Quantcast
Channel: টেকটুইটস
Viewing all articles
Browse latest Browse all 3243

Windows 8 Pro ISO লাইসেন্স Key সহ ডাউনলোড করে Pendrive এর মাধ্যমে Setup দিবেন যেভাবে।

$
0
0

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হল আমরা অনেকেই আমাদের কম্পিউটারে Windows Setup করার জন্য বুটেবল সিডি ব্যবহার করে থাকি। তারপর উইন্ডোজ জেনুইন করার জন্য  বিভিন্ন Patch ব্যবহার করে থাকি। আজ আপনাদের কে জেনুইন উইন্ডোজ লাইসেন্স কী সহ কিভাবে পেনড্রাইভ বুটেবল করে সেটাপ দিবেন তা নিয়ে আলোচনা করব।

প্রথমে আপনি Windows 8 Pro ডাউনেলোড করে নিন। নিচের ভিডিও ডেসক্রিপশনের ভিডিও ডাউনলোড লিংক দেওয়া আছে। তারপর ৮ জিবি ক্ষমতা সম্পন্ন একটা পেনড্রাইভ নিন। তারপর Win2Flash সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। পেনড্রাইভ বুটেবল করার জন্য। সফটওয়্যারটিও ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। Win2Flash এই সফটওয়্যারটি অন্যান্য সফটওয়্যার থেকে খুব তাড়াতাড়ি বুট হয়। তাই আমি এই সফটওয়্যারটি ব্যবহার করে থাকি।

নিচের ভিডিওতে কিভাবে পেনড্রাইভ বুটেবল করতে হয় তা দেখে নিন।

পেনড্রাইভ বুটেবল হয়ে গেল। আপনার পিসিতে পেনড্রাইভ পিসিতে কনেক্ট করেন। এবার 1st Boot Device  USB Device সিলেক্ট করে সেটআপ শুরু করুন। যখন Product Key এর অপশনটা দেওয়ার জন্য একটা উইন্ডো ওপেন হবে। তখন যে ISO আপনি ডাউনলোড করেছেন তার মধ্যে েএকটা নোডপ্যাড ফাইল আছে তার মধ্যে কী আছে সেই কীগুলো টাইপ করুন। পরববর্তী ভিডিওতে আমি দেখাব কিভাবে  পেনড্রাইভ থেকে উইন্ডোজ ইন্সষ্টল করতে হয়। তার জন্য আপনি আমার Era IT চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। যখনই আমি নতুন কোন ভিডিও আপলোড করব তখনই আপনি নটিফিকেশন পাবেন।

সবাই ভাল থাকবেন

আমার  ইউটিউব চ্যানেল   ।  আমার ফেসবুক পেইজ


Viewing all articles
Browse latest Browse all 3243

Trending Articles