Quantcast
Channel: টেকটুইটস
Viewing all articles
Browse latest Browse all 3243

Pendrive কে RAM হিসেবে ব্যবহার করে পিসির দুর্দান্ত গতি বাড়িয়ে তুলুন

$
0
0

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আজ একটা খুবই গুরুত্বপূর্ন বিষয় নিয়ে লিখতে বসলাম। যাদের Computer এর র‌্যাম কম এবং তার জন্য পিসি স্লো  কাজ করে তাদের জন্য একটা খুবই উপকারী টিপস শেয়ার করলাম।

আপনার কাছে যদি মিনিমার ২ জিবি পেনড্রাইভ থাকে তাহলে আপনি ১জিবি র‌্যাম হিসেবে ইউজ করতে পারেন। আর আপনার পিসিতে যদি এক্সট্রা ১জিবি র‌্যাম থাকে তাহলে গতি কেমন হবে তা একবার চিন্তা করে দেখুন। তার জন্য দুটি পদ্ধতি আছে এবং এই ২টি পদ্দতি নিয়ে ভিডিও তৈরী করেছি।

প্রথম পদ্দতি :

প্রথমে আপনার পিসির ডেস্কটপে My Computer/My PC  এ রাইট ক্লিক করে প্রোপার্টিজ এ ক্লিক করুন। তার পর Advanced system setting এ ক্লিক করুন। তার পর একটা ছোট উইন্ডো ওপেন হবে। সেখান থেকে Advanced সিলেক্ট করুন। সেখান থেকে Performance এর Settings  এ ক্লিক করুন। আবার Advanced  থেকে Change এ গিয়ে আপনি আপনার পেনড্রাইভ সিলেক্ট করুন।

২য় পদ্দতি :

এ পদ্দতিটি আপনি RAM Disk নামে একটি সফটওয়্যার এর মাধ্যমে করতে পারেন। নিচে থাকা ভিডিও’র Description এ সফটওয়্যারের লিংক দেওয়া আছে।

ভাল করে বুঝার জন্য ভিডিওটা দেখে নিতে পারেন।

আমার আইটি বিষয়ক ইউটিউব চ্যানেলে এখনও যারা Subscribe করেননি তার নতুন ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আমি নিয়মিত ভাবে ভিডিও আপলোড করে থাকি।

আমার  ইউটিউব চ্যানেল   ।  আমার ফেসবুক পেইজ

আমার আরো কিছু টিউন প্রয়োজন হলে দেখে নিতে পারেন :

Windows 10 Desktop Customize করার ১০টি গুরুত্বপূর্ন টিপস। আপনার অবশ্যই জানা দরকার।

Windows 10 কে কিভাবে Hotspot বানাবেন এবং Internet Share করবেন Mobile or অন্য PC তে

Windows 10 এ Start Menu কিভাবে Customize করবেন। windows 10 ব্যবহারকারীদের জন্য।

Windows 10 এর নতুন ফিচার Night Light একটিভ করবেন কিভাবে !

 


Viewing all articles
Browse latest Browse all 3243

Trending Articles