শুভ নববর্ষ। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার এই বছরের প্রথম টিউন। আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ্য আছেন।
আজ আমি আপনাদের জন্য একটি বিশেষ ট্রেইনিং নিয়ে আলোচনা করবো। আর সেটি হচ্ছে ড্রীমপ্লয় সম্বন্ধে। ড্রীমপ্লয় কর্তৃপক্ষ ইউজারদের সুবিধার জন্য একটি নতুন এপ্স চালু করেছে। যেদির নাম ড্রীমপ্লয় ট্রেইনিং। এই এপসে আপনারা ড্রীমপ্লয়ে কাজ করার বিস্তারিত নিয়ম কানুন পাবেন। এবং এখানে সবকিছু এত সহজ ভাবে বর্ননা করা হয়েছে যে, যে কেউ এই ট্রেইনিং এপসট ভাল ভাবে পড়লে ড্রীমপ্লয়ে খুব সহজে কাজ করতে পারবেন। সেই এপসটির বিস্তারিত পাবেন নিচরে ভিডিওতে।