Quantcast
Channel: টেকটুইটস
Viewing all articles
Browse latest Browse all 3243

Mozila Firefox Browser কে দ্রুতগতি সম্পন্ন করুন খুব সহজেই।

$
0
0

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। সবাই ভাল থাকুন এটাই কামনা করছি সারাক্ষন।

সবাই অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি। সবার সহযোগীতায় আমার আইটি রিলেটেড ইউটিউব চ্যানেল Era IT এগিয়ে চলছে। আমাকে আরো সহযোগীতা করবেন এটাই আশা করি। আসলে ভিজিটর হল একটা চ্যানেলের প্রাণ। ভিজিটর না থাকলে ভাল কাজে মন বসে না। আগামী জুলাই মাস থেকে আমি ভয়েস দিয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড করব। আর আরো ভাল ভাল টিপস ও নিউজ নিয়ে ভিডিও আপলোড করব। সবাই আমার সাথে থাকবেন। আর ছোট ছোট ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক কিছু বলে ফেললাম।

আজ যে বিষয় নিয়ে ভিডিও তৈরী করলাম তা হল Mozila Firefox কে কিভাবে আরা দ্রুত গতি সম্পন্ন করবেন। অনেকে মনে করে মজিলা ফায়ার ফক্স স্লো  কাজ করে কিন্তু এই ধারনাটা ভুল। ছোট কিছু কাজের মাধ্যমে আপনার এই ব্রাউজারকে খুবই দ্রুত গতির করে নিন। ধৈর্য ধরে নিচের ভিডিওটা দেখুন আশা করি কাজে আসবে। আর বুঝতে সমস্যা হলে ভিডিওতে টিউমেন্টস করবেন।

ভিডিও দেখুন।

নতুন নতুন ভিডিও গুলোর নটিফিকেশন পেতে আমার চ্যানেলে Subscribe করুন।


Viewing all articles
Browse latest Browse all 3243

Trending Articles