আসসালামুয়ালাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন, হ্যা আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আপনাদের সাথে বিস্তারিতভাবে ইন্টারনেটে আয়ের বিষয় তুলে ধরবো। অনেকেই আছেন ইন্টারনেটের মাধ্যমে আয় করতে চান, কিন্তু ভুয়া পিটিসি সাইটের ফাঁদে পরে আর পারেন না। দেখা যায় আপনি ইনভেস্ট করলেন, সেই টাকাও পেলেন না, আর অ্যাকাউন্ট এ কষ্ট করে যে টাকা জমালেন সেটাও পেলেন না! আবার কিছু কিছু পিটিসি সাইট আছে মোটামোটি ভাল অথবা খুব ভাল, কিন্তু সেখানে টাকার পরিমাণ খুব অল্প বলে অনেকে কাজ করেন না। এরকম অনেক হচ্ছে শুধুমাত্র সঠিক নিয়মকানুনের অভাবে।
শুধুমাত্র পিটিসি ছাড়াও আসলে নেট থেকে আয়ের উল্লেখযোগ্য আরও ৫ টা উপায় আছে। সেগুলো হলঃ
১। কাজের মাধ্যমে আয় ( আপওয়ার্ক, গুরু, ইল্যান্স ইত্যাদি)
২। ক্লিক করার মাধ্যমে আয় (পিটিসি)
৩। ফাইল শেয়ার এর মাধ্যমে আয় (পিপিডি)
৪। ফাইল আপলোডের মাধ্যমে আয়
৫। শেয়ার মার্কেট (ফরেক্স) ।
উপরে উল্লেখিত কাজের মধ্যে সবচেয়ে ভাল হচ্ছে ১ এবং ২ নং উপায়। আমি এখন এই দুইটি উপায় সম্পর্কে একদম সংক্ষিপ্ত করে একটু লেখার চেষ্টা করছি।
১ নং করতে হলে আপনার রাত জেগে কাজ করতে হবে, মোবাইলেও আপওয়ার্ক এর এ্যাপ চালু রাখতে হবে, গ্রাফিক্স এ ১০০% অভিজ্ঞ হতে হবে, এছাড়াও টাইপ স্পিড থাকতে হবে, অন্যান্য কাজ যেমন, আরটিক্যাল লেখা, প্রোগ্রামিং, ওয়েব ডিজাইন, ভিডিও এডিটিং, এনিম্যাশন ইত্যাদি জানলে তো আরও ভাল। কিন্তু এখানে একটা বিষয় এসব কিছু আপনি পাড়ার পরেও এই সাইটে নতুনদের এক কথায় চান্স নেই। এ সাইটে যদি আপনি কমপক্ষে ৬ মাস, ১ বছর কিংবা তারো বেশি সময় ট্রাই করতে পারেন, তাহলে যদি কিছু কাজ পান। বর্তমানে ওদের রুলজ আরো কঠিন করে ফেলেছে আগের চেয়ে, মুলত এখানে যারা পুরাতন মেম্বার, একবার কোন ভাবে কাজ পেয়েছে অনেক আগে, এরপর ভাল রেজাল্ট বায়ার কে দিয়েছে, তাদের কেই বুকিং করে রাখছে পরবর্তী কাজ করাবে বলে, যাই হোক এ নিয়ে আর বলবো না, যতটা বলেছি বুঝে নিন।
২ নং কাজ করতে হলে আপনার টাইপ স্পিড মিডিয়াম থাকলেই হবে, একটা পিসি আর ইন্টারনেট সংযোগ থাকতে হবে তাহলেই যথেষ্ট। এখানে মেইনলি আপনাকে ৩০/৩৫ টা এ্যাড (বিজ্ঞাপন) ক্লিক করতে হবে প্রতিদিন, এছাড়াও টাস্ক, পয়েন্ট, গ্রিড গেম, কয়েন, রেফার, সাপ্তাহিক কন্টেস্ট এর মাধ্যমেও আয় করতে পারবেন নিম্নে বর্ণিত পিটিসি সাইট থেকে। এখন শুধু নিয়ম মেনে কাজ করলে আপনার সফলতা আসবেই। আমি মুলত ২ নং মানে পিটিসি সাইট সম্পর্কেই একদম বিস্তারিত তুলে ধরবো। তো আর কথা না বাড়িয়ে নিম্নের লেখা পড়ুন। আর কিভাবে এখানে কাজ করা টাকা হাতে পাবেন, বিস্তারিত একদম শেষে দেখুন।
