টেক টুইটস-এ এটা আমার প্রথম পোষ্ট। আর শুরুতেই আপনাদের জন্য নিয়ে এলাম স্মার্টফোনের হ্যান্ডস অন রিভিউ নিয়ে। আমাদের আজকের রিভিউ Walton Primo G8 এর। মাত্র ৬,৯৯৯ টাকার ডিভাইসে আপনারা পাচ্ছেন 5.5” HD Display, Gorila Glass, 1 GB ram, 8 GB ROM, 8 MP front & back camera, & 2700 mAh Superb Battery.
উপরের কনফিগারেশন দেখে একটু অবাক হলেন নাকি? ভাবছেন আসলেই কি তাই? হ্যা আসলেই তাই। চলুন ডিভাইসটির বিষদ বিবরণে চলে যাই।
ডিসপ্লে
Primo G8 এ রয়েছে ৫.৫” HD IPS Display.
র্যাম এবং রম
Primo G8 এ রয়েছে যথাক্রমে ১ জিবি র্যাম এবং ৮ জিবি ইন্টারনাল মেমোরী। মেমোরী ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
সি.পি.ইউ / জি.পি.ইউ
Primo G8 এ পাবেন ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রোসেসর এবং মালি ৪০০ জিপিইউ।
আনবক্সিং
Primo G8 এর সাথে আপানার যে সকল জিনিস পাচ্ছেন:
** Standard Ear phone.
** ইউ এস বি চার্জার উইথ ডাটা কেবল
** ইউজার ম্যানুয়াল এবং ওয়্যারেন্টি কার্ড।
বিল্ড কোয়ালিটি
Primo G8 ডিভাইসটি প্লাষ্টিক মেইড হলেও দেখতে কিন্তু বেশ স্টাইলিশ। আপনি হাতে না নিয়ে দেখলে বুঝতেই পারবেন না ডিভাইসটি মেটালিক নয়। ডিভাইসটির ফ্রন্ট প্যানেলে উপরের দিকে রযেছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ক্যামেরায় ফ্ল্যাশ লাইট ইউজ করা হয়েছে। ডিসপ্লের নিচের দিকে রয়েছে ৩টি ক্যাপাসিটিভ টাচ প্যানেল।
ভলিউম রকার্স এবং পাওয়ার বাটন রয়েছে ডিভাইসের বাম পাশে উপরের অংশে।
মাইক্রো ইউ এস বি পোর্ট এবং ৩.৫ মিলিমিটার অডিও পোর্ট রয়েছে ডিভাইসের উপরের দিকে।
ডিভাইসটির ব্যাক কভারটি রিমুভেবল। রিয়্যার প্যানেলে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা উইদ ফ্ল্যাশ লাইট।
ব্যাটারি ব্যাকাপ রয়েছে ২৭০০ মিলি এ্যম্পিয়ার যা আমি আগেই উল্লেখ করেছি।
অপারেটিং সিস্টেম
Primo G8 এ রয়েছে এ্যন্ড্রয়েড নোগাট ৭.০ অপারেটিং সিস্টেম।
ক্যামেরা
Primo G8 এ ফ্রন্ট এবং ব্যাকপার্টে রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা। ক্যামেরা কোয়ালিটি নিয়ে আমি সন্তুষ্ট।
স্পেশাল ফিচারস
মাত্র ৭০০০ টাকার ডিভাইসে Walton অসাধারণ কিছু অফার করছে আপনাদের জন্য। এর মধ্যে বেশ কিছু স্পেশাল ফিচার রয়েছে। ফিচার গুলো হলো:
- ফিংগার প্রিন্ট সেন্সর
- ফ্রন্ট ফ্ল্যাশ লাইট
- মাল্টি উইন্ডো
- ব্যাটারি সেভার
বেঞ্চমার্ক স্কোর
স্মার্টফোন কেনার পর বেঞ্চমার্ক স্কোর করা একটা শখের বিষয় হয়ে দাড়িয়েছে। চলুন Primo G8 এর বেঞ্চমার্ক স্কোর গুলো দেখে নেই।
দাম
Primo G8এর মূল্য রাখা হয়েছে ৬,৯৯৯ টাকা মাত্র।