Quantcast
Channel: টেকটুইটস
Viewing all articles
Browse latest Browse all 3243

মোবাইলের জন্য বেস্ট বাংলা ডিকশনারি

$
0
0

আজকে যে ডিকশনারির কথা বলবো সেটা আমার দেখা মোবাইলের জন্য বেস্ট ইংলিশ টু বাংলা ডিকশনারি।

খুবই  প্রয়োজনীয় এবং অনেক ব্যতিক্রম কিছু ফিচার রয়েছে এই ডিকশনারিতে।

কিছু স্ক্রিনশট দিচ্ছি। অবশ্যই ব্যবহার করার মতো।

আমার মতে এখন পর্যন্ত যে কয়টা দেখেছি তার মধ্যে এইটা বেস্ট।

                        

                           

এতে এমন কিছু ফিচার আছে যা অন্য কোন ডিকশনারিতে নেই। যেমন শর্টকাট ডিকশনারি নামে একটা ফিচার আছে। ধরুন আপনি কোন আর্টিকেল পড়ছেন তখন বার বার ডিকশনারি ওপেন না করে এই শর্টকাট অপশনটি ইউজ করলে আপনার সময় এবং কষ্ট অনেক কমে যাবে।

তাছাড়া রয়েছে ২লাখের মতো ওয়ার্ড কালেকশন যেখানে ওয়ার্ডের অনেক মিনিং সহ রয়েছে রিলেটেড ওয়ার্ডস। রয়েছে চমৎকার ফ্ল্যাশকার্ড,MCQ।

বিশেষ করে জিআরই ওয়ার্ড কালেকশন যা অবশ্যই অবশ্যই কাজে লাগবে। এই ওয়ার্ড কালেকশন কেউ জানলে তার কঠিন কঠিন ইংলিশ আর্টিকেল পড়তে আর কোন সমস্যা হবেনা।

ডাউনলোড লিঙ্কঃ

Download English Bangla Dictionary

এইটার ছোট একটা ভার্শন আছে ওইটারও লিঙ্ক দিচ্ছি। ছোটটার সাইজ কম।

Bangla dictionary


Viewing all articles
Browse latest Browse all 3243

Trending Articles