এখন থেকে ফেইসবুক গ্রুপের অ্যাডমিনরা সাময়িকভাবে গ্রুপের কোনো সদস্যকে টিউন বা টিউমেন্ট করা থেকে বিরত রাখতে পারবেন। সামাজিক মাধ্যম ফেইসবুকের জন্য নতুন এক টুল চালু করেছে।
Image may be NSFW.
Clik here to view.
এ ছাড়া গ্রুপে নতুন কোনো সদস্য যোগদান করলে তাকে বর্তমান সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে স্বয়ংক্রিয়ভাবে ট্যাগ করে স্বাগত টিউন দিতে পারবেন বলে জানিয়েছে ফেইসবুক।
ফেইসবুকের পক্ষ থেকে বলা হয়, অ্যাডমিনরা তাদের সম্প্রদায়ের নীতিমালা লঙ্ঘন করে এমন সদস্যদের তাদের ব্যবস্থাপনায় থাকা একাধিক গ্রুপ থেকে একটি ক্লিকের মাধ্যমেই সরাতে পারবেন।
গত বৃহস্পতিবার সামাজিক মাধ্যমটির পক্ষ থেকে নতুন একাধিক টুল আনা হয়েছে। গ্রুপ অ্যাডমিনরা যাতে আরও সহজে তাদের গ্রুপগুলো ব্যবস্থাপনা করতে পারেন সেজন্য এই টুলগুলো আনা হয়েছে বলে আইএএনএস-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়।
সূত্র : প্রথমবার্তা