Quantcast
Channel: টেকটুইটস
Viewing all articles
Browse latest Browse all 3243

আজ ১৪ ই এপ্রিল ১লা বৈশাখ আমাদের IMC_SERVICE এর ২ বৎসর পূর্তি উপলক্ষে আমরা দিচ্ছি বিশেষ ছাড়। আমাদের কাছে ১টি INTERNATIONAL MASTER CARD (PHYSICALLY CARD) অর্ডার/ক্রয় করলে আপনি পাবেন ১০০% ভেরিফাই paypal+Skrill অ্যাকাউন্ট +free Home delivery একদম ফ্রীতে*** সাথে আরও পাচ্ছেন ৫০/= মোবাইল রিচাজ।( এ অফার সীমিত সময়ের জন্য) এ ছাড়াও আমাদের রয়েছে মূল্য ফেরত সংক্রান্ত নীতিমালা (Refund Policy)

$
0
0

আজ ১৪ ইএপ্রিল ১লা বৈশাখ আমাদের IMC_SERVICE এর ২ বৎসর পূর্তি উপলক্ষে আমরা দিচ্ছি বিশেষ ছাড়।আর একমাত্র আমরাই নিরলস আর সম্পূর্ণ নিষ্ঠার সহিত আপানাদের সেবা দিয়ে আসছি। তাই IMC_SERVICE এর ২ বৎসর পূর্তি উপলক্ষে আমাদের কাছে ১টি INTERNATIONAL MASTER CARD (PHYSICALLY CARD) অর্ডার/ক্রয় করলে আপনি পাবেন ১০০% ভেরিফাই paypal+Skrill অ্যাকাউন্ট একদম ফ্রীতে সাথে আরও পাচ্ছেন free Home delivery *** সাথে আরও পাচ্ছেন ৫০/= মোবাইল রিচাজ।( এ অফার সীমিত সময়ের জন্য) এ ছাড়াও আমাদের রয়েছে মূল্য ফেরত সংক্রান্ত নীতিমালা (Refund Policy)

 

তাই আর দেরি না করে নিয়ে নিন,আপনার International Master Card। আমাদের বিশেষ ৪ টি প্যাকেছ থেকে নিয়ে নিন আপনার পছন্দের যে কোন একটি
MASTER CARD Price – 1100/= টাকা। ( আমরা অগ্রিম কোন টাকা নেই না)
আজই অর্ডার করতে ফোন করুন- ০১৭১৮৬৯৩৮৩৯,০১৮৬৬৮২০০০০। আর আপনার international Master card টি আপনি এস, এ পরিবাহনের মধ্যমে পেয়ে যাবেন।আপনার international Master card হাতে পেয়ে বর্তমান প্যাকেছ মূল্য পরিষদ করুন।আমরা অগ্রিম কোন টাকা নেই না অতএবঃ কোন প্রকার দালাল বা অন্য কারো সাথে আর্থিক লেনদেন থেকে বিরত থাকুন। প্রয়োজনে সরাসরি এডমিন সাথে কথা বলুন ফোন করুন- ০১৭১৮৬৯৩৮৩৯, ০১৮৬৬৮২০০০০। আমাদের কোথাও কোন শাখা নেই।
**international Master card এর মাধ্যমে আপনি যেসব সুবিধা পাবেনঃ
@একটি Worldwide গ্রহণযোগ্য মাস্টারকার্ড পাবেন।
@আমেরিকার একটি Virtual ব্যাংক Account পাবেন।
@On-line থেকে Master card সাপোর্ট এমন যেকোনো জায়গা থেকে যেকোনো কিছু কিনতে পারবেন।
@ Google play Store  থেকে প্রয়োজনীয় apps,Games,Anti virus কিনতে পারবেন।
@ facebook সহ বিভিন্ন সোশ্যাল সাইট আপনার পণ্য বা দোকানের অ্যাড দিবার জন্য পেমেন্ট করতে পারবেন ।
@Master card এর মাধ্যমে Paypal, Skrill,upwork,freelancer,CPA Marketing,Affiliate marketing site সহ বিভিন্ন কোম্পানি থেকে Payment গ্রহন করতে পারবেন।
@এ Master Card দিয়ে পৃথিবীর যেকোনো দেশের MASTER CARD Supported ATM Booth থেকে Dollar উত্তোলন করতে পারবেন।
@আপনি প্রথম ১০০ ডলার লোড করার পরে ২৫ ডলার ফ্রী পাবেন
***আমার সাথে যোগাযোগ করতে ফোন করুন- ০১৭১৮৬৯৩৮৩৯,০১৮৬৬৮২০০০০।
**** আমাদের সেবা আরও উন্নত করার লক্ষে আমাদের নতুন সংযোজন টিম-ভিউ-ইয়ার সাপোর্ট। এখন থেকে আপনাদের যে কোন সমস্যাই টিম-ভিউ-ইয়ারে সমাধান পাবেন আমাদের কাছে থেকে।
***ই-মেল- internationalmastercardservice@gmail.com
***skype id: mithupriya11
*** আমাদের ফেসবুক পেজঃ https://www.facebook.com/International-Master-Card-1557301184594392/
যা যা লাগবেঃ
১. আপনার সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবির ১ কপি কালার স্ক্যান কপি।
২. আর আপনার পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের ১ কপি কালার স্ক্যান কপি।
বিস্তারিত জানতে ঃ এই লিঙ্ক ১    বা      এই লিঙ্ক ২ এ ক্লিক করুন।
ধন্যবাদ।।

