অনলাইন এ আয় করার অনেক সাইট আছে। কিন্তু সব সাইট থেকে অর্থ প্রদান করেনা।অনেক ভুয়া সাইট রয়েছে যারা প্রতিনিয়ত প্রতারণা করে আসছে। আবার অনেক্ সাইট আছে যারা প্রকিতপক্খেই ১০০% অর্থ প্রদান করে থাকে। আর সেইরকম একটি সাইট নিয়েই আমি আলোচনা করবো।। যেখান থেকে আমরা সহজেই আয় করতে পারবো।
FortAdPays হলো সেরকম একটি সাইট যেখানে থেকে সহজেই অর্থ আয় করা যায়। FortAdPays হচ্ছে বর্তমানে বহুল আলোচিত ও জনপ্রিয় সাইট, যেখান থেকে এর মেম্বাররা সহজেই অর্থ আয় করছে। Fortadpays একটি Worldwide Revenue Sharing এবং Advertising company. যেহেতু FortAdPays হচ্ছে একটি Revenue Sharing Company, সেহেতু এটির বিষয়ে জানতে হলে আমাদের আগে Revenue কি? এটা জানতে হবে।
Revenue Share :
Revenue Share হলো কিক্রয় লভ্যাংশ যা একটা কোম্পানির দৈনিক বিক্রয় হতে আয়ের কিছু অংশ তার মেম্বারদের মাঝে বন্টন করে দেয়।তারা তাদের প্রোডাক্ট ও সর্ভিস বিক্রয় করে থাকে। সেরকমই Fortadpays হলো একটি revenue sharing সাইট। পৃথিবীতে অনেক রেভিনিউ শেয়ারিং কোম্পানি আছে. তাদের মধ্যে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় সাইট হলো FortAdPays সাইট।
Fort Ad Pays
Fortadpays হচ্ছে একটি Revenue Sharing কোম্পানি। আর তাদের কাজ হল তাদের প্রোডাক্ট বিক্রয় করে যা আয় হয় তা মেম্বারদের মাঝে বন্টন করা। Fortadpays Advertising Credit বিক্রয় করে। মানেও ওরা মেম্বারদের কাছে বিজ্ঞাপন দেবার ক্রেডিট বিক্রয় করে।ওদের Product; Advertising Credit বিক্রয় করে প্রতিদিন যা আয় হয় তা প্রতিদিন মেম্বারদের দিয়ে থাকে। ওরা মেম্বারদের কাছে বিজ্ঞাপন দেবার ক্রেডিট বিক্রয় করে। সেই বিজ্ঞাপন অন্য মেম্বারদের দেখায়। আরো সহজভাবে একজনের বিজ্ঞাপন অন্যজনকে দেখায়। অনেকটা Traffic Exchange এর মত কিন্তু এখানে বিজ্ঞাপন দিতে টাকা লাগে। সেই টাকা আবার ফেরতও পাওয়া যায় Revenue Profit সহ।
FortAdPays থেকে আয় করার উপায় :
আমরা Fortadpays এ বিজ্ঞাপন দিবো; অন্য সাইটের অথবা নিজের ব্লগ বা ওয়েবসাইটের। বিজ্ঞাপন দেবার জন্য Credit লাগবে সেই ক্রেডিট dollar দিয়ে কিনতে হবে। কিন্তু মজার বিষয় হলো আমরা যেই Dollar খরচ করে এখানে বিজ্ঞাপন দিবো সেই Dollar Revenue Profit সহ দ্বিগুন ফেরত পাবো।
FortAdPays কোম্পানির নানারকম তথ্যসমূহ :
1. সাইটের নাম: Fortadpays
2. সাইটের বয়স: November, 2014
3. মোট মেম্বার: 1,92,000+
4. মালিকের নাম: Pedro Fort
5. মালিকের পরিচয়: প্রোডাক্ট ব্যাবসায়ী6. দেশের নাম: Spain
7. প্রতি Share প্যাক: 1$
8. প্রতি Share থেকে ফেরত পাওয়া যাবে: 2.2$
9. মোট Share চলবে: 110দিন
