Quantcast
Channel: টেকটুইটস
Viewing all articles
Browse latest Browse all 3243

ফটোশপ টিউটোরিয়াল : কাজ সহজ করার জন্য একশন, Photoshop Tutorial

$
0
0

ফটোশপে কাজ করার সময় অনেক কাজই ধৈর্য্য ধরে ধীরেসুস্থে করতে হয়। আর সেই কাজ যদি একাধিকবার করা প্রয়োজন হয় তাহলে তো কথাই নেই। প্রতিবার ধৈর্য্যের পরীক্ষা দেয়া। একাজকে সহজ করার জন্য একবার কাজ করে তাকেই বারবার ব্যবহার করার ব্যবস্থা রয়েছে ফটোশপে। হয়ত আপনি ইমেজে নির্দিষ্ট কোন ইফেক্ট দিতে চান, নির্দিস্ট প্যারামিটার ব্যবহার করে সাদাকালো করতে চান, এবং এজন্য আপনার রয়েছে বহু ইমেজ। একটি ইমেজে কাজটি করুন। কাজ করার সময় কাজের ধাপগুলি রেকর্ড করুন একশন হিসেবে। তারপর অন্য ইমেজে রেকর্ড করা ধাপগুলি প্লে করুন। সেখানেও একই পরিবর্তন পাওয়া যাবে।

ফটোশপের (সিএস ৫)  সাথে দেয়া একশন ব্যবহার করেই দেখা যাক কি ফল পাওয়া যায়।

.          একটি ইমেজ ওপেন করুন।

.          একশন প্যালেট ওপেন করুন (Window – Actions)।

.          Wood Frame একশন সিলেক্ট করুন।

.          একশন প্যানেলের নিচের অংশের Play আইকনে ক্লিক করুন।

মুহুর্তের মধ্যে ছবির চারিদিকে কাঠের ফ্রেম পাওয়া যাবে।

কিভাবে একশন তৈরী করবেন

.          একটি ইমেজ ওপেন করুন।

.          একশন প্যানেলে Create New Action আইকনে ক্লিক করুন। কাজের ধরন অনুযায়ী একশনের একটি নাম টাইপ করে দিন।

.          Start Recording আইকনে ক্লিক করুন।

.          কাজগুলি করুন।

.          কাজ শেষ হলে Stop Recording বাটনে ক্লিক করুন।

অন্য ইমেজে এই একশন ব্যবহারের জন্য সেটা ওপেন করে Play আইকনে ক্লিক করুন। আগের ইমেজে যাকিছু করেছেন সেগুলি পরের ইমেজে করা হবে।


Viewing all articles
Browse latest Browse all 3243

Trending Articles