বর্তমানে বিটকয়েন আর্ন করার খুবই বিশ্বস্ত সাইট হলো ফ্রি বিট কো ডট ইন, এই সাইটটির বয়স তিন বছর হতে চললো, পেমেন্ট নিয়ে কোন অভিযোগ নেই। কোন প্রকার ইনভেষ্ট করতে হয় না, শুধু মাত্র সময় দিতে হয়। কিছু কাজ আছে, যা করে আপনি প্রতি মিনিটে সাতোসি আয় করতে পারবেন।
দশ কোটি সাতোসি = ১ বিটকয়েন। ১বিটকয়েন ইনকাম করতে আপনার একমাসও লাগতে পারে, দুই মাসও লাগতে পারে আবার তিন মাসও লাগতে পারে। আমি ধরে নিলাম ছয় মাস লাগলো। ছয়মাসে ২৬৫৭ ডলার ইনকাম। তাহলে মাসে ইনকাম ২৬৫৭÷৬=৪৪২ ডলার। প্রতিমাসে৪৪২ডলার=৩৫,৪২৬টাকা।
আপনাকে ইনকাম হাতে নেয়ার জন্য ছয় মাস অপেক্ষা করতে হবে না। প্রতিসপ্তাহে যা ইনকাম হবে, অটো উইথড্রয়ালের মাধ্যমে আপনার বিটকয়েন একউন্ট এ পেমেন্ট চলে যাবে। এর জন্য আপনাকে যা করতে হবে,তা হলো প্রতি ঘন্টায় কিছু কাজ আছে তা করতে হবে।
কাজ কি ?
(১)রোল প্লে করা,
(২) সাপ্তাহিক লটারীতে অংশ গ্রহন করা,
(৩) বেট করা ইত্যাদি।
আগে একটি বিটকয়েন একাউন্ট ওপেন করুন, বিটকয়েন(যদি ওপেন করা না থাকে)একাউন্ট ওপেন করতে হলে এখানে ক্লিক করুন:
তারপর মেইল, পাসওয়ার্ড এবং আপনার বিটকয়েন আইডি / এড্রেসটি ওখানে কপি করে এনে পেষ্ট করে দিন নীচের ছবির মতো, তারপর I’m not a robot এর বক্সে ক্লিক দিয়ে sign up! এ ক্লিক দিন।