Quantcast
Channel: টেকটুইটস
Viewing all articles
Browse latest Browse all 3243

Walton Primo S6 Infinity-Hands On Review

$
0
0

ডিজাইনের দিক দিয়ে রেভল্যুশনারী ডিজাইন নিয়ে হাজির হয়েছে Walton Primo S6 Infinity. Truly gorgeous গ্লসি আর শাইনি ডিজাইন দিয়ে ইতিমধ্যেই Primo S6 Infinity আগ্রহের জন্ম দিয়েছে।

Primo S6 Infinity –তে রয়েছে 5.5” HD+ Full View IPS Display. ডিসপ্লেতে রয়েছে ১৮:৯ aspect ratio, ৩ জিবি র‌্যাম, ৩২ জিবি ইন্টারনাল মেমোরী, ১৩ মেগাপিক্সেল রিয়্যার ক্যামেরা এবং ৩০০০ মিলি এ্যম্পিয়ার লি-আয়ন ব্যাটারি সহ আরো অনেক ফিচার। ডিভাইসটির মূল্য রাখা হয়েছে ১৬,৯৯০ টাকা। এক নজরে Primo S6 Infinity:

ডিভাইসের নাম Primo S6 Infinity
ডিসপ্লে: 5.5″ Full View HD+ Display
প্রোটেকশন Gorilla Glass 3
র‌্যাম 3 জিবি
রম ৩২ জিবি ( ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে)
সি.পি.ইউ ৬৪ বিট ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রোসেসর
জি.পি.ইউ মালি টি৭২০
ক্যামেরা রিয়্যার ১৩ মেগাপিক্সেল
ফ্রন্ট ৮ মেগাপিক্সেল
ব্যাটারি ৩০০০ মিলি এ্যম্পিয়ার
দাম ১৬,৯৯০ টাকা।

ডিসপ্লে এবং টাচ

Primo S6 Infinity এ আছে ৫.৫” Full View HD+ Display. ডিসপ্লের রেজুল্যুশন ১৪৪০ * ৭২০ পিক্সেল। প্রোটেকশন হিসেবে রয়েছে গরিলা গ্লাস ৩।

র‌্যাম এবং রম

Primo S6 Infinity এ ব্যবহৃত হয়েছে ৩ জিবি র‌্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল মেমোরী। ইন্টারনাল মেমেরাী ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

সি.পি.ইউ / জি.পি.ইউ

Primo S6 Infinity এ রয়েছে ৬৪ বিট ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রোসেসর এবং মালি টি৭২০ জি.পি.ইউ।

আনবক্সিং

Primo S6 Infinity এর সাথে আপনারা পাচ্ছেন

** একটি Standard Ear phone,

** ইউ এস বি চার্জার উইথ ডাটা কেবল

**  সিম ইজেক্টর

** স্ট্যান্ডার্ড ইয়ার ফোন

** ট্রান্সপারেন্ট ব্যাক কভার।

আউটলুক

চোখা ধাধানো ডিজাইনের Primo S6 Infinity’র আউটলুক এক কথায় অসাধারণ। বিশেষ করে Blue কালার ডিজাইন। মেটালিক স্ট্রাকচারে গঠিত Primo S6 Infinity-তে রয়েছে ৫.৫” Full View HD+ Display. ফ্রন্ট প্যানেলে উপরের দিকে রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা এবং প্রক্সিমিটি সেন্সর। সেলফি লাভারদের জন্য ফ্রন্ট ফ্ল্যাশ লাইটও রয়েছে। এছাড়া নেভিগেশন বার গুলো রয়েছে ডিসপ্লে-তেই।

ভলিউম রকার্স এবং পাওয়ার বাটন রয়েছে ডিভাইসের উপরের দিকে ডান পাশে।

 

মাইক্রো ইউ এস বি পোর্ট, ৩.৫ মিলিমিটার অডিও পোর্ট রয়েছে ডিভাইসের নিচের দিকে। এছাড়া সিমকার্ড+এস.ডি কার্ড রয়েছে ডিভাইসের ডান পাশে।

রিয়্যার প্যানেলে রয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা এবং বায়োমেট্রিক ফিংগার প্রিন্ট সেন্সর।

ব্যাকপার্ট-টি নন রিমুভেবল। ব্যাটারি ব্যাকাপ রয়েছে ৩০০০ মিলি এ্যম্পিয়ার। ডিভাইসটির দৈর্ঘ্য ১৪৮ মিলিমিটার, প্রস্থ্য ৭১.৫ মিলিমিটার এবং পূরুত্ব ৮.১ মিলিমিটার। আর ডিভাইসটির ওজন ১৪৬ গ্রাম মাত্র।

 

ইউজার ইন্টারফেস

Primo S6 Infinity এর ইউজার ইন্টারফেজ যথেস্ট্য স্টাইলিশ। মুলত স্টক এ্যন্ড্রয়েড-কে মোডিফাই করা হয়েছে Primo S6 Infinity-তে।

অপারেটিং সিস্টেম

Primo S6 Infinity এ অপারেটিং সিস্টেম হিসেবে পাবেন Android 8.0 Oreo.

 

ক্যামেরা

Primo S6 Infinity এ সামনের দিকে রয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এছাড়া রিয়্যার প্যানেলে রয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। ক্যামেরা কোয়ালিটি নিয়ে সন্তুষ্ট। নিচের ছবি গুলো দেখলেই বুঝতে পারবেন।

কানেক্টিভিটি এবং সেন্সর

Primo S6 Infinity এ যে সকল সেন্সর রয়েছে তা হলো:

Accelerometer (3D), Gravity (3D), Gyroscope, Rotation Vector, Linear Acceleration, Light, Proximity, Magnetic Field (Compass), Orientation, Fingerprint Sensor,
Primo S6 Infinity এ যে সকল কানেক্টিভিটি রয়েছে: WI-FI, Bluetooth V4, Micro USB 2.0, OTG OTA, Wireless Display, WLAN Hotspot, Screen Sharing ইত্যাদি।

স্পেশাল ফিচারস

** মাল্টি উইন্ডো: যারা এক সাথে একাধিক কাজ করতে পছন্দ করেন তাদের জন্য উপকারী ফিচার এটি। তবে ব্যাক গ্রাউন্ডে একাধিক এ্যপ চালু থাকলে মোবাইল স্লো হতে পারে।

** OTG: Primo S6 Infinity-তে আপনারা OTG ক্যাবলের মাধ্যমে মাউস, কিবোর্ড, এবং পেন ড্রাইভ ইউজ করতে পারবেন।

** Screen recorder: Primo S6 Infinity-তে রয়েছে বিল্ট ইন স্ক্রিন রেকর্ডার।

** ফেস-আনলক: ফিংগার প্রিন্টট সেন্সর এক ঘেয়েমি লাগলে ফেস আনলক অপশসন ইউজ করতে পারেন। অথবা এক সাথে ২টোই ইউজ করতে পারবেন।

বেঞ্চমার্ক স্কোর

Primo S6 Infinity এর বেঞ্চমার্ক স্কোর এ্যাভারেজ। স্কোর গুলো দেখে নিন।

দাম

Primo S6 Infinity এর বাজার মূল্য রাখা হয়েছে ১৬,৯৯০ টাকা। আমার কাছে পার্সোনালী এই বাজেটে এর চেয়ে ভালো স্মার্টফোন চোখে পরেনা।

 

 

 

 


Viewing all articles
Browse latest Browse all 3243

Trending Articles