Quantcast
Channel: টেকটুইটস
Viewing all articles
Browse latest Browse all 3243

ফেসবুকের অটো লাইক সাইটগুলো কি আসলেই কাজের? নাকি শুধুই ভুয়া ট্রিক্স?

$
0
0

আমরা অনেকেই আমাদের ফেসবুকের পেজ অথবা গ্রুপের জন্য বিভিন্ন অটো লাইক সাইটে লিংক পোস্ট করি। এই সাইটগুলোর অনেক কঠিন কঠিন শর্ত মেনে নিয়ে আমাদের বিভিন্ন তথ্য সাইটের এডমিনের হাতে তুলে দেই। যেমন, আমাদের ইউজারনেম লিংক, প্রোফাইলের প্রাইভেসি পাবলিক করে দেয়া ইত্যাদি। এতে যেমন আমাদের ফেসবুক প্রাইভেসি নষ্ট হচ্ছে পাশাপাশি হ্যাকারদের রাস্তাও সহজ হচ্ছে। ভেবে দেখুন, যে সাইটগুলো আপনার তথ্য নিয়ে আনলিমিটেড লাইক দেয়ার প্রতিশ্রুতি দিচ্ছে তা কি আদৌ গ্রহণযোগ্য? তারা যে ইউজার দিচ্ছে বা যে ইউজারগুলো আপনার পেজে লাইক দিচ্ছে তারা কি রিয়াল? একটু ঘেটে দেখলেই বুঝতে বাকি থাকবে না যে এগুলো সব ভুয়া আইডি। সাধারণত সব আইডিই বাইরের দেশের হয় এবং এদের ফেসবুকে কোন একটিভিটি নাই। তাহলে এরা কিভাবে লাইক দিলো? এটাই এদের কাজ! মানে এগুলো সবই ওয়েব রোবট। আরও খোলামেলা বললে এরা ওয়েব সফটওয়্যার, যা অটো লাইক সাইটের এডমিন তৈরি করে। এই সফটওয়্যারগুলোর কাজ হলো, নতুন ইউজারদের সাইটে লাইক দেয়া। আর এখানে কিছু দেশি ইউজার পাবেন যারা আপনার মতোই হতভাগা! কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্য। কারণ এরাও আপনার মতোই সব তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করেছিলো। ওরা নিজেও জানেনা যে তাদের আইডি থেকে কোথায় কোথায় লাইক দেয়া হয়েছে। আপনার ক্ষেত্রেও ঠিক এই কাজটাই হবে। তাই এখন থেকেই সাবধান হয়ে যান।

কিন্তু অটো লাইক সাইট ছাড়া কি অন্য কোন উপায় নাই? আছে!

উপায়টি হলো “ইজি র‍্যাংক আপ” ওয়েবসাইট!

ভিজিট করতে এখানে ক্লিক করুন

এটি কোন সফটওয়্যার নয় এবং এটি সম্পূর্ণ iFrame মুক্ত। কম্পিউটারে ইন্সটল করার ঝামেলা নাই। শুধুমাত্র সাইটটিতে ভিজিট করে নিজের লিংক যুক্ত করলেই হবে। এখানে যারা ইউজার আছে তারা আপনারই মতো রিয়াল।

এটি কিভাবে কাজ করে তা জানতে সাইটে দেয়া বাংলা ভিডিও টিউটোরিয়াল দেখে এর কাজ সম্পর্কে ধারণা নিতে পারেন।

বাংলা ভিডিও টিউটোরিয়াল দেখতে এখানে ক্লিক করুন

“ইজি র‍্যাংক আপ” সম্পূর্ণ বাংলা সাইট যা বিশ্বের একমাত্র বাংলা ফ্রি বিজ্ঞাপনের সাইট। আর এটি মোবাইল বা কম্পিউটারে সমানভাবে ব্যবহার করা যায়। তাই আপনি যেখানের থাকেন না কেন সাইটের সব কাজ করতে পারবেন সবখান থেকেই।

সাইটটি ভিজিট করতে এখানে ক্লিক করুন

এখন থেকেই সাবধান হোন অটো লাইক সাইটগুলো থেকে। বিরত থাকুন ব্যক্তিগত তথ্য অপরিচিত কোন সাইটে দেয়া থেকে।

ভালো থাকবেন!
ধন্যবাদ!


Viewing all articles
Browse latest Browse all 3243

Trending Articles