প্রতি ঘনটায় আয় করুন ২০০ ডলার।
আজ আমি এমন একটা সাইট এর কথা বলবো যেখানে আপনি কোন প্রকার অভিজ্ঞতা ছারাই ইনকাম করতে পারবেন। এতই একটি কাপচা যব। ছবি তে যা থাকবে তাই টাইপ করতে হবে। প্রতি টাইপ এর জন্য ০.১০ ডলার দিবে। আপনি ১ ঘনটা টাইপ করলে ২০০ ডলার আয় করতে পারবেন। সর্বনিম্ন ১৫০ ডলার হলে withdraw দিতে পারবেন। কি বিশ্বাস হয় না? একবার দেখিন্ন । Site টিতে registration করতে এখানে কিলিক করুন।
কিভাবে registration করবেন?
এখানে কিলিক করলে নিচের ছুবির মত দেখতে পাবেন।
১। User Name এ আপনার ছোটো এক্তা নাম ব্যবহার করবেন যেমন আমি shohag201 ব্যবহার করেছি।
২। Email Id এ আপনার Email দিন।
৩। Password এ আপনার পছন্দ মত Password দিন যাতে মনে থাকে।
৪। Re Password এ একি Password দিতে হবে।
৫। ছবিতে যা লেখা আছে তাই দিতে হবে।
৬। এবার registration বাটন এ কিলিক করুন।
এবার আপনার Email Id তে এক্তা লিঙ্ক জাভে যাতে ক্লিক করে Email verification করতে হবে। এবার আপনার account redy.
এবার আপনার account এ প্রবেশ করতে User Name এবং Password দিন।
এখন নিচের ছবির মত কাপচা টাইপ করুন , আয় করুন জত খুসি।
এখানে referral commition তাই আপনাকে referral করতে হবে
Referral করার উপায়ঃ
মার্কেটিং > ট্র্যাফিক/ভিজিটর > লিড কালেক্ট
উপরের ৩টা অংশ ক্রমান্বয়ে ঘটবে। একটার সাথে আরেকটা ওতোপ্রোতভাবে জড়িত। কীভাবে? দেখুন-
আপনার এফিলিয়েট লিংক মার্কেটিং করবেন বিভিন্ন স্থানে
এফিলিয়েট লিংক মার্কেটিং করলে ট্র্যাফিক/ভিজিটর আসবে আপনার লিংকে
ট্র্যাফিক/ভিজিটররা যদি তাদের নেম এবং ইমেইল সাবমিট করে তাহলে আপনার লিড কালেক্ট হবে।
এবং লিড কালেক্ট হলেই আপনি পেমেন্ট পাবেন।
আশা করি আপনার কাছে পরিপূর্ণ ব্যাপারটা এখন ক্লিয়ার। তো প্রথমে আমরা মার্কেটিং করবো। কোথায়? অনেক অনেক স্থান আছে। আমি আপনাকে দেখাবো ফেসবুকে কীভাবে আপনার প্রোডাক্টটি মার্কেটিং করবেন।
ফেসবুক মার্কেটিং
ফেসবুকে দুইভাবে মার্কেটিং করা যায় ট্র্যাফিকের জন্য:-
১. পেইড মার্কেটিং – এজন্য আপনাকে নগদ টাকা খরচ করতে হবে এবং
২. ফ্রি মার্কেটিং – সম্পূর্ণ ফ্রি মেথড। শুধু সময় ইনভেস্ট করতে হবে। আপাতত আমি ফেসবুক ফ্রি মার্কেটিং সম্পর্কে লিখবো। হাতে টাকা পেলে তখন পেইড মার্কেটিং করতে পারবেন।
আমার অন্য একটি লেখায় আমি ফেসবুকে ফ্রি মার্কেটিং দেখিয়েছি এখানে। লেখাটির শেষের দিকে ফেসবুক মার্কেটিং অংশটি দেখুন। এখানেও সেটি আবার রিপিট করছি-
প্রোডাক্ট পেজটি ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন এটি একটি মেক মানি প্রোডাক্ট। প্রোডাক্ট অওনার তার সাইটে বলছেন যে: তুমি কি যথেষ্ট টাকা ইনকাম করতে ক্লান্ত হয়ে গেছো? এটাই সময় ২০০ ডলার ডেইলি ইনকামকে ২০০০ ডলারে উন্নতি করার।
অর্থাৎ যারা এই পেজে আসবে তারা জানতে পারবে কীভাবে তাদের ইনকাম বৃদ্ধি করবে। সুতরাং অনেকেই আগ্রহী হবে এখানে নিজের ইমেইল এবং নাম সাবমিট করার জন্য।
আপনাকে যা করতে হবে…
আপনার এফিলিয়েট লিংক এমন জায়গায় মার্কেটিং করতে হবে যেখানের লোকজন অনলাইন আর্নিং-এর ব্যাপারে আগ্রহী। এই জন্য আপনি ফেসবুকে খুঁজে খুঁজে কিছু গ্রুপ এবং পেজ বের করুন এবং সেগুলোতে জয়েন করুন, যেগুলো মেক মানি রিলেটেড। তারপর সেখানে একটিভ হোন। যারা অনলাইন আর্নিং সম্পর্কে জানতে চাচ্ছে তাদেরকে সঠিক উত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করুন। কেউ কোনো লিংক চাইলে গুগল থেকে সার্চ করে লিংক দিন। এভাবে কয়েকদিন যখন ঐসব গ্রুপ এবং পেজগুলোতে নিয়মিত হবেন তখন আপনাকে অনেকেই চিনবে।
কোন প্রয়োজন হলে comment করুন। উত্তর পাবেন।