Quantcast
Channel: টেকটুইটস
Viewing all articles
Browse latest Browse all 3243

Walton Primo F7s-বাংলাদেশে তৈরী স্মার্টফোন

$
0
0

আবারো হাজির হলাম আপনাদের মাঝে বাংলাদেশে তৈরী আরো একটি স্মার্টফোনের রিভিউ নিয়ে। আমাদের আজকের রিভিউ ওয়ালটনের নতুন স্মার্টফোন Primo F7s. লো-বাজেটের ডিভাইস গুলোর মধ্যে F7s এখন বাংলাদেশে অপ্রতিদ্বন্দী বলা চলে। ৫,২৯৯ টাকার মধ্যে আপনারা পাচ্ছেন ৫.২” FWVGA স্ক্রিন, ১ জিবি র‌্যাম, ৮ জিবি র‌ম ৫ মেগাপিক্সেল ক্যামেরা সহ আরো অনেক কিছু।

চলুন ডিভাইসটির কনফিগারেশন একটু জেনে নেই:

ডিভাইসের নাম Primo F7s
ডিসপ্লে: 5.2″ FWVGA Screen
প্রোটেকশন নেই
র‌্যাম ১ জিবি
রম ৮ জিবি ( ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যাবে)
সি.পি.ইউ ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রোসেসর
জি.পি.ইউ মালি ৪০০
ক্যামেরা রিয়্যার ৫ মেগাপিক্সেল
ফ্রন্ট ৫ মেগাপিক্সেল
ব্যাটারি ২২৫০ মিলি এ্যম্পিয়ার
দাম ৫,২৯৯ টাকা

ডিসপ্লে এবং টাচ

Primo F7s এ আপনারা পাবেন ৫.২” FWVGA স্ক্রিন। ডিসপ্লের রেজুল্যূশন রয়েছে  ৮৫৪ * ৪৮০ পিক্সেল। গরিলা গ্লাস না থাকায় গ্লাস প্রোটেক্টর ইউজ করাই বেটার অপশন। ডিভাইসটির টাচ রেছপঞ্ছ কিন্তু খুবই ইফেক্টিভ।  ডিভাইসটিতে ২ আংগুল পর্যন্ত মাল্টি টাচ সাপোর্ট করে।

র‌্যাম এবং রম

Primo F7s এ রয়েছে ১ জিবি র‌্যাম এবং ৮ জিবি ইন্টারনাল মেমোরী রয়েছে।  ইন্টারনাল মেমেরাী এক্সপ্যান্ডেবল (৬৪ জিবি পর্যন্ত)।

সি.পি.ইউ / জি.পি.ইউ

Primo F7s এ রয়েছে ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রোসেসর পাশাপাশি রয়েছে মালি ৪০০ জি.পি.ইউ।

আনবক্সিং

Primo F7s এর সাথে আপনারা পাচ্ছেন

** একটি Standard Ear phone,

** ইউ এস বি চার্জার উইথ ডাটা কেবল

**  সিম ইজেক্টর

** স্ট্যান্ডার্ড ইয়ার ফোন

আউটলুক

সামহাউ, এখন বেশির ভাগ ইউজার-রাই মেটালিক বডি পছন্দ করে। কিন্তু মেটালিক বডি লো বাজেটে পাওয়া কঠিন। তবে ওয়ালটন এখন দেশেই স্মার্টফোন তৈরী করায় এই কাজটা সহজ হয়েছে। সম্পূর্ণ মেটালিক ফ্রেম যুক্ত Primo F7sএর  ডিসপ্লে-তে রয়েছে ডিভাইসটিতে রয়েছে ৫.২” FWVGA স্ক্রিন। ডিভাইসের ফ্রন্ট প্যানেলে রয়েছে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ক্যামেরায় ফ্ল্যাশ লাইটও রয়েছে।

ক্যাপাসিটিভ টাচ প্যানেল রয়েছে ডিভাইসের নিচের অংশে। ভলিউম রকার্স এবং পাওয়ার বাটন রয়েছে ডিভাইসের উপরের দিকে ডান পাশে।

মাইক্রো ইউ এস বি পোর্ট, ৩.৫ মিলিমিটার অডিও পোর্ট এবং স্পিকার রয়েছে ডিভাইসের উপরের দিকে। এছাড়া সিমকার্ড + ডুয়াল সিম কার্ড ট্রে রয়েছে ডিভাইসের ডান পাশে।

রিয়্যার প্যানেলে উপরের দিকে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা এবং ফ্ল্যাশ লাইট।

ইউজার ইন্টারফেস

আমি ব্যক্তিগত ভাবে ইউজার ইন্টারফেস নিয়ে মাথা ঘামাইনা। তবে স্টক  ইউজার ইন্টারফেস আমার একেবারেই পছন্দ না। Primo F7s এ স্টক এ্যন্ড্রয়েড ইউজ করা হয়েছে। যদি আপনি স্টক এ্যন্ড্রয়েড প্রেমি হন তো এই স্মার্টফোনের ইউজার ইন্টারফেস আপনার ভালো লাগবে।

অপারেটিং সিস্টেম

Primo F7s এ অপারেটিং সিস্টেম হিসেবে পাবেন Android 7.0 Nougat.

ক্যামেরা

সেলফি তোলার জন্য Primo F7s এ রয়েছে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আর যদি সেলফি লাভার হয়ে থাকেন তো রাতের বেলায়ও ভালো কোয়ালিটির ছবি তুলতে পারবেন, কেননা ফ্রন্ট প্যানেলেও ফ্লাশ লাইট রয়েছে।

রিয়্যার প্যানেলেও রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। ক্যামেরা দিয়ে তোলা ছবির মান মোটামুটি। ছবির কোয়ালিটি গুলো দেখে নেই।

কানেক্টিভিটি এবং সেন্সর

Primo F7s এ যে সকল সেন্সর রয়েছে তা হলো:

Accelerometer (3D), Gravity (3D),  Light, Proximity, Sensor ইত্যাদি।
Primo F7s এ যে সকল কানেক্টিভিটি রয়েছে: WI-FI, Bluetooth V4, Micro USB 2.0, OTA, Wireless Display, WLAN Hotspot ইত্যাদি।

স্পেশাল ফিচারস

** মাল্টি উইন্ডো: যারা এক সাথে একাধিক কাজ করতে পছন্দ করেন তাদের জন্য উপকারী ফিচার এটি। তবে ব্যাক গ্রাউন্ডে একাধিক এ্যপ চালু থাকলে মোবাইল স্লো হতে পারে।

** 3 in one Sim card Tray: এটা বলা চলে এই বাজেটে কেন, এর ডাবল বাজেটেও নেই। Primo F7s এর সিম কার্ড ট্রে-তে রয়েছে ৩টা স্লট। যার ফলে এক সাথে ২টা সিমের পাশাপাশি আলাদা ভাবে মাইক্রো এসডি কাডও ব্যবহার করতে পারবেন।

বেঞ্চমার্ক স্কোর

আমার ইদানিং এ্যনটুটু বেঞ্চমার্ক এর উপর থেকে বিশ্বাস উঠে গেছে। আর তাই আমি গিকবেঞ্চ টেষ্ট করেছি। চলুন, স্কোর দেখে নেই।

দাম

Primo F7s এর বাজার মূল্য রাখা হয়েছে ৫,২৯৯ আমার কাছে পার্সোনালী এই বাজেটে এর চেয়ে ভালো স্মার্টফোন চোখে পরেনা।

 

 

 

‘/ম


Viewing all articles
Browse latest Browse all 3243

Trending Articles