Quantcast
Channel: টেকটুইটস
Viewing all articles
Browse latest Browse all 3243

কোষ্ঠকাঠিন্য দূর করার সবচেয়ে কার্যকারী উপায়।

$
0
0

কোষ্ঠকাঠিন্য একটি অস্বাভাবিক শারীরিক অবস্থা যখন একজন ব্যক্তি সহজে মলত্যাগ করতে সক্ষম হন না। সাধারণত: এক-দুই দিন পরপর মলত্যাগের বেগ হওয়া এবং শুষ্ক ও কঠিন মল নিষ্কাশন কোষ্ঠকাঠিন্য বলে পরিচিত।পর্যাপ্ত পরিমাণ আঁশযুক্ত খাবার গ্রহণ করার পরও প্রতি সপ্তাহে তিনবারের কম পায়খানায় যায় তখনই এই অবস্থাকে কোষ্ঠকাঠিন্য বলা হয়। এ অবস্থায় পায়খানায় দীর্ঘক্ষণ বসে থেকেও মল পরিষ্কার হয় না।

কোষ্ঠকাঠিন্য থেকে শরীরে অনেক রকম রোগ হতে পারে। কোষ্ঠকাঠিন্য থেকে সাধারণত: যে সব রোগে হয় সেগুলি হলো রক্তাল্পতা, অবসাদ(ক্লান্তি), অনিদ্রা, চোখে ব্যথা, চোখের নিচে কালি পড়া, মাথা ঘোরা, কোমর ব্যথা, ক্রমান্বয়ে আলস্য বৃদ্ধি পাওয়া এবং মনোযোগ হ্রাস পাওয়া। কোষ্ঠকাঠিন্যের সমস্যা যত তীব্র হয়, রোগী তত বেশি দুর্বল ও হীনমন্য হয়ে পড়ে। দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য থেকে চর্ম রোগ হতে পারে;- যেমন, চুলকানি, মুখে ঘা, মেচেতা ইত্যাদি। এছাড়া ক্ষুধামন্দ,মুখে দুর্গন্ধ, পেটে গ্যাস ইত্যাদি কোষ্ঠকাঠিন্যের লক্ষণ।

কোষ্ঠকাঠিন্য আপাত:দৃষ্টিতে জটিল রোগ না হলেও প্রতিকার না হলে এটি জটিল সমস্যায় রূপ নিতে পারে। প্রস্রাবের সমস্যা দেখা দিতে পারে। দীর্ঘ স্থায়ী কোষ্ঠকাঠিন্যের সচরাচর যে দুটি সমস্যা হয় তা হলো পাইলস ও এনালফিশার।, এছাড়া আরো যা হতে পারে তা হলো মানুষের মল ধরে রাখার ক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে। এমনকী কোন কোন ক্ষেত্রে দিনের পর দিন অতিরিক্ত চাপ প্রয়োগের কারণে মলাধার দেহের বাইরে চলে আসতে পারে যাকে বলা হয় রেকটাল প্রোল্যাপস। বা হতে পারে এমন যে খাদ্যনালিতে প্যাঁচ লেগে যেতে পারে বা খাদ্যনালিতে আলসার বা ফুটো তৈরী হতে পারে। আর কোষ্ঠকাঠিন্য মানুষের মনে প্রচণ্ড চাপ ও অশান্তি সৃষ্টি করে।

কোষ্ঠকাঠিন্য দূর করার সবচেয়ে কার্যকারী উপায় হলো: কে-ল্যাক্স। কে-ল্যাক্স হচ্ছে একটি প্রাকৃতিক উপাদানে তৈরী যা দেহের অন্ত্রনালীর কর্মক্ষমতা সুষ্ঠ ও স্বাভাবিক রাখ। পাকস্থলী সচল রাখে “কোষ্ঠকাঠিন্য দূর করার সবচেয়ে কার্যকারী উপায় হলো: কে-ল্যাক্স”মাধ্যমে আপনি সহজেই কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাবেন।

* কোষ্ঠকাঠিন্য দূর করে।
* সুষ্ঠ-প্রক্রিয়ায় অন্ত্রনালীর কাজ করে।
* পেট ফাঁপা ও শূলবেদনা দূর করে।
* হজম প্রক্রিয়ায় উন্নতি ঘটায়।
* গ্যাস ও এসিডিটি নিয়ন্ত্রন করে।
* ”কোষ্ঠকাঠিন্য দূর করার সবচেয়ে কার্যকারী উপায় হলো: কে-ল্যাক্স” মানিব্যাক গ্যারান্টি।
এই অত্যাশ্চার্য পথ্যটি পেতে যোগাযোগ করুন: 01831522015


Viewing all articles
Browse latest Browse all 3243

Trending Articles