Quantcast
Channel: টেকটুইটস
Viewing all articles
Browse latest Browse all 3243

ইনভেস্ট ছাড়া আপনার স্মার্টফোন অথবা ট্যাব ব্যবহার করে আয় করুন (স্টেপ বাই স্টেপ গাইড – পেমেন্ট প্রুফ সহ)

$
0
0

হ্যালো বন্ধুরা !

কেমন আছেন সবাই ? আজকাল স্মার্টফোন ব্যবহার করে না, এমন লোক সম্ভবত খুজে পাওয়া যাবে না ! আপনি কি জানেন আপনার এই স্মার্ট ফোন বা ট্যাব ব্যবহার করেই প্রতি মাসে কিছু বাড়তি টাকা আয় করা সম্ভব ?

ভাবছেন এরকম টিউন তো প্রায়ই দেখি, আসলে তো কোন টাকা আয় হয় না ? শুধু শুধু সময়ের অপচয় ? না, এই টিউন মোটেও সেরকম নয় ! এটা কোন পিটিসি বা হাইপ রিলেটেড পোস্ট নয় ! সামান্য কয়েকটা স্টেপ ফলো করলে আপনার আয় হবে এটা গ্যারান্টেড।

তো চলুন শুরু করা যাক। ২ টি ধাপে আমি এই টিউন শেষ করব। আমরা টেলিগ্রাম বট ব্যবহার করে আয় করবো। টেলিগ্রাম সম্পর্কে ইতোমধ্যে জানেন এবং যদি আপনার ফোনে বা ট্যাবে টেলিগ্রাম ইন্সটল করা থাকে তাহলে “স্টেপ – ১” পড়ার দরকার নেই, সরাসরি “স্টেপ – ২” তে চলে যান।

স্টেপ – ১ঃ

 

টেলিগ্রাম হলো একটি জনপ্রিয় ইন্সট্যান্ট মেসেঞ্জার। আপনি নিশ্চয়ই হোয়াটসঅ্যাপ ভাইবার, লাইন ইত্যাদি ইন্সট্যান্ট মেসেঞ্জার কখনো না কখনো ব্যবহার করেছেন। টেলিগ্রাম সেরকমই একটা মেসেঞ্জার।

যেহেতু আমরা টেলিগ্রাম বট ব্যবহার করে আয় করতে যাচ্ছি, তাই সবার আগে টেলিগ্রাম ইন্সটল করা দরকার।

আপনি এন্ড্রয়েড ইউজার হয়ে থাকলে Google Play তে Telegram লিখু সার্চ করুন, iOS ইউজার হয়ে থাকলে App Store থেকে Telegram ইন্সটল করুন।

 

 

ইন্সটল হয়ে গেলে টেলিগ্রাম অ্যাপ ওপেন করুন।

 

 

START MESSAGING এ ক্লিক করুন।

 

০ বাদ দিয়ে আপনার মোবাইল নম্বর লিখুন এবং টিক চিহ্নতে ক্লিক করুন।

 

আপনার ফোনে ভেরিফিকেশন কল অথবা এসএমএস আসবে। ভেরিফিকেশন কোড দিয়ে টিক চিহ্নতে ক্লিক করুন।

 

 

আপনার নাম লিখুন এবং টিক চিহ্নতে ক্লিক করুন।

অভিনন্দন ! আপনার টেলিগ্রাম অ্যাপ রেডি। এটা দিয়ে চাইলে এখন আপনি বন্ধু বান্ধবদের সাথে চ্যাট করতে পারবেন।

চলুন “স্টেপ – ২ ” তে যাওয়া যাক। দেখুন কিভাবে এই অ্যাপ দিয়ে আয় করা যায়।

স্টেপ – ২ঃ

টিউনের এই পর্যায়ে আমি ধরে নিচ্ছি আপনার ফোনে / ট্যাবে ইতোমধ্যেই টেলিগ্রাম ইন্সটল করা আছে। আমরা “ডিনো পার্ক গেম” বট ব্যবহার করে আয় করবো।

আপনার ফোন / ট্যাব থেকে এই লিংক অথবা এই লিংকে ক্লিক করুন। ডিনো পার্ক গেম ওপেন হবে।

নিচের চিত্রের মতো দেখতে পাবেন –

 

START এ ক্লিক করুন।

Language হিসেবে English সিলেক্ট করুন।

Games এ ক্লিক করুন।

Bonus এ ক্লিক করুন। ডেইলী বোনার আপনার একাউন্টে জমা হবে।

এবার Dinosaurs এ ক্লিক করুন। আমরা এবার ডায়নোসোর কিনবো 🙂
যে ডায়নোসোর দিন রাত ২৪ ঘন্টা আপনার হয়ে কাজ করতে থাকবে;) ইন্টারেস্টিং না ?