10. প্রতিদিন % দিবে: 2%
11. ক্যাশ ব্যালেন্স/পুন:Share buy ব্যালেন্স: 50/50
12. মাসিক চার্জ: নাই
13. সর্বনিম্ন প্যাক কেনা যাবে: 10টি (10$)
14. সর্বনিম্ন টাকা তোলা যাবে: 10$
15. টাকা তুলতে সময় লাগে: 24 ঘন্টা
16. যে পদ্ধতিতে টাকা আদান-প্রদান করা যাবে: Payza, Perfect Money
17. ফ্রীতে ইনকাম করা যাবে?: হ্যাঁ (PTC AD)
18. রেফারেল লেভেল কত পর্যন্ত?: 10
19. রেফারেল কমিশন কত?: 8% (FL: 8%, total 21%)
FortAdpays যে কারণে অন্যান্য Revenue Share কোম্পানির থেকে আলাদা :
1. Paypal নাটক নাই। (অন্যান্য কোম্পানি পেপালের কারনে স্কেম করে গেছে। fortadpays পেপাল বাদ দিয়ে কোম্পানি চালু রেখেছে।)
2. শেয়ার প্যাক Package মাত্র 1টি এবং প্রতিটি শেয়ার মাত্র 1$।(বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন রকমের Package থাকে যেমন: 5$ return 7.5$, 10$ return 15$, 50$ return 75$ ইত্যাদি
3. 2014, 2015, 2016 সালে পা দিয়েছে। মেম্বারও বাড়ছে বিপুল হারে,(প্রতিদিন প্রায় ১০০০ মেম্বার নতুন্ যোগ হচ্ছে) কোন প্রকার ঝামেলা ছাড়াই পেমেন্ট দিচ্ছে ঠিক মত।
4. শেয়ার শেষ হতে অনেক বেশি সময় লাগে। এটা ভালো লক্ষণ। কারন টাকাতো ফটোকপি হয়না। 1 টাকা 2 টাকায় পরিণত হতে 3 মাস সময় লাগতেই পারে। অনেক কোম্পানি 3 দিন পর টাকা ফেরত দিয়ে দেয়।কিভাবে? একজন মেম্বারের টাকা অন্য জনকে দিয়ে দেয়। কিন্তু fortadpays আমাদের টাকা দিয়ে ব্যবসায় করে লাভ করে আমাদের দেয়। Good job
5. সর্বোপরি এরা প্রতি 30 মিনিট পর পর আমার ব্যালেন্সে টাকা দিয়ে দিবে। আমার কেনা শেয়ার % অনুযায়ী আমার যত পাবার কথা আমাকে প্রতি 30মিনিট, ঘন্টায়, দিন, রাত দিতেই থাকবে যত দিন শেয়ার শেষ না হয় ততদিন।
Invest এর ব্যাপারে আমাদের যা করা উচিত :
কখনো আমদের সঞ্চিত টাকা কোথাও ইনভেষ্ট করা উচিত নয়। আমাদের কাছে যখন অতিরিক্ত টাকা থাকবে যা অযথাই অলস ভাবে পরে রয়েছে আমরা সেই টাকা দিয়ে আরো টাকা আয় করতে চেষ্টা করবো। এমন পরিমান ইনভেষ্ট করবো যেটা হারিয়ে গেলেও আমাদের তেমন ক্ষতি হবে না। আর যত তাড়াতারি পারা যায় আমাদের বিনিয়োগকৃত টাকা তুলে নিযে বাকীটা দিয়ে আবার ব্যবসায় করে যাব। তাহলেই আমরা এই সাইট থেকে সহজেই আয় করতে পারবো ।
আসুন একটু অংক কষি :
100 ডলার ইনভেষ্ট করলে কত টাকা আয় হবে হিসেব করে দেখি:
1. 100$ ইনভেষ্ট করে 100টা শেয়ার থেকে মোট ফেরত আসবে 220$
2. প্রতিদিন আসবে 2$ (Cash: 1$, Rep: 1$)
3. প্রতিদিন Repurchase 1$ ডলার দিয়ে 1টি করে নতুন শেয়ার কিনবো
4. Cash এর 1$ করে প্রতিদিন রেখে দিবো।
5. এভাবে আমদের Cash balance বাড়বে এবং শেয়ারও বাড়বে প্রতিদিন।
