বলার স্বাধীনতা সবার আছে। কিন্তু আওয়াজটা হতে হবে উঁচু। তাহলেই সবার কানে পৌছবে। আমরা সবাই বলতে চাই, জানাতে চাই কিন্তু আওয়াজ সবার কানে পৌঁছানোর সৌভাগ্য হয়না। তাই প্রয়োজন হয় একটু সাপোর্টের! একটু ঠেলে দেয়া মাধ্যমের। আজ এমনই একটি সাপোর্ট মাধ্যম নিয়েই আলোচনা করবো।
সমাধান “ইজি র্যাংক আপ” সাইট। এর কাজ সম্পর্কে জানতে হলে আপনার কাজটি প্রথমে জানতে হবে।
নিচের কিছু শর্ত দেখুন যা আপনার সাথে মিলে যায়। এর যেকোন একটি শর্ত যদি মিলে যায় তাহলেও আপনার জন্য “ইজি র্যাংক আপ” একটি আশীর্বাদ স্বরুপ কাজ করতে পারে। এরপর নাহয় বুঝে নিবেন এই সাইটটি আপনার জন্য কতোটুকু প্রয়োজন!
১। আপনি কি ইন্টার্নেট সম্পর্কে কিছুটা জানেন?
২। আপনার কি ব্লগ আছে?
৩। আপনার কি ফেসবুক আইডি অথবা পেজ আছে?
৪। আপনার কি ইউটিউব ভিডিও আছে?
৫। আপনার কি টুইটার / ইন্সটাগ্রাম আইডি আছে?
৬। আপনার কি বন্ধু বাড়ানো প্রয়োজন?
৭। আপনার কি ডাউনলোডের সাইট আছে?
৮। আপনি কি চান আপনার সাইট/ব্লগ/পেজ/ভিডিও দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠুক ফ্রি তে?
এবার উপরের যেকোন একটি শর্তের সাথে মিলে গেলেই আপনি চলে আসতে পারেন “ইজি র্যাংক আপ” সাইটটিতে।
এখানে ক্লিক করে সাইটটি ভিজিট করুন।
★এটি এমন একটি সহজ ও দ্রুতগতির মাধ্যম যা আপনার সাইটকে দ্রুত ছড়িয়ে দিবে ঠিক আপনারই মতো হাজারো বন্ধুদের কাছে। এতে আপনার রিয়াল ভিউ বেড়ে যাবে। এটা ১০০% রিয়াল, কোন ভুয়া ক্লিক অথবা ভিউ এর ঝামেলা নাই। আপনার সাইট/ব্লগ/পেজ যিনি দেখবেন তিনিও ঠিক আপনারই মতো।
★এটি সম্পুর্ণ বাংলা সাইট। বাংলা ভাষাভাষীর যে কেউ এর কাজ বুঝতে সক্ষম। পাশাপাশি এর রয়েছে বাংলা ভিডিও টিউটোরিয়াল। যে কারণে এটি আরো সহজবোধ্য হয়েছে।
বাংলা ভিডিও টিউটোরিয়াল দেখতে এখানে ক্লিক করুন
★শুরু করার জন্য আপনাকে শুধু “নিবন্ধন” করতে হবে। এরপর আপনার লিংকটি যুক্ত করে দিয়ে অন্য বন্ধুদের সাইট ভিউ করে কিছু পয়েন্ট সংগ্রহ করতে হবে। এই ফ্রি পয়েন্টগুলোই আপনার নিজের সাইটের বিজ্ঞাপণ দেয়ার কাজে খরচ হবে। এটি সম্পুর্ণ ফ্রি!
★এই সাইটের আরও একটি এক্সাইটিং ফিচার হলো এটি মোবাইল এবং পিসি এই দুই মাধ্যমেই সমানভাবে ইউজ করা যায়। তাই আপনি যেখানেই থাকুন না কেন, আপনার একাউন্ট পর্যবেক্ষন করতে পারবেন সবখান থেকেই। এটি কোন ইন্সটলেবল সফটওয়্যার না যে আপনাকে এটি ইন্সটল করে চালাতে হবে। সব কাজ হয় ইন্টার্নেটের মাধ্যমে আর সয়ংক্রিয় ভাবে। আপনি শুধু লিংক দিন আর রিল্যাক্স থাকুন।
নিশ্চই দেরি করতে ইচ্ছে করছে না। তাইনা? তাহলে এক্ষুনি ভিজিট করুন বাংলাদেশের একমাত্র ফ্রি বিজ্ঞাপনের বাংলা সাইট “ইজি র্যাংক আপ“।
টিউনটি ভালো লাগলে প্রিয় পোস্টে যুক্ত করুন। আমার পুর্বের টিউনটিও পড়ে নিতে পারেন।
কোন কিছু জানার থাকলে নিচে কমেন্ট করুন।
ভালো থাকবেন! ধন্যবাদ!