Quantcast
Channel: টেকটুইটস
Viewing all articles
Browse latest Browse all 3243

কখনও ভেবেছেন কি আপনার মৃত্যুর পর আপনার ফেসবুক প্রোফাইল এর কি হবে? App Care BD

$
0
0

ভেবেছেন কি আপনার মৃত্যুর পর আপনার ফেসবুক প্রোফাইল কে ব্যবহার করবে? আপনার ফেসবুক প্রোফাইল এ কোন সিম্বল দেখাবে কিনা?

 

হ্যালো বন্ধুরা,

আমি সাজ্জাদ আজকে আপনাদের এই প্রশ্নগুলর ই উত্তর দেওয়ার চেষ্টা করব।  শুধু ফেসবুক এ নয়, আরও অনেক সোশ্যাল মিডিয়া আছে যাদের বিভিন্ন রকম নিয়ম কানুন রয়েছে আপনার মৃত্যুর পর আপনার অ্যাকাউন্ট টা নিয়ে।

আপনি চাইলে আপনার মৃত্যুর পরও ফেসবুক অ্যাকাউন্টটি চালু রাখতে পারবেন অথবা বন্ধ করে দিতে পারবেন। যদি আপনি মৃত্যুর পরও আপনার অ্যাকাউন্টটি চালু রাখেন, তাহলে সেখানে ‘রিমেমবারিং’ বা স্মরণীয় শব্দটি থাকবে।

বর্তমানে ইউটিউবের চ্যানেলগুলো আর্থিক দিক দিয়ে বেশ লাভজনক। এ ছাড়া প্রচুর ইউটিউব চ্যানেলের বেশ জনপ্রিয়তাও রয়েছে। তাই মৃত্যুর আগে আপনার লাভজনক চ্যানেল বা অ্যাকাউন্টটি দিয়ে যেতে পারেন প্রিয় কাউকে। প্রক্রিয়াটিও অনেকটা ফেসবুকের মতই।

আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিও মৃত্যুর পর অন্য কারো মাধ্যমে সচল রাখা যাবে। তবে এ ক্ষেত্রে ইনস্টাগ্রামের নীতি কিছুটা ভিন্ন। আপনার মৃত্যুর পর যে ব্যক্তি আপনার মৃত্যুসনদ দেখাতে পারবেন, সেই ব্যক্তিই হবেন অ্যাকাউন্টটির মালিক।

মৃত্যুর পর আপনার টুইটার অ্যাকাউন্টটি অন্য কারো মাধ্যমে চালু রাখার কোনো সম্ভাবনা নেই। তবে মৃত্যুর পর অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। আপনার পরিবার বা আত্মীয়স্বজনের যে কেউ আপনার অ্যাকাউন্টটি বন্ধ করে দিতে পারবেন।

মৃত্যুর পর আপনার গুগল অ্যাকাউন্টটি আর চালু রাখার সুযোগ নেই। তবে তা বন্ধ করে দেওয়ার সুযোগ রয়েছে। এ জন্য যে মানুষটিকে আপনি গুগল অ্যাকাউন্টটি বন্ধ করার ক্ষমতা দেবেন, সে মানুষটির সঙ্গে একবার হলেও ই-মেইলে আলাপচারিতা থাকতে হবে আপনার।

আরও বিস্তারিত জানতে হলে আমার ভিডিও টি দেখতে পারেন।

 

আমার ভিডিও দেখার জন্য এখানে ক্লিক করুন।


Viewing all articles
Browse latest Browse all 3243

Trending Articles