Quantcast
Channel: টেকটুইটস
Viewing all articles
Browse latest Browse all 3243

তৈরি করে ফেলুন ছোট মোটর খুব সহজেই |মোটর সম্বন্ধে ধারণা নিন

$
0
0

প্রিয় বন্ধু,
আশা করছি সকলে ভালো আছেন। টেক টুইটের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্চা।আজ আমি মোটরের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য লিখতে যাচ্ছি। আমরা পুর্বের লেখাতে আলোচনা করেছি মোটর কি, ইন্ডাকশন মোটর কি ও কিছু গুরুত্বপুর্ন প্রশ্ন।এখন দেখবো  মোটর কিভাবে কাজ করে ও কি করে তৈরী করবেন।

বৈদ্যুতিক মোটর আমাদের জীবনের একটি ব্যাপক অংশজুরে রয়েছে। আমাদের হাতের মোবাইল থেকে শুরু করে আমাদের সকল ব্যবহার্য জিনিস উৎপাদন পর্যায়ে এই যন্ত্রের ছোঁয়া।

খুব সহজে একটি বেসিক মোটর কিভাবে তৈরী করা যায় তা আজ দেখব। আজ থেকে বছর দশেক আগে প্রথম একটি তৈরী করেছিলাম এবং কিছু দিন আগে একটি আবার ট্রায়াল দিয়েছি। আমার নিজের হাতে টেস্টেড ওকে এই প্রজেক্ট। সো নো টেনশন – ১০০ ভাগ কাজ করে। আসুন তবে দেখি কিভাবে তৈরী করা যায়।

আমাদের যা যা লাগবে:

  •  একটি ব্যাটারী (বড় সাইজ হলে ভাল হয় – আগের টর্চ লাইটে যা ব্যবহার হতো তেমন বা সর্বোচ্চ ৬ ভোল্টের যে কোন ব্যাটারী)
  • 22 ওয়ার গ্যাজের সুপার এনামেল তার বা মোটর বাধবার তার – সাইজ একটু কম বেশী হলেও সমস্যা নেই।
  • জেমস ক্লিপ
  • আটকানোর জন্য আঠালো টেপ
  • এন্টি কাটার বা ছুরি
  • ছোট একটি চুম্বক

 

ছবির মতো করে প্রথমে সুপার এনামেল তারটিকে গোল করে পেচিয়ে নিন। ২০-২৫ টার্ন দিলেই চলবে। এর পর তারকে পেচিয়ে দুই প্রান্ত ছবির মতো করে বের করে নিন। এইবার দুই প্রান্তের কিছু অংশ এন্টি কাটার দিয়ে ছবির মতো করে চেঁছে নিতে হবে। সুপার এনামেল তারের উপর যে বৈদ্যুতিক রোধক থাকে তা উঠিয়ে ফেলতে হবে।

এই অংশটা গুরুত্বপুর্ণ বলে এই কাজটি করবার সময় সাবধানতার সাথে কাজ করতে হবে এবং তারের অর্ধেক বরাবর তারকে ঘষে আবরণ তুলে নিতে হবে। দুই প্রান্তের একই দিকে একই পরিমাণ আবরণ তুলতে হবে।

 

 

এর পর ব্যাটারীর দুই প্রান্তে দুইটি জেমস ক্লিপ টেপ দ্বারা পেচিয়ে লাগাতে হবে এবং এর আগে জেমস ক্লিপের দুই মাথা প্রয়োজন মতো বাকিয়ে আগে বানানো কয়েলকে ধারন করবার আকারে আনতে হবে।

এর পর ছবির মতো করে চুম্বক বসিয়ে কানেকশন দিয়ে আলতো করে হাত দিয়ে মোটরের লুপটি ঘুরিয়ে দিতে হবে। সব কিছু ঠিক থাকলে মোটর ঘোরা শুরু করবে। থামানোর জন্য কানেকশন বিচ্ছিন্ন করে দিলেই হবে বা হাত দিয়ে থামানোই যথেষ্ট।


Viewing all articles
Browse latest Browse all 3243

Trending Articles