Quantcast
Channel: টেকটুইটস
Viewing all articles
Browse latest Browse all 3243

এবার অ্যাফিলিয়েট মার্কেটিং শিখুন বিশ্বের এক্সপার্টদের কাছ থেকে তাও আবার সম্পূর্ণ ফ্রিতে আর আয় করুন মাসে ১০০০ ডলার

$
0
0

আসসালামুলাইকুম,

অ্যাফিলিয়েট মার্কেটিং করে আমাদের আয় করার ইচ্ছা থাকলেও অনলাইনে ভালো মানের
টিউটোরিয়ালগুলো বেশির ভাগই Paid. কিন্ত আজ আমি একটা সাইটের সাথে আপনাদের
পরিচয় করিয়ে দিব যেটা সম্পূর্ণ ফ্রি । পেশায় একজন ফুলটাইম ইন্টারনেট মার্কেটার। ইন্টারনেট
মার্কেটিং জগতে আমার পথচলাটা খুব সুখকর, সহজ ছিল না। আমাকে কঠোর পরিশ্রম আর
স্ট্রাগল এর মধ্যে শিখতে হয়েছে। তার কারন আমাদের দেশে কিংবা বাংলা ভাষায় শিখার পর্যাপ্ত
রিসোর্স ছিল না (এখনও যে খুব বেশি আছে টা বলা যাবে না)।আজকে বর্তমানে বেশ জনপ্রিয়
একটি রিসোর্স, প্রোজেক্ট ব্রেকথ্রুর সম্পর্কে আপনাদের সাথে কিছু ইনফর্মেশন শেয়ার করবো।
আশাকরি, তা আপনাদের কাজে লাগবে।

প্রোজেক্ট ব্রেকথ্রু একটি কমপ্রিহেন্সিভ ১০০% ফ্রি ভিডিও ট্রেইনিং কোর্স যা থেকে আপনি সেলস
বেজড ইন্টারনেট মার্কেটিং সম্পর্কে শিখতে পারবেন। ইন্টারনেটে নিজের কিংবা ক্লাইন্ট এর প্রোডাক্ট
সেল করা অথবা অ্যাফিলিয়েট মার্কেটিং করে অন্যের প্রোডাক্ট সেল করে কমিশন আয় করা
শিখবেন, যা তুলনামূলকভাবে অনেক সহজ।

 

register

প্রোজেক্ট ব্রেকথ্রু থেকে আপনি কি কি শিখতে পারবেন?

  • প্রোজেক্ট ব্রেকথ্রুর টোটাল পারসপেক্টিভ দেখতে ও বুঝতে পারবেন
  • কিভাবে একটা সফল ইন্টারনেট কেন্দ্রিক বিজনেস তৈরি করবেন
  • মাইন্ডসেট
  • প্রোডাক্ট সিলেক্ট করা আর প্রয়োজনীয় টুলস সিলেক্ট করা
  • স্ট্রেটেজিক ক্যামপেইং প্রস্তুত করা
  • কাস্টম ল্যান্ডিং পেজ (অপ্টিন পেজ) এবং মার্কেটিং ফানেল তৈরি করা
  • মার্কেটিং-এ সবচেয়ে স্ট্রেটেজিক/কার্যকরী পদক্ষেপ নেয়া
  • একটা কাস্টম ডোমেইন খুঁজে বের করা এবং সেটাকে ফানেল আর অটোরেস্পন্ডার এর সাথে যুক্ত করা
  • অ্যাফিলিয়েট লিংক রেডি করা
  • কাস্টম ফানেলকে অ্যাফিলিয়েট অফার এর সাথে যুক্ত করা
  • আপনার প্রথম অটোরেস্পন্ডার ক্যামপেইং সেট করা
  • আপনার বিজনেস লঞ্চ করার পূর্বে ‘প্রি-ফ্লাইট’ চেকআপ করা
  • আপনার ক্যামপেইং ট্রাফিক ড্রাইভ করা আবং কমিশন আয় করা শুরু করা
  • ট্রাফিক
  • ট্রাফিক আর
  • ট্রাফিক