 

 

 মূল্য ফেরত সংক্রান্ত নীতিমালা (Refund Policy)  

অগ্রিম মূল্য (Bkash,ব্যাংক) প্রদানের ক্ষেত্রেঃ

১। মূল্য অগ্রিম পরিশোধ হওয়ার পরে স্টকে সেই পণ্যের পর্যাপ্ত মজুদ না থাকলে সেক্ষেত্রে আপনি পরিশোধকৃত মূল্য ফেরত পাবেন ২। প্রতিশ্রুত সময়ের মধ্যে ডেলিভারী করা না হলে আপনি যদি পণ্য গ্রহন করতে অপারগতা প্রকাশ করে সেক্ষেত্রে আপনি পরিশোধকৃত মূল্য ফেরত পাবেন । (এক্ষেত্রে রাজনৈতিক অচলাবস্তা, প্রাকৃতিক দুর্যোগ কিংবা যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি পণ্য ডেলিভারী বিলম্বের কারন হিসেবে বিবেচিত হবে ।)

৩। ডেলিভারী করার সময় যদি দেখা যায় যে কোন পণ্য ক্ষতিগ্রস্ত অথবা অচল হেসেবে পরিলক্ষিত হয়েছে এবং সেক্ষেত্রে যদি ইন্টারন্যাশনাল মাষ্টার কার্ড সার্ভিস পণ্যটি পরিবর্তন করে দিতে অসমর্থ হয় সেক্ষেত্রে আপনি পরিশোধকৃত মূল্য ফেরত পাবেন । ৪। আপনার যে পণ্যের অর্ডার করেছেন সেই পণ্যের পরিবর্তে যদি অন্য কোন পণ্য ডেলিভারী করা হয় সেক্ষেত্রে যদি ইন্টারন্যাশনাল মাষ্টার কার্ড সার্ভিস  পণ্যটি পরিবর্তন করে দিতে অসমর্থ হয় সেক্ষেত্রে আপনি পরিশোধকৃত মূল্য ফেরত পাবেন । ৫। অনলাইন পেমেণ্ট এর ক্ষেত্রে অতিরিক্ত মূল্য পরিশোধিত হলে ২৪ ঘণ্টার মধ্যে জানাতে হবে । এক্ষেত্রে php.mithu2000@gmail.com এ মেইল করে জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে ।

৬। মূল্য ফেরত পাওয়ার জন্য সর্বোচ্চ ৭ (সাত) কার্য দিবস সময় লাগতে পারে।

৭। মূল্য ফেরতের মাধ্যম হিসেবে আপনার বিকাশ একাউন্ট/ব্যাংক একাউন্টে প্রদেয় মূল্য ফেরত দেওয়া যেতে পারে । সরাসরি ক্যাশ গ্রহনের ক্ষেত্রে আমাদের নির্ধারিত অফিসে আসতে হবে।

৮। ক্ষেত্রবিশেষে অনলাইন পেমেন্ট ফেরত নেবার ক্ষেত্রে ক্রেতার ব্যাংক স্টেটমেন্ট দিতে হতে পারে।

ক্যাশ অন ডেলিভারী’র ক্ষেত্রেঃ

*ক্যাশ অন ডেলিভারী’র ক্ষেত্রে কোন মূল্য ফেরত দেবার সুযোগ নেই ।* তবে…

১। পণ্য ডেলিভারী’র সময় সঠিক পণ্য দেখে বুঝে নেওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হচ্ছে।

২। নষ্ট বা ক্ষতিগ্রস্ত পণ্য গ্রহন না করে পণ্যবাহকের কাছে পণ্য ফেরত দেবার জন্য বলা হচ্ছে এবং সাথে সাথে ফোন (০১৭১৮৬৯৩৮৩৯) / ইমেইল (php.mithu2000@gmail.com ) করে অবহিত করার জন্য অনুরোধ করা হচ্ছে।

৩। মূল্য পরিশোধ করে পণ্য বুঝে নেওয়ার পরে কোন রকম অভিযোগ গ্রহন করা হবে না বা কোন মূল্য ফেরত দেওয়া হবে না।

পণ্য পরিবর্তন সংক্রান্ত নীতিমালা (Replacement Policy)

১। পণ্য ডেলিভারী করার সময় যদি দেখা যায় যে কোন পণ্য ক্ষতিগ্রস্ত অথবা অচল হিসেবে পরিলক্ষিত হয়েছে সেক্ষেত্রে আপনি নতুন আরেকটি পণ্য গ্রহন করতে পারবেন। এটি শুধুমাত্র অনলাইনে অগ্রিম মূল্য পরিশোধের ক্ষেত্রে প্রযোজ্য।

২। পরিবর্তিত পণ্য গ্রহণের ক্ষেত্রে আপনাকে সর্বোচ্চ ৭ + (সাত) কার্য দিবস অপেক্ষা করতে হতে পারে।*

৩। আপনার যে পণ্যের অর্ডার করেছেন সেই পণ্যের পরিবর্তে যদি অন্য কোন পণ্য ডেলিভারী করা হয়, তবে পরবর্তী ৭+ কার্য দিবসের মধ্যে পরিবর্তিত নতুন পণ্য সরবরাহ করা হবে।*

 

বিঃদ্রঃ free Home delivery অফারটি ৩০ ই এপ্রিল পর্যন্ত চলবে। তাই এই সুযোগ হেলায় হারাবেন না।

 


Viewing all articles
Browse latest Browse all 3243

Trending Articles