بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم
সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন।
আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি।
আমি শুধুমাত্র সেই সাইট গুলো নিয়েই টিউন করছি (ভবিষ্যতেও করবো), যেগুলো থেকে টাকা তুলতে পেরেছি। সবাই যদি সাথে থাকেন তবে উৎসাহ পাবো।
আমি আজকে আপনাদের মাঝে একটি নতুন এবং বিষস্থ আর্নিং সাইট (EarnTube) নিয়ে এসেছি যার মাধ্যমে আপনি খুব সহজে ১$ (বা ৮০ টাকা) আয় করতে পারবেন। সাথে রেফারেল থেকে ১০% আয় করতে পারবেন। এখানে আপনার কাজ হল প্রতিদিন মাত্র ১০ টি করে ভিডিও দেখা (সাথে ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করা)।
যেভাবে অ্যাকাউন্ট খুল্বেনঃ
১. প্রথমে এখানে ক্লিক করুন।
২. উপরের ডান পাশের কোনা থেকে Register এ ক্লিক করুন।
৩. Full Name: আপনার পুরো নাম দিন।
E-mail Address: আপনার ইমেইল দিন।
Confirm E-mail Address: একি ইমেইল আবার দিন।
Username: যে নামে অ্যাকাউন্ট ব্যবহার করতে চান সেটা দিন।
Password: পাসওয়ার্ড দিন।
Confirm Password: একি পাসওয়ার্ড আবার দিন।
Image Verification এ যে ওয়ার্ড গুলো দেওয়া থাকবে সেগুলো নিচের বক্সে দিন।
Terms of Service এ টিক দিন।
ব্যস, এবার Register এ ক্লিক করুন।
এখন অ্যাকাউন্ট এ লগিন করুন।
যেভাবে কাজ করবেনঃ
১. অ্যাকাউন্টে লগিন করুন।
২. তারপর নিচের ছবিতে মার্ক করা জায়গায় ক্লিক করুন।
৩. দশ টা ভিডিওর যেকোনো একটিতে ক্লিক করুন।
৪. ভিডিওটা চালু করুন।
৫. ভিডিওটা ৩ মিনিট দেখা হলে ভিডিওর উপরের এই দাগটি পূর্ণ হবে।
.
৬. তারপর ভিডিওর পাশের Subscribe বাটনে ক্লিক করুন।
৭. ভিডিও টিতে লাইক, কমেন্ট করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন। তারপর ইউটিউবের এই পেজটি কেটে দিন।
৮. এখন এই ছবি গুলো থেকে যেটা উল্টোভাবে আছে সেটাতে ক্লিক করুন। আপনার কাজ শেষ।
এভাবে সবগুলো ভিডিও দেখে ফেলুন।
পেমেন্টঃ
১. সাইট ২০$ দিয়ে অ্যাক্টিভ করতে হয়। তার জন্য কোম্পানি আপনাকে ২০ দিন সময় দিয়েছে। ২০ দিনে আয় ২০$ দিয়ে অ্যাক্টিভ করে নিবেন। কোন কারনে যদি কয়েক দিন কাজ করতে না পারেন তাহলে ডিপোজিট এর একটা সিস্টেম আছে, সেখানে যত ডলার এর কমতি আছে সেটা পাঠিয়ে দিবেন ফরম পুরন করে।
২. ৭$ ডলার হলে টাকা তোলা যায়।
৩. উইথড্র দেয়ার ৭ দিনের মধ্যে পেমেন্ট পেয়ে যাবেন।
যেকোনো প্রয়জনেঃ ০১৮২৪০৯০৩৭৮।