Quantcast
Channel: টেকটুইটস
Viewing all articles
Browse latest Browse all 3243

বাংলাদেশি এপ্স দিয়ে প্রতি মাসে 100% 400-1600 টাকা আয় করুন ।

$
0
0

আজকে আপনাদের জন্য একটি বাংলাদেশি এপ্স নিয়ে আসলাম ৷ এই এপ্স দিয়ে প্রতি মাসে 100% 400 টাকা আয় করতে পারবেন ৷ এই এপ্স এ কোন Refer Commission নেই ৷

Payment Method

মোবাইল রিচার্জ (মিনিমাম 50 টাকা)
রকেট (মিনিমাম 200 টাকা)
বিকাশ ( মিনিমাম 200 টাকা)
[ বিকাশ আপাতত বন্ধ আছে ]

আমার 3 বারের পেমেন্ট প্রুফ দেখুন

 

কিভাবে এটি কাজ করে ?
প্রথমে আপনাকে এই অ্যাপস এ একটি একাউন্ট তৈরি করতে হবে। তার পর আপনি যে ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে একাউন্ট করেছেন তা দিয়ে লগইন করবেন। তারপর আপনি Dashboard পাবেন। আপনার Dashboard এ Avilable Points এর নিচে বা +5 বা +1 লিখা সহ কিছু বাটন আসবে । এসব বাটনে ক্লিক করলে আপনার একাউন্টে Respective এমাউন্ট পয়েন্ট আপনার একাউন্টে জমা হবে। +1 এ ক্লিক করলে মাঝে মাঝে দেখাবে “Click for bonus” তখন আপনি ব্যানারে ক্লিক করলে আর বুনাস ৫ পাবেন। এভাবে আপনি নূন্যতম ১০০০ পয়েন্ট করলে তা টাকাতে কনভার্ট করতে পারবেন। আপনার সকল পয়েন্ট কত কত তে ক্লিক করে করেছেন তার উপর বিবেচনা করে আপনি প্রতি ১০০০ পয়েন্টের জন্য ৫০ টাকা থেকে ২০০ পর্যন্ত পেতে পারেন। তবে মাঝে মাঝে কম ও পেতে পারেন।

এখানে আপনি যদি সকল পয়েন্ট +১০ বা +৫ দিয়ে করেন তাহলে অনেক কম টাকা পাবেন আবার সকল পয়েন্ট যদি +১ এবং তার বুনাস ৫ দিয়ে করেন তাহলেও অনেক কম টাকা পাবেন। সবচেয়ে বেশী টাকা পাওয়ার জন্য আপনি মোটামোটি ১০০ পয়েন্টের ৫০-৬০ পয়েন্ট +১০ এবং +৫ দিয়ে করবেন এবং বাকী ৪০-৫০ পয়েন্ট +১ দিয়ে এবং তার বুনাস ৫ দিয়ে করবেন,+১ এর বুনাস ৫ বেশী নেওয়ার চেস্টা করবেন ৷

 

পয়েন্ট কিভাবে কনভার্ট করব ?

অ্যাপস এর বাম পাশের মেনুতে গিয়ে “Convert Points” এ ক্লিক করুন তারপর আপনার পাসওয়ার্ড দিন এবং “Confirm” করুন। এক্ষেত্রে আপনাকে ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করা থাকতে হবে।

কিভাবে ১০০০ পয়েন্টে ২০০ টাকা বা তার কাছাকাছি টাকা পাব ?

সকল নিয়ম মেনে চলুন এবং VPN ব্যবহার করুন। VPN এ উন্নত দেশ গুলো বাছাই করে কাজ করুন। উন্নত দেশ গুলোর ক্ষেত্রে ১০০০ পয়েন্টে বেশী টকা পাবেন, এমনকি ১০০০ পয়েন্টে ২০০টাকা ই পাবেন।

আমি কেন ৫০ টাকার কম পেলাম ?

