Quantcast
Channel: টেকটুইটস
Viewing all articles
Browse latest Browse all 3243

দেখে নিন কীভাবে আপনার পেওনিয়ার কার্ডটি একটিভ করবেন।

$
0
0
                                                                   সুত্রঃ টেকপাগলা
আসসালামুয়ালাইকুম, Techpagla-র পক্ষথেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি, সবাই ভাল আছেন। আমাদের টিউটোরিয়াল নিয়ে আপনাদের কোন প্রশ্ন থাকলে জানাতে পারেন। আমাদের ফেসবুক পেজে, ফেসবুক গ্রুপে, টুইটারে, লিংকডইনে।

সেই সাথে আমাদের ওয়েবসাইট ভিজিট করে অনেক অনেক হেল্পফুল টিপস পেতে পারেন।

কীভাবে পেওনিয়ার মাস্টার কার্ড একটিভ করবেন তার বাংলা ভিডিও টিউটোরিয়াল নিচে দেয়া হলঃ
আজকে আমরা দেখবো কিভাবে একটি payonner মাস্টার কার্ড অ্যাক্টিভ করা যায়। তবে payooner কার্ড টার একটিভ করার পূর্ব শর্ত হচ্ছে কার্ড টিকে আপনার কাছে আসতে হবে।
তাহলে এখন চলুন দেখা যাক কিভাবে পেওনিয়ার মাস্টার কার্ডটি অ্যাক্টিভ করা যায়। বিষয় টা খুবই সহজ।
প্রথমে আমরা payooner  অ্যাকাউন্ট-এ log in করব।  আমরা যেহেতু কার্ড টিকে অ্যাক্টিভ করতে যাবো ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে সেভাবে প্রথমেই prepaid card টি প্রথমে নিয়ে আসব। তারপর activate  বাটনে ক্লিক করবো তারপর settings থেকে activate করবো তরপর activate card এর ফরম পূর্ণ করবো। কার্ড এর ১৬ ডিজিট প্রথম বক্স এ দিবেন, পরেরটায় নিজের ইচ্ছেমত ৪টি ডিজিট বসাবেন এবং কনফার্ম করবেন। তারপর agree করে activate করবেন। এখন দেখতে পাচ্ছেন আপনার কার্ড activate করা হয়ে গিয়েছে। এখন আপনি আপনার ইচ্ছেমত কার্ড টি ব্যাবহার করতে পারবেন । আমাদের channel টি subscribe করা না থাকলে চ্যানেলটি Subscribe করে আমাদের সঙ্গে থাকুন।
ইউটিউব চ্যানেল লিংকঃ https://www.youtube.com/channel/UClIC3SgneIgDRkFdJdVxaSw
ধন্যবাদ।
আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। নিচে বিস্তারিত দেয়া হলঃ
ওয়েবসাইটঃ TechPagla.com
ফেসবুক পেইজঃ fb.com/TechPaglaa
ফেসবুক গ্রুপঃ fb.com/groups/TechPagla
টুইটার একাউন্টঃ twitter.com/TechPagla
লিংকডইন কোম্পানি পেইজঃ linkedin.com/company/techpagla
পিনটারেস্ট একাউন্টঃ pinterest.com/TechPagla


Viewing all articles
Browse latest Browse all 3243

Trending Articles