যুগ-যন্ত্রণায় বিদ্ধ মানব সমাজে শান্তি ও কল্যাণের বার্তা ছড়িয়ে মানবতার কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে প্রয়োজন সত্য-সুন্দরের সুস্থ উপস্থাপনা ও নির্দেশনা। সেই চিরন্তন সত্য-সুন্দরের উপস্থাপনার লক্ষ্যেই AHAET মাল্টিমিডিয়া প্রোডাকশন লি: নির্মাণ করছে সুস্থ ধারার সাংস্কৃতিক অনুষ্ঠানমালা। মহান আল্লাহর বাণী আল-কুরআনের সমুজ্জ্বল আলোয় প্রদীপ্ত হয়ে নির্মল সংস্কৃতি তুলে ধরাই আমাদের অঙ্গীকার।
চোখ রাখুন আমাদের অনলাইন মিডিয়া Al Dawah.tv (নির্মল বিনোদনের অঙ্গীকার) ও Al Tanzil.tv (কুরআনের বাংলা চ্যানেল) এর পর্দায়।
এছাড়া প্রবন্ধ-নিবন্ধ, লেখনি এবং দৈনন্দিন জীবনের নানাবিধ প্রশ্নের সমাধান পেতে আমাদের পোর্টাল poygam.com পড়ুন। আল্লাহ সুবহানাহু তা‘আলা আমাদের সকল ভালো কাজকে কবুল করুন। আমিন!
কুরআনের জ্ঞান অর্জনের মাধ্যমে নিজের জীবনকে সাজিয়ে নিতে হলে কুরআন শিক্ষা করা অত্যাবশ্যক। তাই কুরআন তিলাওয়াত ও অর্থসহ জানার প্রয়াসে নিবেদিত এ অনুষ্ঠান কুরআনের ছায়াতলে।
জীবন জিজ্ঞাসা লাইভ
জীবন জিজ্ঞাসা লাইভ দেখুন প্রতিদিন
aldawah.tv-র স্টুডিও থেকে প্রতিদিন সরাসরি সম্প্রচারিত হচ্ছে জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয়ে দর্শকদের প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন-জিজ্ঞাসা। প্রতিদিন রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত। কুরআন-সুন্নাহর আলোকে আপনার জিজ্ঞাসার জবাব পেতে ফোন করুন— ০২-৯৩৫৯৪৮০ এই নম্বরে। আপনার প্রশ্নের উত্তর দেবেন দেশের প্রখ্যাত আলেমগণ।