Quantcast
Channel: টেকটুইটস
Viewing all articles
Browse latest Browse all 3243

চালু হলো বাংলাদেশী সফটওয়্যার ও গেমস ইনফরমেশন বিষয়ক সাইট!

$
0
0

বাংলাদেশে এই প্রথম চালু হলো বাংলাদেশী সফটওয়্যার ও গেমস ইনফরমেশন বিষয়ক বাংলা ব্লগ সাইট। সাইটটিতে বাংলাদেশী ডেভেলপারদের তৈরি করা সফটওয়্যার ও গেমস সম্পর্কিত সকল তথ্য জানা যাবে। সাইটটির নাম হলো – “বাংলার অ্যাপস।” সাইটটিতে বিশেষ সুবিধা হচ্ছে বিভিন্ন অপারেটিং সিস্টেম অনুযায়ী আলাদা আলাদা ক্যাটাগরিতে সফটওয়্যার বা গেমস সম্পর্কে তথ্য জানা যায়। যেমন : অ্যান্ড্রয়েড, আইফোন, উইন্ডোজ ফোন ও উইন্ডোজ পিসি। বিশেষ করে বাংলাদেশের জনপ্রিয় ও কাজের দরকারি সফটওয়্যার ও গেমস সম্পর্কে এই সাইটে তথ্য দেওয়া হয়। তাই এখন থেকে সহজে নিজের দেশীয় সফটওয়্যার ও গেমস সম্পর্কে জানতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন।
.
সাইটটির ডোমেইন নেম – www.BanglarApps.ml
.
আপনি চাইলে এই সাইটে রেজিস্ট্রেশন করতে পারেন। রেজিস্ট্রেশন করে বাংলাদেশী সফটওয়্যার ও গেমস সম্পর্কে পোস্ট করতে পারবেন। এবং যেকোনো পোস্টের মধ্যে নিজের মতামত জানাতে পারবেন। সাইটটি সম্পূর্ণ মোবাইল ফ্রেন্ডলি। তাই মোবাইলে ব্যবহার করতে কোনো অসুবিধা হবে না।
.
বিঃ দ্রঃ বাংলাদেশী সফটওয়্যার ও গেমস ইনফরমেশন বিষয়ক সাইট – “বাংলার অ্যাপস” সাইটটি ফ্রিব্যাসিক্সে যুক্ত করা আছে, তাই এই সাইটটি ফ্রিতেও ব্যবহার করতে পারবেন। ফ্রিব্যাসিক্সে “বাংলার অ্যাপস” সাইটটি যুক্ত করতে, ফ্রিব্যাসিক্সের অনুসন্ধান বক্সে টাইপ করুন “বাংলার অ্যাপস” তারপর সার্চ দিন এবং সাইটটি যুক্ত করে নিন।


Viewing all articles
Browse latest Browse all 3243

Trending Articles