আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছো? আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো অটোসার্ফিং সফটওয়্যার।
অটোসার্ফিং এমন একটি সফটওয়্যার যা কম্পিউটারে ইন্সটল করে চালাতে হয় আর এটি আপনার ব্লগ অথবা ফেসবুক পেজের ভিউ বাড়াতে সাহায্য করে। কিন্তু সত্যি কি তাই? যদি আপনার উত্তর “হ্যা” হয় তাহলে আপনি এখনো কিছুই জানেন না।
সাধারণত অটো সার্ফিং সফটওয়্যার গুলো ভুয়া ভিজিটর সার্ভ করে আপনার ব্লগ অথবা লিংকে। এতে আপনার ব্লগের ফেক (ভুয়া) ভিউ বেড়ে যেতে পারে কিন্তু গুগলে যায়গা করে নেয়ার কথা কল্পনাও করবেন না। কারণ এই সফটওয়্যার গুলো iFrame ব্যবহার করে সেই ফ্রেমের মধ্যে ব্লগ অথবা আপনার লিংক প্রদর্শন করে। এতে আইপির কোন হেরফের হয়না। আর গুগল বাবাজী তো এতো বোকা না, যে এই সহজ ট্রিক্স ধরতে পারবে না!
এতে শুধুশুধু আপনার সময়, মেগাবাইট, পরিশ্রম বিফলে গেল কিন্তু পেজ র্যাংক বাড়লো না। এটা অনেক কষ্টদায়ক ঘটনা যা আপনাকে হতাশায় ফেলবে।
তাহলে উপায় কি? এই প্রশ্নটা আসাই স্বাভাবিক! উপায়টি হলো “ইজি র্যাংক আপ” ওয়েবসাইট!
এটি কোন সফটওয়্যার নয় এবং এটি সম্পূর্ণ iFrame মুক্ত। কম্পিউটারে ইন্সটল করার ঝামেলা নাই। শুধুমাত্র সাইটটিতে ভিজিট করে নিজের লিংক যুক্ত করলেই হবে। এটির বাংলা ভিডিও টিউটোরিয়াল দেখে এর কাজ সম্পর্কে ধারণা নিতে পারেন।
বাংলা ভিডিও টিউটোরিয়াল দেখতে এখানে ক্লিক করুন
“ইজি র্যাংক আপ” সম্পূর্ণ বাংলা সাইট যা বিশ্বের একমাত্র বাংলা ফ্রি বিজ্ঞাপনের সাইট। আর এটি মোবাইল বা কম্পিউটারে সমানভাবে ব্যবহার করা যায়। তাই আপনি যেখানের থাকেন না কেন সাইটের সব কাজ করতে পারবেন সবখান থেকেই।
সাইটটি ভিজিট করতে এখানে ক্লিক করুন
আশাকরি আপনাদের ভালো লেগেছে। যদি টিউনটি ভালোলেগে থাকে তাহলে প্রিয় পোস্টে যুক্ত করুন।
সাথে থাকবেন!
ধন্যবাদ!