Quantcast
Channel: টেকটুইটস
Viewing all articles
Browse latest Browse all 3243

ইনকামের গ্যারান্টি চান ? আমি দেবো, আগে ভিডিওতে প্রমান দেখুন তারপর সিদ্ধান্ত নিন।

$
0
0

Video Payment Proof (instant)  আগে দেখুন পেমেন্ট প্রুফ: click below to see the videos.

My 1st payout within 3sec click here to watch the video.

My 2nd payout within 3sec click here to watch the video.

আজ আপনাদের সামনে একটি সাইটের পরিচয় করিয়ে দিবো, যেখানে কোন রকম কাজ ছাড়াই প্রতিদিনে লাভ হিসাবে ১.৬% প্রফিট পাবেন। তার উপর সাইনআপসহ ১২০ ডলার বোনাস পাবেন। বিশ্বাস হচ্ছে না ?

আমি নিজেও বিশ্বাস করিনাই এই রকম সাইট আছে কি? কারন, একেতো ১২০ ডলার, তার উপর কোন কাজ নাই! একটু বিশ্বাস করাটা কঠিন!!


গুগল এ সার্চ দিলাম: 

সাইটটা রিয়েল,

কোন স্ক্যাম নাই,

ইউজার রেটিংও ভাল,

এলেক্সা র‌্যাংক অনুযায়ী সাইটের অবস্থান ৪,০০০,

প্রতিদিন ভিজিটর প্রায় ৮০,০০০,

২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে।


সাইটের পরিচয়:

এই সাইটের নাম রিচমন্ড বার্ক । এটি একটি ইনভেস্ট ও সোস্যাল শেয়ারিং সাইট। মুলত তাদের সাইটকে পপুলারিটি করার জন্য অফার দেয়, বর্তমানে সাইনআপ করলে ১২০ ডলার বোনাস পাবেন। অবশ্য এখানে ইনভেস্ট করলে ডেইলি ১.৬% হারে প্রফিট হিসাবে পাবেন, যা লাইফ টাইম। তবে ইনভেস্ট না করেও ইনকাম করা যাবে, তুলনামুলক কম।


কাজের ধাপ:

  • রেজিস্ট্রেশন করার সাথে সাথে ১০$ পাবেন।

  • ফেসবুকে শেয়ার করলে ৫০$ পাবেন।

  • প্রফাইল সম্পূর্ণ করলে ১৫$ পাবেন।

  • মোবাইল আপ্পস ইন্সটল করলে ২৫$।

  • গুগল ক্রমে নোটিফিকেশন চালু করলে ১০$।

  • youtube এ ১-২ মিনিট এর একটা ভিডিও আপলোড দিলে ১০$।

তাহলে  মোট ১২০$। প্রাথমিক অবস্থাতে এই টাকা আপনি তুলতে পারবেন না। এই এমাউন্ট থেকে আপনাকে প্রতিদিন ০.০৬% করে প্রফিট দেবে এটা তুলতে পারবেন। Richmondberks এ বোনাস কে RBB তে প্রকাশ করে। অর্থাৎ আপনি ১২০ RBB পাবেন।


এক আই পি এক একাউন্ট:

আপনি প্রত্যেকটা ফোন অথবা পিসি থেকে ১টা করে আইডি খুলতে পারবেন। একাধিক আইডি খুলার চেষ্টা করবেন না, তবে সব আইডি ব্যান হয়ে যাবে।


প্রতিদিন কত পাবেন:

ফ্রি-সাইন আপে প্রতিদিন ০.০৬% করে হলে আপনি পাবেন ৩০ দিনে (৩০×০.৬)=১.৮$।


কাজ কি :

আপনাকে কোন কাজ করা লাগবে না।

শুধু মাঝে মাঝে আকাউন্টে যেয়ে টাকা তুলবেন।

কোন এড্ সার্ফ করা লাগবে না।


মিনিমাম পে-আউট:

মিনিমাম ০.৫০$ হলেই টাকা তুলতে পাবেন।


পেমেন্ট মেথড্:

Perfect money অথবা Bitcoin এ টাকা নিতে পারবেন।


কিভাবে একাউন্ট ওপেন করবেন?

একাউন্ট ওপেন করতে হলে অবশ্যই আপনাকে এক জনের রেফারেলে জয়েন করতে হবে।

সাইনআপ করতে এখানে ক্লিক করুন ।

একটি ফরম আসবে  সবকিছু ফিলাপ করুন  এবং অবশ্যই আপনার সঠিক নাম ব্যবহার করবেন যাতে টাকা উঠাতে সমস্যা না হয়।

সাবমিট বাটন প্রেস করার আগে অবশ্যই আমার রেফারেল কিনা নিশ্চিত হয়ে নিন। আমার রেফারেলে জয়েন করলে সার্বক্ষনিক টিম সার্পোট পাবেন।


করনীয় কাজ:

(ক) স্কাইপ আইডি থাকলে যোগ করতে পারেন,

(খ) প্রোফাইল ছবি যুক্ত করুন,

(গ) ফেসবুক লিংক যোগ করুন,

(ঘ) আপনার ফোন নং ভেরিফাই করে নিন,

(ঙ) মাই ওয়ালেটে  বিট কয়েন সাইটের ঠিকানা এবং পাফেক্টমানির আইডি যোগ করুন,

(চ) সোস্যাল সাইটে(ফেসবুক, টুইটারে)শেয়ার করুন,

(ছ) ইউটিউবে  এদের একটি ভিডিও আপলোড করুন,

সবকিছু ঠিক ঠাক মতো করলে,আপনাকে ১২০ ডলার প্রদান করা হবে।


পেইড / ইনভেষ্টমেন্ট

আর আপনি চাইলে ইনভেস্ট করে ও ইনকাম করতে পারবেন। সর্বনিন্ম ১১ ডলার থেকে ২০ হাজার  পর্যন্ত। ডেইলি ১.৬% হারে প্রফিট পাবেন। প্রতিদিনের ইনকাম প্রতিদিন তুলে নিতে পারবেন। মজার ব্যাপার হলো ইনভেষ্ট করবেন একবার প্রফিট পাবেন লাইফটাইম।

প্রতিমাসে ২৪০ ডলার করে ইনকাম করতে চাইলে ৫০০ ডলার ইনভেষ্ট করুন। ৫০০ ডলারে প্রতিদিন পাবেন ৮ ডলার, মাসে পাবেন ৮×৩০=২৪০ ডলার।

১০০ ডলার ইনভেষ্ট করলে প্রতিদিন পাবেন ১.৬ ডলার যা মাসে দাড়ায় ১.৬×৩০=৪৮ডলার।

৫০০ ডলারে প্রতিদিন পাবেন ৮ ডলার, মাসে পাবেন ৮×৩০=২৪০ ডলার।

১০০০ ডলারে প্রতিদিন পাবেন ১৬ ডলার, মাসে পাবেন ১৬×৩০=৪৮০ ডলার।

 

Video Payment Proof (instant)


কোন ইনফরমেশন জানার থাকলে ফোন করতে পারেন,এই নাম্বারে: 0 1 6 8 4 6 3 9 6 6 7

বি:দ্র: অতি উৎসাহী হয়ে সাইনআপ করার প্রয়োজন নেই, শুধু মাত্র  লং টাইম ধৈর্য ধরে ইনকাম করতে চান ? জয়েন করবেন।


Viewing all articles
Browse latest Browse all 3243

Trending Articles