DEAR ADMIN,
আমি এই সাইট এ মাঝে মাঝেই আসি, কিন্তু একটা জিনিস খুবই বিরক্ত লাগে সেটা হোলো: এই সাইট এর যে কোনো টিউন বিভাগ এ যাই, সব সময় একই পোস্ট দেখায় ।
বেপার টা এমন, আমি যদি সফটওয়্যার বিভাগ এ যাই, সেখানে শুধু সফটওয়্যার নিয়েই পোস্ট থাকার কথা, কিন্তু সেখানে দেখি $$$ ডলার ইনকাম করার টিউটোরিয়াল । আবার যদি বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ এ যাই, সেখানে শুধু বিজ্ঞান ও প্রযুক্তি নিয়েই পোস্ট থাকার কথা, কিন্তু সেখানেও দেখি $$$ ডলার ইনকাম করার টিউটোরিয়াল । এমন কেন ভাই ??? এর ফলে হাজারো ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর টেকটুইটস বেবহার করা থেকে বিরত থাকবে ।
আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, টুইটাররা যদি নিয়ম মেনে সঠিক ভাবে টুইট অনুযায়ী ক্যাটাগরি সিলেক্ট করে কাজ করতো, তাহলে এমন টা হতো না । আর তাছাড়া পোস্ট অনুযায়ী ক্যাটেগরি সিলেক্ট না করে ইচ্ছে করে অন্য ক্যাটেগরিতে পোস্ট ঢুকিয়ে দেওয়াটা তো রীতিমতো স্প্যামিং তাই নয় কি ???
আশা করি টেকটুইটস অ্যাডমিন বিষয়টি বিবেচনা করে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবেন ।
ভিজিটর যারা এই বিষয়ের সাথে সহমত, ( কমেন্টের মাদ্ধমে ) তাদের মতামত আশা করছি ।
ধন্যবাদ ।…….