Quantcast
Channel: টেকটুইটস
Viewing all articles
Browse latest Browse all 3243

Primo RH3- 4G Smart phone Hands On review

$
0
0

4G’র যুগের প্রারম্ভে আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একটি ৪জি স্মার্টফোনের রিভিউ নিয়ে। আজকে আমরা রিভিউ করবো Walton এর ৪জি সাপোর্টেড স্মার্টফোন Walton Primo RH3 নিয়ে। স্টাইলিশ ডিজাইনের পাশাপাশি ক্যামেরা, ব্যাটারি ব্যাকাপ এবং ভালো কনফিগারেশনের কারণে ডিভাইসটির হাইপ এখন বেশ ভালো। ৯,৬৯০ টাকা মূল্যের ডিভাইসটিতে পাবেন  ৫” এইচ ডি ডিসপ্লে, ২.৫ ডি কার্ভড গ্লাস, ২ জিবি র‌্যাম , ১৬ জিবি বিল্ট ইন মেমোরী, 2600 mAh Battery সহ আরো অনেক কিছু।

আমি আমার আজকের রিভিউ সেকশনে কথা বললো Primo RH3’র ডিসপ্লে, বিল্ট কোয়ালিটি, ক্যামেরা পারফরমেন্স এবং অন্যান্য ফিচার নিয়ে।আলোচনা শুরুতেই দেখে নেবো  চলুন প্রথমে দেখে নেই ডিভাইসটির কনফিগারেশন এক ঝলক:

আনবক্সিং

Primo RH3  এর সাথে আপানার পাচ্ছেন:

** Standard Ear phone.

** ট্র্যান্সপারেন্ট ব্যাক কভার

**  ইউ এস বি চার্জার উইথ ডাটা কেবল

** ইউজার ম্যানুয়াল এবং ওয়্যারেন্টি কার্ড।

** সিম ইজেক্টর

অপারেটিং সিস্টেম

Primo RH3 এ রয়েছে এ্যন্ড্রয়েড নোগাট ৭.০ অপারেটিং সিস্টেম।

ইউজার ইন্টারফেস:

Primo RH3 এ স্টক ইউজার ইন্টারফেস ইউজ করা হয়েছে। আমি ব্যক্তিগত ভাবে স্টক ইউজার ইন্টারফেসের ভক্ত না। এটা আসলে ইউজার ভেদে নির্ভর করে।

ডিসপ্লে

২.৫ ডি- ৫” এইচ ডি আই পি এস ডিসপ্লে রয়েছে Primo RH3 এ।  ডিসপ্লে রেজুল্যুশন হলো ১২৮০ * ৭২০ পিক্সেল। ডিসপ্লেতে ১৬ মিলিয়ন কালার সাপোর্ট করে।  ডিসপ্লে-তে ৫ আঙ্গুল পর্যন্ত মাল্টি টাচ সাপোর্ট করে।

র‌্যাম এবং রম

Primo RH3-এ রয়েছে ২ জিবি DDR3 র‌্যাম এবং ১৬ জিবি ইন্টারনাল মেমোরী। ১২৮ জিবি পর্যন্ত এক্সট্রা মেমোরী কার্ড বাড়ানো যাবে।

সি.পি.ইউ / জি.পি.ইউ

Primo RH3- এ ১.২৫ গিগাহার্টজ কোয়াডকোর প্রোসেসরের পাশাপাশি মালি টি৭২০ জিপিইউ ইউজ করা হয়েছে।

ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি

ডিজাইনের দিক দিয়ে যদি মার্কিং করা হয় তো আমি Primo RH3-১০ এর মধ্যে ৭.৫ দিবো। মেটালিক ফ্রেমের উপর তৈরী Primo RH3 দেখতে বেশ গ্লসি এবং শাইনি।

ডিভাইসটির ফ্রন্ট প্যানেলে ব্যবহার করা হয়েছে ২.৫ডি কার্ভড গ্লাস। ডিসপ্লে উপরের দিকে রযেছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবংপ্রক্সিমিটি সেন্সর।

এছাড়া নেভিগেশন কি গুলো রয়েছে ডিসপ্লের মধ্যেই। ডিসপ্লে নিচের অংশে রয়েছে বায়োমেট্রিক ফিংগার প্রিন্ট সেন্সর।

ভলিউম রকার্স এবং পাওয়ার বাটন গুলো রয়েছে ডিভাইসের ডান পাশে উপর বরাবর।

মাইক্রো ইউ এস বি পোর্ট এবং ৩.৫ মিলিমিটার অডিও পোর্ট রয়েছে ডিভাইসের নিচের দিকে। এছাড়া আরো রয়েছে লাউড স্পিকার।

ডিভাইসটির পেছনে রয়েছ শাইনি ব্যাক কভার, যা  নন-রিমুভেবল। রিয়্যার প্যানেলে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা+ফ্ল্যাশ লাইট।

Primo RH3-তে ব্যাটারি ব্যবহার করা হয়েছে ২৬০০ মিলি এ্যম্পিয়ার লি-আয়ন ব্যাটারি। সিম কার্ড ট্রে এবং এস.ডি কার্ড স্লট রয়েছে ডিভাইসের বাম পাশে।

ক্যামেরা

Primo RH3 এর রিয়্যার প্যানেলে রয়েছে BSI sensor যুক্ত ৮ মেগাপিক্সেল ক্যামেরা। ক্যামেরা সাথে রয়েছে ডুয়াল টোন এল.ই.ডি ফ্ল্যাশ লাইট। সেলফি তোলার জন্য ফ্রন্ট প্যানেলেও রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। ক্যামেরা পারফরমেন্স দাম অনুযায়ী সন্তুষ্ট জনক। চলুন ক্যামেরা দিয়ে তোরা কিছু ছবি দেখে নেই।

কানেক্টিভিটি এবং সেন্সর

Primo RH3 এ যে সকল সেন্সর রয়েছে তা হলো: Accelerometer (3D), Gravity (3D), Proximity sensor, GPS with A-GPS ইত্যাদি। Primo RH3 এ যে সকল কানেক্টিভিটি রয়েছে: Wi-Fi b/g/n, Bluetooth V4, Micro USB V2, WLAN Hotspot, OTA, Wireless Display, OTG ইত্যাদি।

স্পেশাল ফিচারস

Primo RH3 এর বেশ কিছু ফিচার আমার কাছে ভালো লেগেছে। চলুন জেনে নেই ফিচার গুলো।

  • 4G Network Support
  • Stylish Edge Design
  • Android 7.0 Nougat
  • Multi-Window
  • Integrated Battery Saver
  • OTG Support

বেঞ্চমার্ক স্কোর

আমি Primo RH3 এর বেঞ্চমার্ক স্কোর করেছি। একটু স্কোর গুলো দেখে নিন।

দাম

Primo RH3 এর মূল্য রাখা হয়েছে ৯,৬৯০ টাকা মাত্র।

 

 


Viewing all articles
Browse latest Browse all 3243

Trending Articles