[অবশ্যই একটা পিসি থেকে একটা আইডি করবেন, আর আমার নিয়ম অনুযায়ী কাজ করে সফল হতে হলে অবশ্যই আপনাকে ফ্রেস, মানে নতুন একটা আইডি করতে হবে এখানে ক্লিক করে। তা না হলে এই নিয়ম কাজে লাগবে না, কারণ আগে তো না জেনে অনেক কাজই করে ফেলেছেন। তো আর দেরি না করেএখানে ক্লিক করে আইডি খুলে নিন।]
যদি কারো আইডি করতে অসুবিধা হয় নিচে নিয়ম দিলাম আপনাদের সুবিধার জন্য, দেখতে পারেনঃ
প্রথমে এখানে ক্লিক করুন, নিচের মত পেজ আসবেঃ
এরপর উপরে রেজিস্টার বাটনে ক্লিক করুন। এরপর নিচের মত পেজ আসবেঃ
তো ওই ফরমে আপনার ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেইল (Payza ইমেইল আপনার একই ইমেইল দিবেন), এবং বাকি তথ্য দিয়ে সাবমিট করবেন, এরপর নিচের মত পেজ আসবেঃ
এখানে আপনার বলছে আপনার মেইলে একটা কোড গেছে, সেটা দিতে, তো আপনি আপনার ইমেইল এ লগ ইন করবেন আরেকটা ট্যাব এ। ইমেইল এ নিচের মত কোড পাবেনঃ
এই কোড কপি করে এখানে সাবমিট করলেই আপনার Registration কমপ্লিট। এবার চলুন কিভাবে কাজ করবেন তা দেখে নেই। অ্যাকাউন্ট তো খোলা হয়ে গেল, এখন লগ ইন করবেন, করার পর নিচের মত পেজ পাবেনঃ
এবার উপরে View Advertisement এ ক্লিক করুন এ্যাড দেখার জন্য, ক্লিক করলে নিচের মত পেজ আসবেঃ
এবার রঙ্গিন সবকটা বিজ্ঞাপন আপনাকে দেখতে হবে, মাত্র কয়েক সেকেন্ড লাগবে। এগুলো দেখার জন্যই আপনি কিছু টাকা পাবেন, যা আপনার ব্যালেন্স এ জমা হবে। এ্যাড দেখা হয়ে গেলে সেগুলো সাদা-কালো হয়ে যাবে। যাই হোক একটা এ্যাড এ ক্লিক করলে পরে যে পেজ আসবে সেখানে উপরে নিচের ছবির মত একটা লেখা আসবে, আসলে ক্লোজ করে দিবেন, এভাবে প্রতিদিন সবকটা এ্যাড দেখতে হবে।
অনেকে অ্যাকাউন্ট খুললে সাথে সাথে এ্যাড দেখা যায় না বলেছে আমাকে, তাই আপনাদের সুবিধার জন্য আমি আগেই বলে দিচ্ছি যদি নিচের মত সমস্যা হয় এ্যাড এ ক্লিক করলেঃ
তাহলে ভয়ের কিছু নাই, আপনি ধরেন সকালে অ্যাকাউন্ট খুললেন, রাতেই ঠিক হয়ে যাবে, বা পরের দিন, এরপর থেকে আপনি সব এ্যাড দেখতে পারবেন এবং অ্যাকাউন্ট এ ব্যালেন্স জমা হবে। তবে অবশ্যই চেষ্টা করবেন দিন/রাতের যে কোন একটা সময় ক্লিক করার। আমি প্রতিদিন দুপুরে করি।
তবে Another user using your IP address……………. এই সমস্যা হবেনা যারা মডেম চালান, ব্রডব্যান্ড এই এই সমস্যাটা খনিকের জন্য হয়ে থাকে। সবার আবার হয় ও না।
