Quantcast
Channel: টেকটুইটস
Viewing all articles
Browse latest Browse all 3243

আসছে Alcatel Onetouch Pop Star

$
0
0

স্মার্টফোনের বাজার এখন তুঙ্গে । মোবাইল কোম্পানীগুলো একের পর এক নতুন নতুন টেকনোলজির স্মার্টফোন বাজারে নিয়ে আসছে । তার মধ্যে কোনটির দাম কম । কোনটাতে আবার রয়েছে দারুণ সব ফিচার । আবার কোনটার অসাধারণ ব্যাটারী ব্যাকআপ ।

তেমনী অসাধারণ সব ফিচার এবং আর্কষণীয় দামে বাজারে আসতে চলেছে আরও একটি স্মার্টফোন ।Alcatel Onetouch Pop Star নামের নতুন এই স্মার্টফোনটিকে বাংলাদেশের বাজারে নিয়ে আসছে ই-কমার্স সাইট Buymobile.com.bd ।

ripa11

ডুয়েল সিমের পাশাপাশি হ্যান্ডসেটটিতে রয়েছে ৫ ইঞ্চি এইচডি আইপিএস ডিসপ্লে , দারুণ ব্যাটারী ব্যাকআপ, ১জিবি র‌্যাম , ৮জিবি রম এবং মাইক্রো এসডি ব্যবহারের সুবিধা , এলইডি ফ্ল্যাশের ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা , হ্যান্ডসেটটি অপারেটিং সিস্টেম এন্ড্রয়েড ভার্সন ৫.১(ললিপপ), সেন্সরে রয়েছে লাইট, প্রক্সিমিটি এবং জি সেন্সর , এছাড়াও রয়েছে এফ এম রেডিও ।

সফট স্লেট, মেটাল সিলভার এবং মেটাল গোল্ড আর্কষণীয় এই তিনটি রঙে হ্যান্ডসেটটি বাংলাদেশের বাজারে নিয়ে আসছে Buymobile.com.bd । এবং দাম মাত্র ৮,৪৯৯ টাকা ।

Buymobile.com.bd আগামী পহেলা মার্চ থেকে Alcatel Onetouch Pop Star এর সেলস ইভেন্ট শুরু করবে ।অনলাইনে অর্ডার করার মাধ্যমে কিনা যাবে হ্যান্ডসেটটি এবং সাথে থাকবে ফ্রি হোম ডেলিভারী এবং ১ বছরের ওয়ারেন্টি ।


Viewing all articles
Browse latest Browse all 3243

Trending Articles