Quantcast
Channel: টেকটুইটস
Viewing all articles
Browse latest Browse all 3243

এখন একটা এপ্স হতে পারে আপনার লাইফের টার্নিং পয়েন্ট। আনলিমিটেড সাতোশি আয়ের সুযোগ!! ইন্সট্যান্ড পেমেন্ট!!! ( পেমেন্ট প্রুফ )

$
0
0

আসসালামু আলাইকুম।

আপনাদের জন্যে আজ এমন একটা সফটওয়্যার নিয়ে আসলাম যা আপনারা প্লে-স্টোরে সার্চ করে পাবেন না কিন্তু এপ্সটি প্লে-স্টোরেই আছে। তো কথা না বাড়িয়ে কাজের কথায় আসা যাক। 

কাজের ধাপঃ

এই এপ্সটি একটি আমেরিকান এপ্স এবং এটি কেবল আমেরিকান নাগরিকগণই চালাতে পারবেন। চিন্তায় পড়ে গেলেন? ভাবছেন তাহলে পোস্ট কেনো বাংলায় করলাম?? চিন্তার কিছু নেই। ভিপিএন আছে না??? প্রথমে ভিপিএনটি নিচের লিনক থেকে ডাঊনলোড করুন।

ভিপিএনটি ডাঊনলোড করে ইন্সটল করে নিন। তা নাহলে এপ্সটি ইন্সটল করতে পারবেন না। কারন এপ্সটি শুধু আমেরিকান নাগরিকগণ ইন্সটল করতে পারবে। তাই ভিপিএন চালু করে আমেরিকান নাগরিক হোন!!! 😛 😛 😛

এখান থেকে টার্বো ভিপিএনটি ডাঊনলোড করেন নিন।

ইন্সটল করার পর নিচের ছবির মত পাবেন।

এরপর নিচের ছবিতে মার্ক করা জায়গায় ক্লিক করুন।

নিচের মতো পাবেন। এখান থেকে নিচের ছবির মতো UNITED STATE সিলেক্ট করুন।

তারপর নিচের ছবির মতো পাবেন। ছবির দেখানো জায়গায় ক্লিক করুন। ভিপিএন কানেক্ট হয়ে যাবে।

এখন শুরু হবে আমাদের আসল কাজ মানে আর্নিং।  ভিপিএন কানেক্ট করে কানেক্ট থাকা অবস্থায় নিচের লিনক থেকে এপ্সটি ইন্সটল করুন।

এখানে থেকে এপ্সটি ইন্সটল করে নিন।

এরপর ওপেন করে নিন। ওপেন করার পর আপনি ফ্রি ৪০০০০ এনার্জি পাবেন। যেটার মাধ্যমে আপনি স্পিন ঘুরাতে পারবেন।  প্রতি স্পিন ঘুরাতে আপনার ৩০০০ হতে ৫০০০ এনার্জি লাগে। কিন্তু আপনাকে অবশ্যই coinbase এর ইমেল দিয়ে সাইন আপ করতে হবে এপ্সে। শুধু ইমেল দিয়ে সাইন আপ করলেই আপনি পাবেন কিছু ফ্রি সাতোশি যা সরাসরি আপনার কয়েন বেস একাউন্টে জমা হবে।

আপনি ফ্রি এনার্জি প্রতি সেকেন্ড এ পাবেন। আবার কিছু কাজ করেও পেতে পারেন।

আপনি রেফারের মাধ্যমে সাতোশি পেতে পারেন।

পেমেন্ট প্রুফঃ

ধন্যবাদ।


Viewing all articles
Browse latest Browse all 3243

Trending Articles