মোট ৬ ধরনের ডায়নোসোর আছে। প্রত্যেকটার নিচে দাম এবং প্রতি ঘন্টায় কতোগুলো ডায়মন্ড আয় করতে পারবে তা লেখা আছে।

মনে আছে কিছুক্ষন আগে আমরা ডেইলী বোনাস সংগ্রহ করেছিলাম ? সেই বোনাস এবং সাইনআপ বোনাস দিয়ে আমরা প্রথম ডায়নোসোরটা কিনবো।

+BUY তে ক্লিক করুন।

তো ডায়নোসোর কেনা হলো। এই ডায়নোসোর এর আয় এবং প্রতিদিন যে “ডেইলী বোনাস” সংগ্রহ করবো তা দিয়ে আগামী ১০/১২ দিনে আমরা অনেকগুলো ডায়নোসোর কিনে ফেলবো।  অর্থাৎ ১০-১২ দিন পর থেকে আমরা প্রতিদিন $5-$6 আয় করতে থাকবো। যত দিন যাবে, ততো ডায়নোসোর এর পরিমান বাড়বে, আয়ও বাড়বে।

Farm এ ক্লিক করুন। আপনার কয়টা ডায়নোসোর আছে এবং ডায়নোসোরগুলো কতোগুলো ডায়মন্ড আয় করেছে, তা দেখতে পাবেন।

Balance এ ক্লিক করে আপনার বর্তমান ব্যালেন্স দেখতে পাবেন।

Settings এ ক্লিক করে Wallet এ ক্লিক করুন।

এবার এখানে আপনার বিটকয়েন এড্রেস লিখে সেন্ড করুন। আপনার এই বিটকয়েন এড্রেসে পেমেন্ট আসবে। আপাতত বিটকয়েন এড্রেস অ্যাড না করলেও সমস্যা নেই, পরে অ্যাড করতে পারবেন।

Referrals এ ক্লিক করুন। উপরের ছবির মতো একটা ইনভাইটেশন লিংক দেখতে পাবেন। ওই লিংক বন্ধুদের সাথে শেয়ার করুন, আপনার কোন বন্ধু ইনভাইটেশন লিংক থেকে ডিনো পার্ক গেম বট ব্যবহার করলে আপনি ২০০ কয়েন বোনাস পাবেন।

আপাতত  মূল টিউনের এখানেই ইতি টানছি। যাবার আগে কয়েকটা গুরুত্বপূর্ন তথ্যঃ

  • ডিনো পার্ক গেম এর হাজার হাজার পেমেন্ট প্রুফ আছে, লিংক – https://t.me/dinoparkpays
  • ডিনো পার্ক গেম বট ব্যবহার করে আয় করার জন্য আপনার ফোন / ট্যাব ২৪ ঘন্টা অনলাইনে থাকতে হবে না। শুধুমাত্র ডায়নোসোর কেনার সময় এবং উইথড্র করার সময় অনলাইনে আসলেই হবে।
  • শুধুমাত্র ফোন এবং ট্যাবেই টেলিগ্রাম ব্যবহার করা যায় তা কিন্তু নয়। টেলিগ্রাম ডেক্সটপ ভার্শন বা ওয়েব ভার্শন ব্যবহার করা যেতে পারে।
  • শুধুমাত্র বিটকয়েনে পেমেন্ট নিতে পারবেন। https://blockchain.info/wallet/ অথবা  https://hitbtc.com এ সাইন আপ করে বিটকয়েন এর অনলাইন ওয়ালেট তৈরী করে নিতে পারেন।

 

কোন প্রশ্ন ? টিউনের নিচে কমেন্ট করুন ।

টিউনটি আপনার উপকারে আসলে আমার কস্ট করে লেখা সার্থক হবে। প্লিজ টিউনটি শেয়ার করুন।


Viewing all articles
Browse latest Browse all 3243

Trending Articles