আপনি আসলে ৫০ টাকার কম পান্নি । আপনি যা পেয়েছেন তার থেকে আপনার warning লেভেল এর উপর বিবেচনা করে কিছু বাদ দেওয়া হয়েছে। মনে করুন আপনি ১০০০ পয়েন্টে ৬০ টাকা পেলেন আর আপনার warning লেভেল অনেক বেশী এবং তার জন্য ২৫ টাকা কেটে নেওয়া হলো তাহলে আপনি ১০০০ পয়েন্টে পাচ্ছেন ৬০-২৫ = ৩৫ টাকা ।

কিভাবে টাকা পাব ?

আপনার একাউন্টে পর্যাপ্ত টাকা থাকলে তা আপনি আপনার মোবাইলে ফ্লেক্সিলোড করতে পারবেন বা বিকাশে বা রকেটে পাঠাতে পারবেন।

সর্বোনিম্ন কত টাকা থাকলে টাকা উঠাতে পারবে?

সর্বোনিম্ন ৫১ টাকা থাকলে আপনি টাকা ফ্লেক্সিলোড বা বিকাশ করতে পারবেন।

কিভাবে ফ্লেক্সিলোড বা বিকাশ করব ?

অ্যাপস এর বাম পাশের মেনুতে গিয়ে “Withdraw” বাটনে ক্লিক করুন। তার পর FlexiLoad বা BKash বাছাই করুন, আপনার মোবাইল নাম্বার টি সঠিক ভাবে দিন, এবং টাকার পরিমান বসিয়ে “Confirm” করুন।

টাকা পেতে কত সময় লাগবে ?

সকল activities যাচাই করার পর ৩দিন লাগবে process করার জন্য এবং তার পর আপনি টাকা পাবেন। এই অবস্থায় আপনার টাকা “Pending” অবস্থায় পেমেন্ট লিস্টে দেখতে পারবেন। মোটামূটি ৭২ ঘন্টা পর আপনি টাকা পাবেন।

পেমেন্ট কেন “Reject” দেখাচ্ছে ?

আপনার পেমেন্ট “Pending” থাকা অবস্থায় আপনার একাউন্ট ডিসাবল হয়ে গেলে তা “Reject” বলে গন্য হবে এবং “Reject” পেমেন্ট আপনাকে প্রদান করা হবে না।

একাউন্ট ডিসাবল হলে তা কিভাবে ফেরত পাব ?

আপনার একাউন্ট একবার ডিসাবল হলে তা আর ফেরত পাবেন না । তবে বিশেষ ক্ষেত্রে বিবেচনা করা হবে।

কিভাবে একাউন্ট নিরাপদ রাখব ?

আপনি আপনার একাউন্ট নিরাপদ রাখার জন্য নিম্নোক্ত বিষয় গুলো মেনে চলুনঃ

প্রতিদিনের দেওয়া লিমিট এর বেশী পয়েন্ট করা থেকে বিরত থাকুন
+১ এর বুনাস ৫ পয়েন্ট বেশী নেওয়ার চেস্টা করুন
প্রতি ১০০ পয়েন্টের ৫০-৬০ পয়েন্ট +৫ দিয়ে করুন
আর বাকী ৪০-৫০ পয়েন্ট +১ এবং +১ এর বুনাস ৫ দিয়ে করুন
১০০০ পয়েন্ট হওয়ার সাথে সাথে তা টাকা তে কনভার্ট করুনএকাউন্টে পর্যাপ্ত টাকা থাকলে সাথে সাথে তা withdraw করে ফেলুন
এক দিনে একাদিক withdraw করা থেকে বিরত থাকুন
যে কোন প্রকার illigal impression করা থেকে বিরত থাকুন

Download করতে এখানে Click করুন

প্রথমে পোস্ট প্রকাশিত Earningmakerbd.com


Viewing all articles
Browse latest Browse all 3243

Trending Articles