Quantcast
Channel: টেকটুইটস
Viewing all articles
Browse latest Browse all 3243

ফটোশপের ভেক্টর পাথ ইলাষ্ট্রেটরে ব্যবহার

$
0
0

ইলাষ্ট্রেটর ভেক্টর ভিত্তিক কাজের জন্য সফটঅয়্যার, অন্যদিকে ফটোশপ বিটম্যাপ সফটঅয়্যার। ফটোশপের কোন কাজ থেকে ইলাষ্ট্রেটরের ভেক্টর আর্ট বানাতে চান ? সেখানে ভেক্টরের যাকিছু সুবিধে আছে সেগুলি কাজে লাগাতে চান ?

একাজের জন্য বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে। প্রথমে স্পষ্ট করে নেয়া ভাল, এই পদ্ধতিতে ফটোশপের ইমেজ ইলাষ্ট্রেটরে নেয়া হচ্ছে না। সেজন্য সরাসরি ইমপোর্ট (প্লেস) কমান্ড ব্যবহার করতে পারেন এবং ট্রেস কমান্ড ব্যবহার করে বিটম্যাপ ইমেজকে ভেক্টর ইমেজে পরিবর্তন করতে পারেন। এখানে ফটোশপ ইমেজের ভেক্টর ডাটা অর্থাত ষ্ট্রোক এবং ফিল বিষয়ক তথ্য ইলাষ্ট্রেটরে নেয়ার কথা বলা হচ্ছে।

 

এক্সপোর্ট পদ্ধতি ব্যবহার করা

যে ইমেজের পাথ ইলাষ্ট্রেটরে ব্যবহার করতে চান সেটা ওপেন করুন অথবা নতুন পাথ তৈরী করুন। ফটোশপে পাথ তৈরী বা সিলেকশন থেকে পাথ তৈরীর টিউটোরিয়াল রয়েছে এই               সাইটেই।

ফাইল মেনু থেকে Export – Paths to Illustrator কমান্ড দিন।

যে  পাথ এক্সপোর্ট করতে চান সেটি সিলেক্ট করুন।

ফাইলের একটি নাম টাইপ করে দিন। ইলাষ্ট্রেটর এক্সটেনশন ব্যবহার করুন।

সেভ বাটনে ক্লিক করুন।

    সেভ কমান্ড ব্যবহার করা

পাথ সহ ইমেজটি ওপেন করুন অথবা নতুন পাথ তৈরী করে নিন।

ফাইল মেনু থেকে Save As কমান্ড দিন।

ফাইলের একটি নাম টাইপ করে দিন।

ফরম্যাট হিসেবে Photoshop EPS সিলেক্ট করুন এবং সেভ করুন।

ফাইলটি ইলাষ্ট্রেটরে ওপেন করুন।

ইলাষ্ট্রেটরে ফটোশপের পাথকে ইলাষ্ট্রেটরের পাথের মতই ব্যবহার করা যাবে।

Creator of clipping path Ltd.


Viewing all articles
Browse latest Browse all 3243

Trending Articles