আসসালামুয়ালাইকুম
আমরা সবাই প্রতিদিন কমবেশী একটু আঢটু ইউটিউবে ঢুঁ মারি। এই জিনিসটাও যদি আয়ের একটা উৎসের মধ্যে ফেলি তাহলে বিনোদনও হলো আর কিছু টাকা কামিয়ে নেটের বিলও দিতে পারবেন। অবাক লাগছে?? অবাক হওয়ার কিছু নাই। এটা এই প্রযুক্তির বিশ্বে অসম্ভব নয়। আপনি প্রতিদিন ২০ টা ভিডিও দেখে মাসে ৫০ ডলার বা ৪০০০ টাকা কামিয়ে নিতে পারবেন। এটা প্রতিদিন ১ ঘন্টা সময় দিয়ে সম্ভব। তো চলুন শুরু করি। আগেই বলে রাখা ভালো, অনেকেই আছেন যারা শখের বশে আইডি খুলবেন। তাহলে ভাই অনলাইন ইনকাম করা আপনার হবেনা। অনলাইনে কাজ করতে হলে সিরিয়াস হতে হবে আর ধৈর্য থাকতে হবে। ভাই, টাকা গাছে ধরে না। কষ্ট করে কামাই করতে হয়। সেটা অনলাইনেই হোক আর অফলাইনেই হোক। তো চলুন কাজের কথায় আসি।
এই সাইটে কাজ করতে হলে আপনাকে রেজিষ্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করতে এখানে যান। একটা কথা বলে রাখি। রেফারেল আইডি ছাড়া রেজিস্ট্রেশন করতে পারবেন না। আমার কথা শুনে বিশ্বাস না হলে রেজিস্ট্রেশন করে দেখুন পারেন কিনা। যদি না পারেন তাহলে নিচের রেফারেল আইডি কপি করে রেফারেল আইডির জায়গায় পেষ্ট করেন। এটা আমার। যেকোনো সমস্যা হলে সাহায্য করতে পারবো।
Reffarel ID:
15063480732778
কাজের ধারাঃ
এবার চলুন দেখি কিভাবে কাজ করবেন। রেজিস্ট্রেশন করার পর আপনি প্রতিদিন ২০ টা করে ইউটিউব ভিডিও পাবেন দেখার জন্যে। ২০ টা ভিডিও দেখলে আপনি পাবেন $১.৭ ডলার। খুব কম মনে হচ্ছে??? তাহলে আপনি একটা কাজ করেন। বিভিন্ন পিটিসি সাইট আছে যারা প্রতি এড ভিউয়ে $১ ডলার দেয়। সেখানে কাজ করেন। পেমেন্ট না পেলে নিজ দায়িত্বে টিস্যু কিনে কান্নাকাটি করবেন। ভাই, আগেই বলছি টাকা গাছে ধরে না। কষ্ট করে কামাই করতে হয়। কষ্ট করলে কেষ্ট মেলে। ২০ টা ভিডিও আপনাকে পুরো দেখতে হবে না। মাত্র ৩ মিনিট বা ১৮০ সেকেন্ড করে দেখলেই হবে। মানে মোট ২০*৩= ৬০ মিনিট বা ১ ঘন্টা লাগবে। আর একটা সমস্যা হয়তো আছে এখানে। সেটা হলো এই সাইট থেকে পেমেন্ট তুলতে হলে আপনাকে ১৫ দিনের মধ্যে আইডি ২০ ডলার দিয়ে এক্টিভ করতে হবে। এটা আপনার ১৫ দিনের ইনকামের টাকা দিয়েই করতে পারবেন। মানে ১৫ দিন আপনি সারাজীবনের জন্যে ইনভেস্ট করলেন। আপনার টাকাও গেলো না, আবার ইনকামও হলো। আর না পারলেও সমস্যা নাই। আমার রেফারেলে ১০ দিন ফুল কাজ করেন, আমি ২০ ডলার দিয়ে আপনার আইডি এক্টিভ করানোর দায়িত্ব নিলাম। ভাবছেন আমার লাভ টা কই??? আছে ভাই, না থাকলে এমনেই বলছি না। আপনারাও রেফার করেন কাউকে, তাহলেই লাভটা বুঝতে পারবেন।
পেমেন্ট প্রুফ ঃ