প্রোজেক্ট ব্রেকথ্রু ভিডিও ট্রেইনিং কোর্সটি ধারাবাহিকভাবে পর পর ১৪ দিনে আপনি শেষ করতে
পারবেন এমনভাবে ডিজাইন করা হয়েছে। আপনাকে যা যা করতে হবে এবং যেভাবে করতে হবে
তা আপনি ঠিক ভিক এর পিছনে বসে তাকে তার ল্যাপটপে করতে দেখে শিখবেন

ইন্টারনেট মার্কেটিং বিশেষ করে আউটবাউন্ড মার্কেটিংএ বিশ্বের অনেক পরিচিত একটা নাম ভিক
এবং তার প্রতিষ্ঠিত হাই ট্র্যাফিক অ্যাকাডেমির একটি উদ্যোগ এই প্রোজেক্ট ব্রেকথ্রু। ভিক পৃথিবীর
শীর্ষ মার্কেটারদের মধ্যে একজন। ভিক এর সাথে তার ব্যবসায়িক পার্টনার জেসন ম্যাকক্লেইন এই
ট্রেইনিং প্রোগ্রামটিতে সহ-মেন্টর হিসেবে আছে, যার ইন্টারনেট বিজনেস বিশ্বে দীর্ঘ ২২ বছর এর
এক্সপেরিয়েন্স আছে।

কিভাবে এই কোর্সটি শুরু করবেন?

এই কোর্সটি শুরু করতে আপনাকে শুধু তাদের সাইটে রেজিস্ট্রেশন করলেই হবে। যেটা অতি
সহজ। কিভাবে রেজিস্ট্রেশন করবেন তা নিচে দেয়া হল।

রেজিস্ট্রেশন করুন

 

স্টেপ ১ঃ প্রথমে Start Now 100% Free! লিখা বাটনটিতে ক্লিক করুন

স্টেপ ২ঃ দ্বিতীয় ধাপে আপনাকে নিচের ফর্মে আপনার নামের প্রথম অংশ, নামের শেষ অংশ,
আপনার ইমেইল, একটি পাসওয়ার্ড এবং পুনরায় একই পাসওয়ার্ডটি দিয়ে Create My
Free Account বাটনে ক্লিক করতে হবে। প্রোজেক্ট ব্রেকথ্রু ইমেইল কনফারমেশান এর
আপনার ইমেইলে একটি মেইল পাঠাবে।

স্টেপ ৩ঃ তৃতীয় ধাপে প্রোজেক্ট ব্রেকথ্রু থেকে পাঠানো ইমেইলটা আপনার ইমেইল ইনবক্স থেকে
ওপেন করে নিচের ছবিতে লাল দাগ দিয়ে ঘেরা (CLICK HERE TO ACTIVE
YOUR ACCOUNT NOW) বাটনটিতে ক্লিক করে আপনার ইমেইলটি কনফার্ম করতে
হবে। আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া প্রায় শেষ।

উল্লেখ্য, কোচিং প্রোগ্রামটিতে অ্যাক্সেস পেতে আপনাকে তাদের ইমেইল পাঠানোর ৩০ মিনিট এর
মদ্ধেই আপনার ইমেইল অ্যাড্রেসটি কনফার্ম করতে হবে।

স্টেপ ৪ঃ সর্বশেষ এই ধাপে ইমেইল কনফারমেশান লিংকে ক্লিক করার পরে যে পেজ ওপেন হবে,
তাতে নিচের বক্সে আপনার দেশ সিলেক্ট করে নাম্বার দিলেই আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ
হবে।

বুম! লাইফ চেঞ্জিং অ্যাফিলিয়েট ভিডিও গাইড প্রোগ্রামে আপনাকে স্বাগতম। বিলিয়ন ডলারের
ইন্টারনেট/অ্যাফিলিয়েট মার্কেটিং জগতে প্রবেশের জন্য এই প্রোগ্রামটাই যথেষ্ট হবে। আশাকরি
আপনার সময় এবং প্রোগ্রাম থেকে শিক্ষাটাকে কাজে লাগাবেন

কোন প্রশ্ন থাকলে টিউমেন্টে জানাবেন ।

সবাইকে Share করুন হয়ত তারা এমন একটি সাইট খুজতাচে ।


Viewing all articles
Browse latest Browse all 3243

Trending Articles