হাই বন্ধুরা কেমন আছেন সবাই ?
প্রযুক্তি বিষয়ক লেখালেখি করে থাকি সেই দীর্ঘ ৩ বছর আগে থেকে বিভিন্ন নামে বিভিন্ন ব্লগে। আজ থেকে শুরু করবো নতুন পথে।
বর্তমান সময়ে গ্রাফিক্স ডিজাইন এর চাহিদা কেমন সেটা সবাই আমরা কম বেশি জানি। ফ্রিল্যান্সিং বা বাস্তবিক কাজে যেখানেই বলি না কেন একজন ডিজাইনার এর চাহিদা সব জায়গাতেই আছে।
আমি পর্যাইক্রমে ফটোশপ, ইলস্ট্রেটর, এবং ইন ডিজাইন নিয়ে ধারাবাহিক ভাবে আলোচনা করবো । তবে অবশ্যই আপনাদের আগ্রহ দেখাতে হবে প্রথমে। আপনারা আগ্রহ না দেখালে পরবর্তী টিউন করার আগ্রহ আমি হারিয়ে ফেলবো।
তো চলুন শুরু করা যাক।
আমি আমার প্রথামিক টিউন ভিডিউ টিউটোরিয়াল আকারেই শুধু দিয়েছি এবং পরবর্তি টিউন গুলো লেখার সাথে টিউটোরিয়াল ও থাকবে।
তো ভিডিউ টিউটোরিয়াল দেখতে ভিডিও টিউটোরিয়াল এ ক্লিক করুন।
এই টিউটোরিয়াল এ আমি ফটোশপের বেসিক যে টুলস গুলো আছে সেগুলো আলোচনা করার চেস্টা করেছি। পরবর্তীতে বিস্তারিত টুলস নিয়ে কাজ করা হবে এবং প্রতিটি টুলস এর ব্যাবহার আলাদা ভাবে দেখানো হবে।
টুলসঃ
সিলেক্ট টুল
মারকিউ টুলস
লেসো টুলস
সিলেকশন টুলস
ক্রপ টুলস
আই ড্রপ টুলস
ব্রাশ টুলস
স্টাম্প টুলস
হিস্টোরি ব্রাশ টুলস
ইরেজার টুলস
পেইন্ট টুলস
ব্লার টুলস
ডক টুলস
পেন টুলস
টাইপ টুলস
জুম টুলস
ফরগ্রাউন্ড/ ব্যাকগ্রাউন্ড টুলস ইত্যাদি।
এই সমস্ত টুলস গুলো আলাদা আলাদা ভাবে কাজ সহ আলোচনা করা পর্যায়ক্রম্মে;
ততদিন সবাই ভালো এবং সুস্থ থাকুন এবং প্রযুক্তির সাথেই থাকুন।
ধন্যবাদ।