CPA মার্কেটিং বর্তমানে প্রচলিত এডভাটাইজিং পেমেন্ট মডেলগুলোর ধারনাই পালটে দিয়েছে। এমাজনের এফলিয়েট মার্কেটিং এর কথাই ধরুন।
এমাজন আপনাকে শুধুমাত্র তখনি টাকা দিবে যখন আপনার মাধম্যে তাদের কোন প্রোডাক্ট সেল হবে। এটা আসলেই অনেকটা কষ্টসাধ্য ব্যপার। নতুন ইন্টারনেট মার্কেটার দের জন্যতো অনেকটা অসম্ভব। সেখানে CPA মার্কেটিং এ আপনাকে পে করা হবে কোন প্রোডাক্ট সেল করার বিনিময়ে নয়, নিদিষ্ট একটি কাজের বিনিময়ে।
কাজ করার যোগ্যতা-
১. অনলাইন এর সম্পর্কিত বেসিক ধারনা থাকতে হবে
২.মেইল,ইয়াহু ইত্যাদি কিভাবে খুলতে হয়, মেইল করতে হয় এগুলা সম্পর্ক এ বেসিক জানতে হবে,
৩.ফেসবুক এর গ্রুপ কিভাবে খুলতে হয় এবং পেজ কিভাবে খুলতে হয়। এক কথায় ফেসবুক সম্পর্কিত সব ধারনা থাকতে হবে।
৪. ব্লগস্পট লাগবে। এবং ব্লগ এ টিউন করা জানতে হবে।[থাকলে ভালো না থাকলে ও হবে]
৫.বাংলায় টাইপ করা জানতে হবে [Android দিয়েও টাইপ করলে হবে]
৬.3G স্পিড ইন্টারনেট লাগবে।
৭.মডেম অথবা ব্রডব্যান্ড হলেও হবে।
৮.পেজা অ্যাকাউন্ট লাগবে – বেস এগুলে হলেই আপনি কাজ করার জনেন প্রস্তুত।