Quantcast
Channel: টেকটুইটস
Viewing all articles
Browse latest Browse all 3243

এসইও কি?

$
0
0
এসইও কি?
👇
এসইও হলো..
সার্চ ইন্জিন অপটিমাইজেশন,
যার মাধ্যমে আমরা যেকোন ওয়েবসাইট কে গুগোল এর প্রথম পেজে আনতে পারবো, এতে কি হবে? এতে আপনার ওয়েবসাই এ ভিজিটর বাড়বে। এবং আপনার ইনকাম বাড়বে। কিভাবে বাড়বে.? মনে করেন আপনার ১টি টি-শার্ট এর দোকান/শো-রুম আছে, এখন আপনি এটা অনলাইনে প্রচার করে একটু বেশি বিক্রি করতে চান সেক্ষেত্রে আপনার ১টি ওয়েবসাইট থাকতে হবে এবং সেখানে আপনার প্রডাক্ট এর বিস্তারিত বিবরন দেওয়া থাকবে। এখন কেউ যদি গুগোল এ “টি-শার্ট ইন বিডি” লিখে সার্চ করে তাহলে প্রচুর পরিমানে রেজাল্ট গুগোল তাকে দেখাবে ১জন ভিজিটর প্রথম পাতার রেজাল্ট বেশি দেখবে এবং এর মধ্যেই সে তার প্রডাক্ট সিলেক্ট করবে।
এখন কেউ সার্চ করলে আপনার ওয়েবসাইট গুগোলে এ খুঁজে পাই না, যার ফলে আপনার অনলাইনে ইনকাম হয় না, কারণ আপনার ওয়েবসাইট গুগোলের এর লাস্ট পেজে থাকে যার ফলে কেউ সার্চ দিয়ে আপনার ওয়েবসাইট খুঁজে পাইনা। এখন যদি আপনার ওয়েবসাইট টি গুগোলের এর প্রথম পেজে দেখাতো তাহলে আপনার প্রচুর পরিমানে ভিজিটর বাড়তো এবং বিক্রয় ও বাড়তো এতে আপনার ব্যাবসায় উন্নতি ঘটতো।
এইসব কাজ করার প্রক্রিয়াকেই এসইও বলে।
এসইও সম্পর্কে আরো বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

Viewing all articles
Browse latest Browse all 3243

Trending Articles