পেনড্রাইভকে PC তে কানেক্ট করেন। এবং রিষ্ট্রার্ট দেন। এবং পিসির BIOS এর বুট ডিভাইজ USB করে দেন। তারপর দেখবেন Live Android নামে একটা অপশন আসবে। এখান থেকে আপনি আপনার কমপিউটারে Mobile এর মত Android OS আপনার কম্পিউটারে ব্যবহার করতে পারবেন। এটা প্লগ এন্ড প্লে এর মত। তাই আপনার পিসির উইন্ডোজ আগের মতই থাকবে।

বুঝতে সমস্যা হলে ভিডিওটা দেখুন।

সবাই আমার YouTube  চ্যানেল এর Subscribe করবেন প্লিজ। আপনাদের অনুপ্রেরনায় আমি এগিয়ে যেতে পারব। কারন ভিডিও ভিউ না হলে কাজে মনযোগ আসে না। তাই আমার ভিডিওগুলো শেয়ার করবেন প্লিজ।


Viewing all articles
Browse latest Browse all 3243

Trending Articles