Quantcast
Channel: টেকটুইটস
Viewing all articles
Browse latest Browse all 3243

ইউটিউবে প্রতি মাসে ২-৩ লাখ টাকা ইনকামের সিক্রেট ট্রিক্স গুলা জানুন।

$
0
0

বর্তমানে টিপিক্যাল ফ্রিল্যান্সিং খুব কম মানুষ ই করছে। সবাই এখন ভালো ভাবে জানে যে ফ্রিল্যান্সিং করাটা চাকরি করার থেকেও কষ্টকর। যারা ফ্রিল্যান্সিং বা আউটসোরসিং করে তারা জানে যে এই কাজে জীবন উপভোগ করা যায় না, একটা বন্য জীবন কাটাতে হয়। কিন্তু অনলাইনের সব কাজ ই একরকম না। আর সেই জন্য ই সবাই সেটা বুঝতে পেরে অনলাইনের টিপিক্যাল কাজ করা বাদ দিয়ে স্বাধীন ভাবে যে কাজ গুলা করা যায় সেই কাজে ঝুঁকে পড়ছে। আর অনলাইনের সবথেকে স্বাধীন কাজ হলো ইউটিউবিং। যেখানে আপনি স্বাধীনভাবে কাজ করবেনে এবং অন্যান্য কাজের থেকেও বেশি ইনকাম করতে পারবেন।

বর্তমানে অনেকে ইউটিউবে কাজ করছে কিন্তু কাঙ্ক্ষিত সাফল্যটা পাচ্ছে না। এর প্রধান যে কারণ সেটা হলো সঠিকভাবে দিক নির্দেশনা। অনেকে হিডেন অনেক ট্রিক্স না জানার কারনে কাজটি ভালো ভাবে করতে পারছেনা। কোন কাজে সাফল্য পেতে হলে সেই কাজ টি ভালো করে শেখা উচিত, এই এটাই আমরা বাঙ্গালীরা করি না। আমরা কাজ না শিখেই রাতারাতি বড়লোক হতে চাই। কিন্তু আপনি যদি অন্তত ইউটিউবের কাজটা ভালো ভাবে শিখে শুরু করেন তাহলে এখান থেকে প্রতি মাসে ২-৩ লাখ টাকা বা তার বেশি ইনকাম করা অসম্ভব কিছু না।

একজন ইউটিউবার হতে গেলে ওয়েব ডেভলপমেন্ট বা গ্রাফিক্স ডিজাইনের মত এত বেশী কিছু শেখা লাগে না। যেহেতু বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষদের পক্ষে ১০-১৫ হাজার টাকা দিয়ে কোর্স করা সম্ভব না এবং শহরে এসে ক্লাস করাও সম্ভব না। আর এসব কথা বিবেচনা করে আমরা টিউটোরিয়াল বানানো শুরু করি। আগে দেখে নিই টিউটোরিয়ালে কি কি আছেঃ
১। বিগেনারদের জন্য ইউটিউব সম্পর্কে কিছু বেসিক কথা।
২। কিভাবে শুরুটা করবেন ?
৩। কিভাবে একটি সুন্দর প্রফেশনাল YouTube চ্যানেল খুলবেন।
৪। কিভাবে Hosted Google AdSense একাউন্ট খুলবেন।
৫। YouTube ও Google AdSense সম্পর্কে পূর্ণ ধারনা দেয়া আছে।
৬। কিভাবে আপনার YouTube চ্যানেলের সাথে AdSense একাউন্ট অ্যাড করবেন ?
৭। কিভাবে এক বা একাধিক চ্যানেলে কাজ করবেন।
৮। কিভাবে একটি প্রফেশনাল মানের ভিডিও টিটটোরিয়াল বানাবেন।
৯। কিভাবে ভিডিও এডিটিং করবেন (ভিডিও Intro এবং Outro)
১০। কিভাবে YouTube এ ভিডিও আপলোড করবেন এবং ভিডিও মোনিটাইজ করবেন।
১১। কোন টাইপের ভিডিও নিয়ে কাজ করলে দ্রুত সফল হবেন।
১২। কিভাবে কপিরাইট ভিডিও নিয়ে কাজ করে সফল হবেন (তবে এটার দরকার নেই)।
১৩। কিভাবে YouTube ভিডিও SEO করবেন এবং SEO  expart হবেন ।
১৪। কিভাবে ভিডিও এর জন্য ট্যাগ রিচার্জ করবেন।
১৫। কিভাবে খুব দ্রুত ভিডিওর View বাড়াবেন।
১৬। কিভাবে Social Media Marketing করে প্রচুর পরিমানে বিদেশী Visitor Collect করবেন।
১৭। কিভাবে দ্রুততার সাথে আপনার চ্যানেলে Subscriber বাড়াবেন।
১৮। কিভাবে আপনার চ্যানেল টি খুব সুন্দর ভাবে কাস্টমাইজ ও ডিজাইন করবেন।
১৯। কিভাবে আপনার AdSense একাউন্ট টি সঠিক ও সুন্দরভাবে Setting করবেন।
২০। কিভাবে Adsense পিন ভেরিফিকেশন করবেন।
২১। কিভাবে Adsense এ ব্যাংক একাউন্ট অ্যাড করবেন।
২২। কিভাবে প্রতিমাসে ডলার/টাকা Withdraw করবেন বা হাতে পাবেন।
২৩। কিভাবে ভিডিও র‍্যাঙ্ক করার জন্য বিভিন্ন সফটওয়ার ব্যবহার করবেন।
২৪। স্লাইড শো ও অন্যান্য ভিডিও এডিটিং এর কিছু সিক্রেট ট্রিক্স।
২৫। MCN(Multi Channel Network) সম্পর্কে সঠিক দিক নির্দেশনা।
# এছাড়াও আরো অনেক Hidden Tricks টিউটোরিয়াল গুলাতে আছে।

উপরের এই বিষয় গুলা যদি আপনি ভালো ভাবে জানেন তাহলে একজন সফল ইউটিউবার হতে পারবেন। আপনি এই বিষয় গুলা খুব কম টাইমের ভিতরে শিখে ফেলতে পারবেন। এবং ১ মাসের ভিতরে খুব ভালো ইনকাম শুরু করতে পারবেন। আমি আশা দিতে পারি যে, আপনি রেগুলার কাজ করতে থাকলে আগামি ৩-৪ মাস পরেই আপনার ইনকাম  প্রতি মাসে ৪-৫ লাখ টাকা থাকবে। আপনি যতদিন পর্যন্ত খুব ভালো ইনকাম করতে না পারবেন ততদিন পর্যন্ত আমি আপনার সাথে থাকবো। আর মাসিক কমপক্ষে ১০০০ ডলার ইনকাম না হওয়া পর্যন্ত আপনার সব ধরনের সহযোগিতা করে যাবো। আজ থেকে মিশন শুরু করুন প্রতি মাসে ১ লাখের বেশী টাকা ইনকামের।

যারা অনলাইন ইনকাম সম্পর্কে কিছুই জানেনা তারাও এই ভিডিও দেখে খুব ভালো ভাবে শিখতে পারবে। এমনকি সব ধরনের মানুষ যাতে ভালো ভাবে বুঝতে পারে, সেভাবেই ভিডিও গুলা মেক করা হয়েছে।
সবার জন্য শুভ কামনা রইলো। ফেসবুকে আমি।


Viewing all articles
Browse latest Browse all 3243

Trending Articles