Quantcast
Channel: টেকটুইটস
Viewing all articles
Browse latest Browse all 3243

Walton Primo E8s-বাংলাদেশে তৈরী স্মার্টফোন

$
0
0

Walton Primo E8s, বাংলাদেশে ওয়ালটনের তৈরী ২য় স্মার্টফোন। বাংলাদেশী হিসেবে গর্ব করার মত বিষয় হলো স্মার্টফোন এখন বাংলাদেশেই তৈরী হয়। স্বল্প দামে, মান সম্মত ডিভাইস এখন বাংলাদেশেই তৈরী হয়। Primo E8s এ রয়েছে ৪.৫” ডিসপ্লে, ১ জিবি র‌্যাম, ৮ জিবি ইন্টারনাল মেমোরী, ১৬০০ মিলিএ্যম্পিয়ার ব্যাটারি ৫ মেগাপিক্সেল ক্যামেরা ইত্যাদি। আর ডিভাইসটির বাজার মূল্য মাত্র ৩,৯৯৯ টাকা।

এক নজরে Primo E8s:

ডিভাইসের নাম Primo E8s
ডিসপ্লে: ৪.৫” FWVGA Screen (2.5D Curved)
প্রোটেকশন নেই
র‌্যাম ১ জিবি
রম ৮ জিবি ( 32 জিবি পর্যন্ত বাড়ানো যাবে)
সি.পি.ইউ ১.2 গিগাহার্টজ কোয়াডকোর প্রোসেসর
জি.পি.ইউ মালি ৪০০
ক্যামেরা রিয়্যার ৫ মেগাপিক্সেল
ফ্রন্ট ৫ মেগাপিক্সেল
ব্যাটারি ১৬০০ মিলি এ্যম্পিয়ার নন রিমুভেবল
দাম ৩,৯৯৯ টাকা

 

ডিসপ্লে

Primo E8s  রয়েছে ৪.৫”, 2.5D Curved ” FWVGA Display. ডিসপ্লের রেজুল্যুশন রয়েছে 854 x 480 Pixel. ডিসপ্লেতে ১৬.৭ মিলিয়ন কালার সাপোর্ট করে। ডিভাইসটির টাচ রেছপঞ্ছ ভালো মানের। ডিভাইসটতে ২ আংগুল পর্যন্ত টাচ সাপোর্ট পাবেন।

র‌্যাম এবং রম

Primo E8s  পাবেন যথাক্রমে ১ জিবি র‌্যাম এবং ৮ জিবি ইন্টারনাল মেমোরী। ইন্টারনাল মেমোরী ৩২ জিবি পর্যন্ত বৃদ্ধি করা সম্ভব।

সি.পি.ইউ / জি.পি.ইউ

Primo E8s এ রয়েছে ১.২ গিগাহার্টজ কোয়াডকোর প্রোসেসর এবং মালি ৪০০ জিপিউ. ডিভাইসটিতে মিডিয়াটেকের চিপসেট ইউজ করা হয়েছে।

আনবক্সিং

Primo E8s  এর সাথে আপানারা পাচ্ছেন:

** Standard Ear phone.

**  ইউ এস বি চার্জার উইথ ডাটা কেবল

** ইউজার ম্যানুয়াল এবং ওয়্যারেন্টি কার্ড।

বিল্ড কোয়ালিটি

 

Primo E8s ডিভাইসটি প্লাষ্টিক মেইড। সেলফি ক্যামেরাটি ফ্রন্ট মাউনন্টেড, ৫ মেগপিক্সেল।  ক্যাপাসিটিভ টাচ প্যানেল রয়েছে ডিসপ্লের নিচের দিকে।

এছাড়া ভলিউম রকার্স, পাওয়ার বাটন রয়েছে ডিভাইসের উপরের অংশে ডান দিকে।আরো পাবেন মাইক্রো ইউ এস বি পোর্ট এবং ৩.৫ মিলিমিটার অডিও, যা ডিভাইসের উপরের দিকে অবস্থিত।

রিয়্যার প্যানেলে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। অন্ধকারে ভালো কোয়ালিটির ছবি তোলার জন্য ক্যামেরায় ফ্ল্যাশ লাইট ইউজ করা হয়েছে।

ব্যাক কভারটি রিমুভেবল। ডিভাইসটির ব্যাটারি ব্যাকাপ রয়েছে ১৬০০ মিলি এ্যম্পিয়ার। ব্যাটারির উপরের দিকে রয়েছে ২টি সিম কার্ড এবং মেমোরী কার্ড স্লট।

অপারেটিং সিস্টেম

Primo E8S এ রয়েছে এ্যন্ড্রয়েড নোগাট ৭.০ অপারেটিং সিস্টেম।

ক্যামেরা

Primo E8s এর ক্যামেরা কোয়ালিটি মোটামুটি মানের। ডিভাইসটির ফ্রন্ট এবং ব্যাকপার্টে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। ক্যামেরা দিয়ে তোলা ছবি যদি বাজেট অনুযায়ী চিন্তা করেন তো বেষ্ট কোয়ালিটি। ভালা লাগা বিষয় হলো সরাসরি 3G Video calling সিস্টেম রয়েছে সেলফি ক্যামেরার সাহায্যে।

 

কানেক্টিভিটি এবং সেন্সর

Primo E8s এ যে সকল সেন্সর রয়েছে তা হলো:

Accelerometer (3D), Proximity, GPS ইত্যাদি। এছাড়া কানেক্টিভিটির মধ্যে রয়েছে: WI-FI, Bluetooth V2, Micro USB 2.0, OTA, ইত্যাদি।

 

বেঞ্চমার্ক স্কোর

Primo E8s এর বেঞ্চমার্ক স্কোর গুলো কিন্তু ভালো। এক সময়ে আমি ১৮ হাজার টাকা দিয়ে Primo X1 কিনেছিলাম। সেটার বেঞ্চমার্ক স্কোর ছিলো ২০ হাজার+

সেই হিসেবে Primo E8s এর স্কোর কিন্তু বেশ ভালো।

দাম

Primo E8s এর মূল্য রাখা হয়েছে ৩,৯৯৯ টাকা মাত্র।

 

 

 

 

 

 

 

 


Viewing all articles
Browse latest Browse all 3243

Trending Articles