হ্যালো গ্রাফিক্স ডিজাইনার ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন।
অনেকদিন পর আপনাদের জন্য নিয়ে এলাম অ্যাডোবি ফটোশপের সম্পূর্ণ আপডেটেড ভার্সন Adobe Photoshop CC 2017, সাথে আরও রয়েছে সফটওয়্যারটির Activation ফাইল। অর্থাৎ সফটওয়্যারটি ব্যবহারের জন্য আপনি পাচ্ছেন আজীবন মেয়াদ, ৩০দিন পর Activation Key এর কোন ঝামেলা আর থাকছে না।
এর আগেও আমি আপনাদের সাথে Activation ফাইলসহ Adobe Photoshop CC 2014 এবং Adobe Photoshop CC 2015 শেয়ার করেছিলাম। তো এবার নিয়ে এলাম Activation ফাইলসহ Adobe Photoshop CC 2017। তাহলে আর দেরি কেন??
Image may be NSFW.
Clik here to view.
Adobe Photoshop CC 2017 ভার্সনে যে সকল নতুন ফিচার থাকছেঃ
- Seven Free Kyle Webster brushes hand-tuned for Photoshop
- Almost 100 new templates for Photoshop projects; located in the new File>New dialog
- Two new SVG fonts (pre-loaded in the Type tool font menu)
- Stock templates, 3D objects, and search: Adobe Stock marketplace now includes templates and 3D objects
- Enhanced Properties panel
- Improved Select and Mask Workspace
- Independent Eye Adjustment in the Face-Aware Liquify tool
- Match Font now searches for any font installed on your system
- Click to commit text: Click anywhere outside a text box to commit it
গ্রাফিক্স ডিজাইনার ভাইদের কাছে অ্যাডোবি ফটোশপের ব্যাপারে নতুন করে বলার কিছুই নেই। আপনার তাহলে কত বিটের সফটওয়্যার লাগছে? ৩২বিট নাকি ৬৪বিট??
Activation ফাইলসহ ৩২বিটের Adobe Photoshop CC 2017 ডাউনলোড করে নিন নিচের লিঙ্ক থেকে।
Adobe Photoshop CC 2017 32bit
Activation ফাইলসহ ৬৪বিটের Adobe Photoshop CC 2017 ডাউনলোড করে নিন নিচের লিঙ্ক থেকে।
Adobe Photoshop CC 2017 64bit
ইন্সটলেশন প্রক্রিয়াঃ
- প্রথমে উপরের লিঙ্ক থেকে Adobe Photoshop CC 2017 এর “setup.exe ফাইল” এবং “Activation ফাইল” দুটি ডাউনলোড করুন।
- এবার setup.exe ফাইলে ডাবলক্লিক করে ইন্সটল করুন।
- আপনার নেট কানেকশন অন রাখবেন কারন সফটওয়্যারটি সরাসরি Adove এর অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড ও ইন্সটল হবে।
- ইন্সটল করার সময় আপনি Try অপশনটি সিলেক্ট করে দিবেন অর্থাৎ আপনি ৩০ দিনের ট্রায়াল হিসেবে সফটওয়্যারটি ইন্সটল করেছেন।
- এবার আসল কাজ অর্থাৎ আপনার সফটওয়্যারের মেয়াদ ৩০দিন থেকে আজীবন করার পালা।
- একটু আগে আপনি যেই Activation .zip ফাইলটি ডাউনলোড করেছেন সেটি unzip করে নিন, ফোল্ডারের ভেতরে “amtlib.dll” নামে একটি ফাইল দেখতে পাবেন।
- এবার আপনার কম্পিউটারের “C” ড্রাইভে যান। আপনি যদি ৩২বিটের পিসিতে সফটওয়্যারটি ইন্সটল করে থাকেন তাহলে C ড্রাইভের ভেতরে “Program Files (x86)” ফোল্ডারের ভেতরে “Adobe” নামক একটি ফোল্ডার পাবেন এবং তার ভেতরে “Adobe Photoshop CC 2017” নামের একটি ফোল্ডার দেখতে পাবেন।
অর্থাৎ ফোল্ডার ডিরেক্টরি হলঃ C:\Program Files (x86)\Adobe\Adobe Photoshop CC 2017 - আর আপনি ৬৪বিটের পিসিতে সফটওয়্যারটি ইন্সটল করে থাকেন তাহলে C ড্রাইভের ভেতরে “Program Files” ফোল্ডারের ভেতরে “Adobe” নামক একটি ফোল্ডার পাবেন এবং তার ভেতরে “Adobe Photoshop CC 2017” নামের একটি ফোল্ডার দেখতে পাবেন।
অর্থাৎ ফোল্ডার ডিরেক্টরি হলঃ C:\Program Files\Adobe\Adobe Photoshop CC 2017নোটঃ আমাদের মূল লক্ষ্য হচ্ছে “Adobe Photoshop CC 2017” ফোল্ডারে যাওয়া।
-
এবার যেই Activation ফোল্ডারটি ডাউনলোড করেছেন সেই ফোল্ডারের ভেতরের “amtlib.dll” ফাইলটি “Adobe Photoshop CC 2017” ফোল্ডারের ভেতরে কপি-পেস্ট করুন।
নোটঃ কপি-পেস্ট করার সময়ে অবশ্যই “Move and Replace” সিলেক্ট করবেন।
ব্যাস!!!
সব কাজ এখন শেষ। আপনার “Adobe Photoshop CC 2017” সফটওয়্যারটি এখন আর কখনো লাইসেন্স-কী চাইবে না। উপভোগ করুন আজীবন মেয়াদের “Adobe Photoshop CC 2017” সফটওয়্যার।