ব্লগাররা তাদের জ্ঞান অন্যদের মাঝে ছড়িয়ে দেবার জন্য বিভিন্ন ব্লগ সাইটে পোস্ট করে থাকে। অনেক গুলো সাইটের মধ্যে Trickbd একটি। আমাদের মাঝে অনেকে আছে যারা Trickbd তে পোস্ট করতে চান কিন্তু Trickbd এর এডমিন শ্রদ্ধেয় রানা ভাই সেগুলো রিভিউ করেন না। তাই আসুন Trickbd কে না বলি। বরং টেকটিউনস এই ব্যাপারে যথেষ্ট নমনীয়। এখানে আপনি যা খুশি যখন খুশি পোস্ট করতে পারেন। এমন অনেক সাইট আছে যেখানে আপনি পোস্ট করতে পারবেন। তার মধ্যে নতুন আর একটি সাইট হল http://youblogger.iblogger.org ব্লগ সাইট। এখানেও আপনি সব কিছু পোস্ট করতে পারবেন। যেমনঃ চাকুরী, কেনা-বেচা, অনলাইনে আয়, আপ্স, অপারেটিং সিস্টেম, বই, রক্ত দান, খবর সহ আরও অনেক কিছু। ইন্টারফেস টাও ভাল। তাই আজই রেজিস্ট্রেশান করে পোস্ট করতে শুরু করুন। আর Trickbd এর স্বেচ্ছাচারিতা বন্ধে আমার সাথে যোগ দিন। ধন্যবাদ।
↧