Quantcast
Channel: টেকটুইটস
Viewing all articles
Browse latest Browse all 3243

আজীবনের জন্য চর্মরোগ থেকে মুক্তির সেরা উপায়।

$
0
0

চর্মরোগ বা ত্বকের সমস্যা বাংলাদেশের সবশ্রেণির মানুষের জন্য সাধারণ সমস্যা। যারা বেশি অপরিষ্কার, অপরিছন্ন, ঘনবসতিপূর্ণ পরিবেশে থাকে ও নিজেও অপরিচ্ছন্ন থাকে তাদের ক্ষেত্রে ত্বকের সমস্যা বেশি দেখা দেয়। কয়েকটি সাধারণ চর্মরোগ হচ্ছে : পাঁচড়া, খুজলি ও দাদ।

পাঁচড়া : শিশুদের মধ্যে এই রোগ বেশি দেখা যায়।

পাঁচড়ায় যেসব জায়গা আক্রান্ত হয় : আঙ্গুলের মাঝখানে, কব্জিতে, কোমরের চারদিকে, যৌনাঙ্গের আশপাশে, শরীরের অন্যান্য অংশেও ছোট ছোট ফুসকুড়ি দেখা যায়।

চর্ম রোগের লক্ষণ : আক্রান্ত স্থানে সবসময় চুলকানির ভাব অনুভূতি হয়, না চুলকিয়ে থাকা যায় না, চুলকাতে চুলকাতে চামড়া উঠে যায়, ফুসকুড়িগুলোয় পুঁজ/পানি জমে, আবার চুলকালে পুঁজ ছড়িয়ে পড়ে ও চুলকানি অন্যান্য জায়গায় ছড়িয়ে যায়, ব্যথায় শরীরে জ্বর আসে।

কে-ডারমি হচ্ছে একটি প্রাকৃতিক উপাদান-যা”আজীবনের জন্য চর্মরোগ থেকে মুক্তির সেরা উপায়”। যা শরীরে পুষ্টিসাধনের মাধ্যমে স্বাস্থ্যকর ত্বক সৃষ্টিতে সহায়তা করে। একই  সঙ্গে এটি শরীরের কর্মক্ষমতা ও হজমশক্তি বৃদ্ধি করে।এটি”আজীবনের জন্য চর্মরোগ থেকে মুক্তির সেরা উপায়”। কে-ডারমি ত্বকের সমস্যাগুলো চিননিত করে, হজমশক্তি বৃদ্ধি করে, শারীরিক শক্তি বাড়িয়ে তোলে। কিডনি থেকে টক্সিন বর্জ্যপদার্থগুলো দুর করে দেয়। এবং”আজীবনের জন্য চর্মরোগ থেকে মুক্তির সেরা উপায়”।

* ত্বকের এলার্জি দূর করে।

* শরীরকে পরিচ্ছন্ন রাখে।

* ত্বকের সংকোচন এবং পচন-সংক্রান্ত জটিলতগুলো রোধ করে।

* ত্বকের প্রদাহ এবং চুলকানী দূর করে।

আজীবনের জন্য চর্মরোগ থেকে মুক্তি”র ঔষধটির জন্য আজই যোগাযোগ করুন এই নাম্বারে:01831522015


Viewing all articles
Browse latest Browse all 3243

Trending Articles