আপনার এসির জীবনকাল দীর্ঘস্থায়ী করতে এর ভিতরের ফিল্টারগুলো খুব সহজেই নিয়মিত পরিষ্কার করে নিন।
এক্ষেত্রে আপনার সবচেয়ে বড় সমস্যা হলো ময়লা হয়ে যাওয়া এয়ার ফিল্টার যা এসির স্বাভাবিক বাতাস প্রবাহে বাঁধা সৃষ্টি করে এবং এসির কার্যকারিতা কমিয়ে দেয়। তাই নিয়মিত নরম ভেজা কাপড় অথবা নিরাপদ কেমিক্যাল ক্লিনার দিয়ে প্রথমে এসির বাইরের অংশ পরিষ্কার করে এয়ার ফিল্টার টি বের করে নিতে হবে। তারপর এয়ার ফিল্টার টিকে গরম পানিতে ডিটার্জেন্ট দিয়ে ভালোভাবে পরিষ্কার করতে হবে যেন একটুও ময়লা না থাকে। এবার্ এয়ার ফিল্টার লাগিয়ে এসি অন করলেই ফ্রেশ বাতাস উপভোগ করতে পারবেন।
এই কাজটি খুব ছোট মনে হলেও আপনি নিয়মিত মাসে একবার এসি এভাবে পরিষ্কার করলে এসির কার্যকারিতা স্থায়ী হবে এবং আপনার বাড়তি সার্ভিসের খরচও কমিয়ে দিবে। কিন্তু খুব বেশি অসুবিধায় পড়লে ভাল প্রফেশনালদের দিয়ে সার্ভিস করানো উত্তম।