Quantcast
Channel: টেকটুইটস
Viewing all articles
Browse latest Browse all 3243

২ বছর পরে জানি কি হয় ??? মিস না করে জলদি আসুন। ১ বিটকয়েন = ১১৩০০ $ (প্রায় ৯ লক্ষ ৩০ হাজার টাকা) !!!

$
0
0

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم

বিটকয়েন (Bitcoin), বর্তমানে খুব আলোচিত ডিজিটাল কারেন্সি (ক্রিপ্টোকারেন্সি)। যার প্রচলন শুরু হয় ২০০৯ সালের প্রথম দিকে। তখন (২০০৯ বা ১০ সালের শুরুর দিকে) এর মূল্য ছিল ০.০০৩ $, মানে ১ বিটকয়েন এর দাম ছিল ০.০০৩ $ বা ২৫ পয়সা। আর বর্তমানে এর মূল্য প্রায় ১১৩০০ $, মানে ১ বিটকয়েন এর দাম প্রায় ১১৩০০ $ বা প্রায় ৯ লক্ষ ৩০ হাজার টাকা। আর এই বছরের (২০১৭) শুরুতে ১ বিটকয়েন এর দাম ছিল ১০০০ $, মানে প্রায় ৭৫ হাজার টাকা। এখন একটু চিন্তা করুন, এই বছরের শুরুতে যদি আপনার অ্যাকাউন্ট এ ১ বিটকয়েন রেখে দিতেন আর এখন তুলতেন!!!!! ইশ …………। যাক যেটা চলে গেছে সেটা বলে লাভ নেই। তবে বিটকয়েন এর দাম যেভাবে বাড়ছে, ২ বছর পরে জানি কি হয়??? বর্তমানে বিটকয়েন আয়ের অনেকগুলো ট্রাষ্টেড সাইট আছে। কারো ১ বিটকয়েন আয় করতে ১ মাস সময় লাগে, আবার কারো ৬ মাস (বা তারও বেশি) সময় লাগে। তাতে কি? দামটা তো দেখতে হবে। আর বিটকয়েন এর দাম বছরের শুরুর দিকে কম থাকে, মাঝামাঝি থেকে দাম বাড়তে থাকে। আজ আমি বিটকয়েন আয়ের সবচাইতে ট্রাষ্টেড একটা সাইট নিয়ে আলোচনা করবো। সেটি হল FreeBitco.in

এখানে আপনি যে কাজ গুলো করতে পারবেন, তা হলঃ

১. প্রতি ঘণ্টায় রোল (ROLL)  প্লে করতে পারবেন।

২. হাই-লো (HI-LO)  গেম এর মাধ্যমে বিটকয়েন বাড়াতে পারবেন।

 

চলুন দেখে নিই কীভাবে অ্যাকাউন্ট খুলতে হবে এবং কাজ করতে হবে।

১. প্রথমে এখানে ক্লিক করুন। নিচের মত একটি পেজ আসবে। তারপর SIGN UP এ ক্লিক করুন।

২. এবার যা যা দিতে হবে-

E-mail Address: আপনার ইমেইল দিন।

Password: যেকোনো কিছু, যেমন- ১২৩৪।

Enter captcha here এ ক্লিক করুন এবং লাল দাগের ভিতরের লেখা লিখুন।

তারপর SIGN UP! এ ক্লিক করুন।

৩. ব্যাস, আপনার কাজ শেষ।

৪. অ্যাকাউন্ট এ লগিন করুন।

৫. লগিন করার পর একটু নিচের দিকে নামেন। নীল দাগের ভিতরের লেখাটি, Enter captcha here এ লিখুন (এটা মাঝে মাঝে লেখা দিয়ে নাও থাকতে পারে, শুধু টিক দিতে বলতে পারে। আবার মাঝে মাঝে কয়েকটি ছবি দিয়ে বলতে পারে, এখান থেকে গাড়ি বা রাস্তা ইত্যাদি ছবি গুলোতে ক্লিক করুন) এবং ROLL এ ক্লিক করুন।

৬. একবার রোল (ROLL) করার পর, আবার ৬০ মিনিট পর রোল (ROLL) করতে পারবেন।

৭. এছাড়াও আপনি MULTIPLY BTC থেকে HI-LO গেম খেলে বিটকয়েন বাড়াতে পারবেন।

৮. এছাড়াও আপনি আপনার রেফারেল (REFERRAL) থেকে কমিশন পাবেন।

রেফারেল (REFERRAL)!!! সেটা আবার কি???

আপনি অ্যাকাউন্ট খোলার পর FreeBitco.in আপনাকে একটি রেফারেল লিঙ্ক দিবে। কেউ যদি ঐ লিঙ্ক এ ক্লিক করে অ্যাকাউন্ট খোলে, তাহলে সে আপনার রেফারেল (REFERRAL)।

নিচে রেফারেল লিঙ্ক এবং রেফারেল থেকে প্রাপ্ত কমিশনের লিস্ট দেওয়া হল।

আমার মনে হয় কারো যদি ১ বিটকয়েন আয় করতে ১ বছর সময়ও লাগে তবু কাজ করা উচিত। দামটাতো কম না। আপনি ০.০০৩ হলেই টাকা তুলতে পারবেন।

পরে এই সাইট থেকে কীভাবে টাকা উঠাবেন তা নিয়ে টিউন করা হবে। ধন্যবাদ সবাইকে সময় দেওয়ার জন্য।
কোন জিজ্ঞাসা থাকলে যোগাযোগ করতে পারেন ।

মোবাঃ ০১৮২৪০৯০৩৭৮।

ইমেইলঃ earnmore17@gmail.com

দয়া করে কেউ কপি করবেন না। টিউনটি করতে অনেক সময় লেগেছে।


Viewing all articles
Browse latest Browse all 3243

Trending Articles