6. শেয়ার যখন বেড়ে যাবে তখন আমদের আয়ও বেড়ে যাবে। যতবার শেয়ার কিনবো তত বারই প্রতিটি শেয়ার থেকে 220% পাবো। যেমন: 100 Share থেকে প্রতিদিন 2$ আসলে 110 টা Share থেকে প্রতিদিন আসবে 2.02$
7. এই ভাবে 45 দিনের মধ্যে আমদের 100 ডলার তুলে নিতে পারবো। বাকী থাকবে 120+
8. সেটা দিয়ে যত দিন সাইট থাকবে তত দিন আয় করে যেতে পারবো। প্রতি 3 মাসে Double হবে। অর্ধেকটা উঠাবো অর্ধেকটা রেখে দিবো।
Fortadpays এ যেভাবে Register করতে হয় :
1. প্রথমে এখানে ক্লিক করে সাইটে প্রবেশ করবো >> CLICK HERE TO REGISTER
2. এবার ভাষা পরিবর্তন করতে হবে ; UK জাতীয় পতাকায় ক্লিক করে।
3. Menu > Create Account এ যাব
4. নিচে একটা Registration ফর্ম আসবে, সেখানে সকল তথ্য দিব।
5. যার মাধ্যমে আমি এই সাইটটির বেপারে জানতে পারলাম তার Sponsor এ রেজিষ্টার করবো।
6. username ও Password আমার ইচ্ছা মত দিবো।
7. সবকিছু ঠিকমত দিয়ে রেজিষ্টার করবো।
8. এবার ইমেইলে গিয়ে Account Active করলেই রেজিস্টার সম্পুর্ন হবে।
এবার Profile Complete করবো :
1. প্রথমে Login করবো।
2. Tools > Profile যাব।
3. ছবি, নাম, ঠিকানা, Payment prossesor দিন। (Payza সিলেক্ট করে, Prossesor ID তে পেজা ইমেইলটা দিবো) তারপর Update দিবো।
4.Add Security Details দিন:
Security Question: What is your name?
Your Answer: abcdxyz
Confirm Answer: abcdxyz
Update দিবো।
Fortadpays এ যে ভাবে Addfund করতে হয় :
1. Finance > Addfund এ যাব
2. Amount: (আমি যত এড করতে চাই তত দিব। যেমন: 10) দিন আর Payza সিলেক্ট করবো।
3. Preview এ ক্লিক করে পরের পেজে Pay Now এ ক্লিক করবো।
4.এবার page টি আমার Payza তে চলে যাবে সব ঠিক ঠাক দিলেই (Payza email, pass, pin) Successfully Addfund হবে
Fortadpays এ যে ভাবে Addpack কিনতে হয় :
2. Use Re-Purchase Balance first : এখানে সব সময় টিক চিহ্ন দিতে হবে। এটা করলে আমদের Re- Purchase সবসময় 0.00 থাকবে ফলে আমদেরই সুবিধে হবে কারন এই Balance উঠানো যায়না। তাই এটা সবসময় 0.00 রাখবেন। শেয়ার কেনার সময় টিক চিহ্ন দিযে Preview দিব
3. পরের পেজে Pay Now দিলেই কাজ হয়ে যাবে।
Fortadpays এ প্রতিদিন যে কাজ করতে হবে :
1. Summary তে ক্লিক করে নিচের দিকে নামতে হবে।
2. এরপর “You have to see 4 Free Today!” এখানে ক্লিক করলে পরের পেজে 8টা ব্যানার দেখা যাবে। 1টা 1 টা করে ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করে Credited হলে। Tab Close করে দিতে হবে।
3. এই 4টা ব্যানারে প্রতি ২৪ ঘন্টা অন্তর অন্তর ক্লিক করতে হবে। আমরা চাইলে যে কোন সময় ক্লিক করতে পারি। ক্লিক করার পর থেকে 24 ঘন্টা পর্যন্ত হিসেব ধরা হবে।
