Quantcast
Channel: টেকটুইটস
Viewing all articles
Browse latest Browse all 3243

গল্পে গল্পে এইচ টি এম এল – (পার্ট ১) |Just For Beginners:

$
0
0

HTML Bangla Tutorial : Just For Beginners (গল্পে গল্পে এইচ টি এম এল) 

এইটা একটা ইউটিউব ভিডিও।

https://www.youtube.com/watch?v=PKY0m703pKk

এইটা আমাদের ইউটিউব ভিডিও ইউআরএল
এইচটিএমল বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি হাবিব, আজ আপনাদের সামনে নিয়ে আসছি নতুন এক ব্যক্তিকে যার নাম ইমরান। প্রথমে তার সম্পর্কে বলে নিই:
ইমরান আমার ক্লোজ এক ছোট ভাই। সে সিটি বিশ্ববিদ্যালয়ের এক অন্যতম মেধাবি ছাত্র। কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশলি বিভাগের সপ্তম সেমিস্টারে অধ্যয়ন রত আছে। ডাটা স্ট্রোকচার, এলগরিদমের উপর তার খুব ভালো জ্ঞান আছে। অনেক দিন থেকে সে ওয়ার্ডপ্রেসেও কাজ করছে। আর প্রতিনিয়ত সে প্রোগ্রমিং কন্টেস্ট করে যাচ্ছে। সে সি এবং জাভাতে দক্ষ।
আজকর এই টিউটোরিয়ালটা তারই বানানো টিউটোরিয়াল। সে আমাকে HTML শিখতে সাহয্য করছে। যদিও আমি HTML একটু আধটু পারি, তারপরও বললাম আমাকে আরও একটু ডিটেইলস বলো। পরে সে পুরো এক ঘন্টা যাবত এইচ টি এম এল এর অনেক গুলো ট্যাগের সাথে পরিচয় করিয়ে দিলো। গল্পে গল্পে এইচ টি এম এল এটা তারই দেয়া নাম।
তো এই টিউটোরিয়ালে আপনি যা যা শিখতে পারবেন:
প্রথমেই বলে রাখি এডভান্স এইটি এম এল জানেন এই টিউটোরিয়াল উনাদের জন্য নয়, সো ভাইয়া আপনি সময় নাষ্ট কইরেন না এটা শুধু বিগিনারদের জন্য। প্লিজ মনে কষ্ট নিবেন না। হা জাওয়ার আগে এই ছোট ভাইটার চ্যনেলটা সাবস্ক্রাই করে যাবেন প্লিজ।
তো যা যা শিখবেন:
১. এই টি এম এল লিখার নিয়ম।
২. বেসিক কিছু ট্যগ।
৩. এডিটর এর কিছু ব্যবহার।
৪. এইটিএমএল ৪ এবং এইটিএমএল ৫ এর মধ্যে পার্থক্য।
৫. হেড,টাইটেলের,বডির ব্যাবহার।
৬. এইচটি এম এল এ হাইফার লিংক তৈরি করা।
৭. ইমেজ ইনসার্ট করা।
৮. টাইপের ব্যবহার:
text, password, email, date, color, ‍submit, radio, checkbox এর ব্যাবহার।
৯. select option এর ব্যবহার।
১০. অর্ডার লিষ্ট এবং আন অর্ডার লিষ্টের ব্যবহার।
১১. বেসিক কিছু ইনপুট টাইপ।
১২. ol and ul টাইফের ব্যবহার।
আর তা ছাড়া মাঝে মাঝে আমাদের মজার মজার কথাতো আছেই।
তো দেখতে থাকুন ভিডিও টিউটোরিয়ালটি। এবং ভিডিওটিতে লাইক করুন প্লিজ, আপনার মুলবান মতামত জানান শেয়ারের মাধ্যমে আর শেয়ার করুন আপনার বন্ধদের মাঝে।
সর্বশেষ একটা অনুরোধ, আমার এই চ্যনেলটা অনেক পুরাতন, কিন্তু মার্কেটিং এর অভাবে আমার চ্যনেলে সাবস্ক্রাইবার কম। তাই প্লিজ চলে যাওয়ার আগে আমার চ্যনেলটা সবস্ক্রাইব করে যাবেন প্লিজ। আমার অন্য ভিডিওগুলোও দেখতে পারেন। আমি চেষ্টা করেছি কোয়ালিটি সম্পন্ন ভডিও বানানের জন্য।
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের শাড়া পেলে খুব শিগ্রই ইমরানকে নিয়ে এইচটি এম এল পুরো শেষ করবো ইনশাআল্লাহ।
ধন্যবাদ সবাইকে।
আল্লাহ হাফেজ।

Watch this video : https://www.youtube.com/watch?v=PKY0m703pKk

ইমরানের চ্যনেল: https://www.youtube.com/channel/UCiKj28r8ax1AR2y6lFdjQMA
Like Our Facebook Page: https://www.facebook.com/expresshabib


Viewing all articles
Browse latest Browse all 3243

Trending Articles