যাই হোক যতটা সম্ভব আপনারা পারেন তবুও স্ক্রীনশট সহ তুলে ধরতে চেষ্টা করলাম, এবার আসি মূল কথায়, কিভাবে এই সাইট থেকে খুব অল্প সময়ে স্থায়ী ভাবে আয় করবেন।
এখানে রেগুলার মানে প্রথম ১৫ দিন প্রতিদিন আপনাকে উপরের নিয়ম অনুযায়ী কাজ করতে হবে। এরপর আপনি ভেলিডেট মেম্বার হবেন। তারপর চাইলে আপনি ইনভেস্ট করতে পারেন। ইনভেস্ট করলে কোন রিস্ক নাই, কারণ এটা ১০০% ট্রাস্টেড সাইট, ৩০ বছরের লাইসেন্স করে নিয়েছে, যুক্তরাজ্যে এদের ৩ জায়গায় অফিস আছে, তাছারা এ সাইট ২০০৮ সাল থেকে আছে, আর মূল কথা যেগুলা ভুয়া সাইট ওরা ৩/৬ মাসের বেশি টিকে না। আর এদের কোন খারাপ রেটিং নাই, আমি নিজে ২০১২ থেকে কাজ করছি, আমার ও খারাপ মন্তব্য নাই, যদি ইনকাম নাই হতো তাহলে কেন বলতে যাব? তবে এই ব্যাপার গুলো আপনাদের সাথে শেয়ার করার মানে এটাই আপনার নিজেরা উপকৃত হোন। আমি নিজে ইনভেস্ট করেছি এবং এই সাইট দিয়েই চলছি। একটা সাইটে আপনি স্থায়ী ভাবে কাজ করবেন, সেটা আপনার আয়ের উৎস হবে কিছু তো ইনভেস্ট করতেই হয়। আর না করলে আয় কম হবে এছাড়া আর কিছু না।
তো আমি এখানে বলবো কিভাবে পকেটের টাকা না দিয়ে ওদের সাইটের টাকা ইনভেস্ট করে বেশি আয় করবেন।
এই সাইটে ঠিক মত যদি প্রতিদিন কাজ করেন ১ম এক মাসে আপনার আয় হবে মাত্র ১ ডলার! মাত্র ৭৮/৮০ টাকা! অবাক হওয়ার ই কথা, এই টাকায় চলবেন কিভাবে? হ্যাঁ এই ১ ডলার ই একসময় ৩/৪ মাস পর হবে ২০০+ ডলার (এটা প্রতি মাসেই বাড়বে)।
তাই একটু ধৈর্য ধরে ৩/৪ মাস কাজ করতে হবে।
এক মাসে যখন আপনার ১ ডলার হবে তখন তা দিয়ে আপনি কিছু রেন্টেড রেফারাল কিনবেন, এরপর আপনার আয় ডাবল হয়ে যাবে, রেফারাল কিনতে অ্যাকাউন্ট থেকে নিচে Referral মেনুতে ক্লিক করলেই হবে।
আপনাকে আমি ২৫ টা রেফারাল এর আয় দেখাচ্ছি নিচেঃ
দেখলেন তো? পরের মাস মানে ২য় মাসে ১ ডলার এর জায়গায় আপনার হচ্ছে ৮.৭০+ ডলার! হ্যা, এভাবে প্রতি মাসে ইনকাম বাড়বেই। এবার দেখুন এরপরের মাসের আয়ঃ
এরপরের মাসের আয়ঃ
এভাবে আয় বাড়তেই থাকবে।
কিভাবে এখানে কাজ করা টাকা হাতে পাবেন?
এই সাইট পেমেন্ট করে Payza, Paypal, Neteller, Skrill এর মাধ্যমে, এগুলো মূলত অনলাইন মানি ট্রান্সফার সাইট। এই সাইট এর টাকা আপনি ধরেন Payza তে নিলেন ক্যাশআউট দিয়ে, এরপর Payza থেকে ব্যাংক, বিকাশ, ফ্লেক্সি বিভিন্ন ভাবে টাকা হাতে আনতে পারবেন। বাংলাদেশ এ Paypal নাই, তাই Payza ই বেষ্ট। যাদের Payza অ্যাকাউন্ট নাই, আর কিভাবে Payza অ্যাকাউন্ট খুলবেন, ভেরিফাই করবেন তা জানতে এখানে ক্লিক করুন।
শেষ কথা আমি যতটা সম্ভব সবকিছু তুলে ধরলাম, এরপরও যে কোন সাহায্যের জন্য যোগাযোগ করুনঃ Skype: ekhono.ami