সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউন।
আজকে আমি আপনাদের সামনে এমন একটি আপ্পস নিয়ে কথা বলব জেটির মাধ্যমে আপনাকে কেউ কল করলে তার নাম আপ্নাকেই বলে দিবে। সুধু তাই নয়, এর মাধ্যমে আপনার ফোনের ব্যাটারি লো হলে তাও আপনাকে বলে দিবে। আপনাকে যদি কেউ ম্যাসেজ দেয় তবে কে ম্যাসেজ দিলো তাও আপনাকে বলে দিবে।
বেপারটি সুনে অবাগ লাগছে? অবাগ হবার কিছু নেই। Caller Name Speaker নামের এমনি একটি আপ্পস আপনাদের দিচ্ছে এমন সুবিধা। তবে একটি কথা জেনে রাখা ভাল, যে আপনাকে কল করবে তার ফোন নাম্বার আপনার ফোন বুকে তার নাম দিয়ে সেভ করে রাখতে হবে।
তাই দেরি না করে এখনি গুগল প্লে-স্টোর ডাউনলোড করুন Caller Name Speaker আপ্পস ।
আপনার যদি এতো কিছু পড়ার টাইম না থাকে তবে এই ভিডিওটি দেখতে পারেন।
আমার Youtube Channel Name : Mahir Mohaimin Tasin
Subscribe my Channel.