যারা বড় ডিসপ্লের স্মার্টফোন পছন্দ করেন তাদের জন্য দারুন একটি স্মার্টফোন নিয়ে আসলো ওয়ালটন। আসলে একটি স্মার্টফোন না বলে ফ্যাবলেট বলাই ভালো হবে। ডিভাইসটির নাম হলো Walton Primo NF3, আর এই সিরিজ-টি মূলত বিখ্যাত এর বিশাল ডিসপ্লে আর ব্যাটারি ব্যাকাপের জন্য। ইতিপূর্বে Primo NF Series এর ২টা সিরিজ বেশ জনপ্রিয় ছিলো ইউজারদের মধ্যে। আর সবচেয়ে বড় ব্যপাার হলো Primo NF3 ডিভাইসটি তৈরী হয়েছে সম্পূর্ণ বাংলাদেশী প্রযুক্তিতে।
চলুন বিস্তারিত বিবরনে যাওয়া আগে জেনে নেই Primo NF3’র কনফিগারেশন।
ডিভাইসের নাম | Primo NF3 |
ডিসপ্লে: | 6″ HD Display |
প্রোটেকশন | নেই |
র্যাম | ১ জিবি |
রম | ৮ জিবি ( 32 জিবি পর্যন্ত বাড়ানো যাবে) |
সি.পি.ইউ | ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রোসেসর |
জি.পি.ইউ | মালি ৪০০ |
ক্যামেরা | রিয়্যার ৮ মেগাপিক্সেল |
ফ্রন্ট ৮ মেগাপিক্সেল | |
ব্যাটারি | ৩৩০০ মিলি এ্যম্পিয়ার |
দাম | ৭,০৯৯ টাকা |
ডিসপ্লে
আগেই বলেছি Primo NF সিরিজ বিখ্যাত এর ডিসপ্লে সাইজ নিয়ে। আর সাধারণ ফ্যাবলেট টাইপ ডিভাইসের ডিসপ্লে তুলনামূলক বড় হয়ে থাকে। Primo NF3 এ রয়েছে 720 P HD ডিসপ্লে। ডিসপ্লের রেজুল্যুশন হলো 1280 x 720 Pixel. টাচ সেন্সেটিভিটি খারাপ রেছপঞ্ছিভ এবং ফাষ্ট। ৫ আংগুণল পর্যন্ত মাল্টি টাচ সাপোর্ট করে ডিভাইসটি-তে।
র্যাম এবং রম
Primo NF3-তে স্মুদলি কাজ করার জন্য রয়েছে ১ জিবি র্যাম এবং ৮ জিবি ইন্টারনাল মেমোরী।
সি.পি.ইউ / জি.পি.ইউ
Primo NF3- এর গ্রাফিক্স প্রোসেসিং এর জন্য রয়েছে মালি ৪০০ জিপিইউ এবং ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রোসেসর।
আনবক্সিং
Primo NF3 এর সাথে আপানার যে সকল জিনিস পাচ্ছেন:
** Standard Ear phone.
** ইউ এস বি চার্জার উইথ ডাটা কেবল
** ইউজার ম্যানুয়াল এবং ওয়্যারেন্টি কার্ড।
বিল্ড কোয়ালিটি
প্লাষ্টিক মেইড Primo NF3 এর বিল্ট কোয়ালিটি মোটামুটি পর্যায়ের। ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে ডিভাইসের উপরের অংশে, পাশেই রয়েছে প্রক্সিমিটি সেন্সর। ক্যাপাসিটিভ টাচ প্যানেল পাবেন ডিসপ্লের নিচের দিকে।
ভলিউম রকার্স এবং পাওয়ার বাটন রয়েছে ডিভাইসের ডান পাশে উপরের অংশে। এছাড়া মাইক্রো ইউ এস বি পোর্ট এবং ৩.৫ মিলিমিটার অডিও পোর্ট রাখা হয়েছে ডিভাইসের উপরের দিকে।
ডিভাইসটির ব্যাক কভারটি সম্পূর্ণ রিমুভেবল। রিয়্যার প্যানেলে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা উইদ ফ্ল্যাশ লাইট। ক্যামেরা বাম্প-টি একটু উচু, সো ব্যবহারের সময় ক্যামেরা বাম্পে যেন ঘষা না লাগে সে বিষয়ে আপনদের খেয়াল রাখতে হবে।
ব্যাটারি ব্যাকাপ রয়েছে ৩৩০০ মিলি এ্যম্পিয়ার, ফ্যাবলেট হিসেবে ব্যাটারি ব্যাকাপ আমার কাছে একটু কম মনে হয়েছে। ব্যাটারির উপরের দিকে রয়েছে ২টি সিম কার্ড এবং মেমোরী কার্ড স্লট।
অপারেটিং সিস্টেম
Primo NF3 এ রয়েছে এ্যন্ড্রয়েড নোগাট ৭.০ অপারেটিং সিস্টেম।
ক্যামেরা
Primo NF3 এ ফ্রন্ট এবং ব্যাকপার্টে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। ক্যামেরা কোয়ালিটি মোটামুটি পর্যায়ের।
ইউজার ইন্টারফেস
ইউজার ইন্টারফেস একেবারে স্টক ঘরানার। কোন নতুনত্ব নেই। আর আমরা যারা সাধারণ ইউজার, তাদের কাছে ইউজার ইন্টারফেসের গুরুত্ব বেশি হবার কথা না। ইউ.আই ট্র্যানজিশন ছিলো বেশ স্মুদ।
কানেক্টিভিটি এবং সেন্সর
Primo NF3 এ যে সকল সেন্সর রয়েছে তা হলো:
Accelerometer (3D), Proximity, Magnetic Field (Compass), ইত্যাদি। Primo NF3 এ যে সকল কানেক্টিভিটি রয়েছে: WI-FI, Bluetooth V2, Micro USB 2.0, OTA, WLAN Hotspot ইত্যাদি।
বেঞ্চমার্ক স্কোর
Primo NF3 এর বেঞ্চমার্ক স্কোর গুলো দেখে নিন।
দাম
Primo NF3 এর মূল্য রাখা হয়েছে ৭,০৯৯ টাকা মাত্র।