4. ১ দিন যদি ক্লিক করতে না পারি সমস্যা নেই টাকা কমবেনা ১ দিন বেড়ে যাবে মোট শেয়ারের মেয়াদ।
5. ফ্রী তে কিছু ইনকাম করতে চাইলে, Advertisment > Earn Money তে যেতে হবে।
6. এখানে সবসময় এড দেখা যাবে কখনো বেশি কখনো কম। প্রতি ক্লিক: 0.001$, 0.005$, 0.01$ করে।
7. Extra earn করতে চাইলে এই গুলো আমরা মিস করবোনা।
Fortadpays এর Summary বিবরণ:
1. Sponsor = আমি যার স্পন্সর এ join করবো তার নাম।
2. My refferals = আমার রেফারেল সংখ্যা (Paid: যারা শেয়ার কিনেছে)
3. Comission Earnings = (রেফার থেকে যা কমিশন পেলে)
4. Gains Shares = (কেনা শেয়ার থেকে মোট যত পাওয়া যাবে)
5. Payment prosessor = (যে প্রসেসর দিয়ে withdraw দিব)
6. Total PTC click = (মোট কয়টা PTC ad click করা হয়েছে)
7. Balance = (এটাই মূল ব্যালেন্স এটা Withdraw করা যাবে)
8. Re-purchase = (এটা দিয়ে আবার শেয়ার কিনা যাবে। withdraw হবেনা)
9. Only credits Ads = (শেয়ার কিনে যে ক্রেডিট পাওয়া যাবে)
10. Surf Credits Banner = (সার্ফ করে যে ক্রেডিট পাওয়া যাবে)
11. Active/complete/tortals = (শেয়ারের হিসেব চালু আছে, শেষ হয়েগেছে এবং মোট শেয়ার)
12. Total PTC earnings = (PTC ad ক্লিক করে আয়)
Fortadpays এ যেভাবে Balance Transfer করতে হয় :
2. যাকে পাঠাতে চাই তার ID অথবা username দিয়ে, Amount দিয়ে Security ans দিতে হবে।
3. waiting এ থাকবে 24 ঘন্টার মধ্যে ডলার চলে যাবে।
Fortadpays এ যেভাবে Withdraw দিতে হবে :
1. Finance > Withdraw funds এ যেতে হবে।
2. যত ডলার Withdraw দিতে চাই সেটা লিখে Withdraw তে ক্লিক করতে হবে।
3. পরের পেজে সেই Security question ans দিয়ে Ok দিলেই হয়ে যাবে।
4. Pending থাকবে। 24 ঘন্টার মধ্যেই পাওয়া যাবে।
5. প্রতি রবিবার সাপ্তাহিক বন্ধ সেই দিন Withdraw হবেনা।
Fortadpays এ রেফারেল কমিশন:
1. নিজের Reffer এ কাউকে join করিয়ে refferal কমিশন পাওয়া যায়।আর refferal link পাওয়া
যাবে Homepage-এ মানে Summary তে।
2. Tools > Your refferals > এখানে সকল রেফারেলদে তথ্য পাওয়া যাবে
3. Promotion > এখানে সকল Marketing Meterial পাওয়া যাবে।
সর্বপরি একটি কথাই বলতে চাই FortAdPays এখন পর্যন্ত কোনো ঝামেলা ছাড়াই তার member র্দের কে অর্থ প্রদান করে যাচ্ছে।এখন পর্যন্ত এটি একটি বিশ্বস্ত সাইট। তবুও ভবিষ্যতের কথা কে বলতে পারে। তাই আমরা দেখে-শুনে নিজ দ্বায়ীত্বে ইনভেষ্ট করবো। লাভ হলে যেমন আমিই এর পূর্ণ ভাগিদার। ঠিক তেমনি লস হলেও এর দায় আমারি।
Recent payout পেজে সবসময় নজর রাখতে হবে।